Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

রাজাভাতখাওয়া চেকপোস্টে চলাচলে নিয়ন্ত্রণ, ক্ষোভে ১৯ ঘণ্টা পথ অবরোধ বন বস্তিবাসীদের 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: রাজাভাতখাওয়ায় বনদপ্তরের চেকপোস্ট দিয়ে যাতায়াতের ক্ষেত্রে বনদপ্তরের নির্দেশিকার বিরোধিতা করে পথে নামলেন এলাকার বাসিন্দারা। বুধবার রাত থেকে ওই এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিস এলে বিক্ষোভকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। শেষে অবশ্য বনদপ্তরের হস্তক্ষেপে ১৯ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের ফলে বৃহস্পতিবার দুপুরে দেশবিদেশের শতাধিক পর্যটক চেকপোস্টে আটকে পড়েন।
দীর্ঘদিন ধরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের মূল প্রবেশদ্বার রাজাভাতখাওয়ায় বনদপ্তরের চেকপোস্ট দিয়ে সন্ধ্যা ছ’টার পরেও বন বস্তিবাসীদের যাতায়াত অবাধ ছিল। সম্প্রতি জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার হত্যার ঘটনার পর বন্যপ্রাণীদের সংরক্ষণের প্রশ্নে বনদপ্তর বুধবার ফতোয়া জারি করে যে, সন্ধ্যা ছ’টার পর রাজাভাতখাওয়ার ওই চেকপোস্ট দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হবে। এই খবর ছড়িয়ে পড়তেই বক্সা পাহাড়ের ১৩টি পাহাড়ি গ্রাম, রাজাভাতখাওয়া ও জয়ন্তী বনবস্তির বাসিন্দারা বুধবার রাত থেকে বনদপ্তরের ওই চেকপোস্ট অবরোধ করে আন্দোলন শুরু করেন। বৃহস্পতিবারও এই অবরোধ চলতে থাকে। পরিস্থিতি সামাল দিতে কালচিনি থানা থেকে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে আসে। পুলিসকে দেখে অবরোধকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। বনবস্তিবাসীরা সন্ধ্যার পরেও ওই চেকপোস্ট দিয়ে যাতায়াতের দাবিতে অনড় থাকেন। ফলে ঘণ্টার পর ঘণ্টা অবরোধে আটকে পড়ে পর্যটকদের ভোগান্তি পোহাতে হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বেলা তিনটা নাগাদ বনদপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেওয়া হলে বনবস্তিবাসীরা তাঁদের অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন। আন্দোলনকারী বস্তিবাসীরা পরে বনদপ্তরের কাছে ওই চেকপোস্ট দিয়ে যাতায়াতের দাবিতে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপিও জমা দেন।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা(পশ্চিম) কল্যাণ রাই অবশ্য বলেন, বন ও বন্যপ্রাণীদের সুরক্ষায় মাঝে মাঝে অপ্রিয় কিছু সিদ্ধান্ত আমাদের নিতেই হয়। তবে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলা হবে। বিষয়টি উপর মহলেও জানাচ্ছি আমরা।
আন্দোলনকারীদের পক্ষে জয়ন্তীর বাসিন্দা শুভজ্যোতি বসু বলেন, আমাদের সঙ্গে বনদপ্তর ক্রীতদাসের মতো আচরণ করছে। প্রায় সময়ই আমাদের ৪০ কিমি দূরে আলিপুরদুয়ার জেলা সদরে যেতে হয়। জেলা সদরে না যেতে পারলে আমরা বাঁচব কি করে? সান্তলাবাড়ির এক বাসিন্দা রাজেশ সুব্বা বলেন, ওই চেকপোস্ট দিয়ে দুষ্কৃতীরা যাতায়াত করছে কিনা সেটা দেখার দায়িত্ব তো বনদপ্তরের। আমরা তো আর চোরাশিকারী নই। তাহলে এই হেনস্থা কেন?
এদিকে, বৃহস্পতিবার দিনভর ওই চেকপোস্টে আটকে পড়ে তীব্র ক্ষোভ উগরে দেন পর্যটকরা। অবরোধের ফলে অনেকে জয়ন্তী ও বক্সা যেতে না পেরে ফিরে যেতে বাধ্য হন।
কলকাতার বিধাননগর গভর্নমেন্ট কলেজের অধ্যাপক কৌশিক ভট্টাচার্য পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে এসেছেন জয়ন্তী বেড়ানোর জন্য। কৌশিকবাবু বলেন, যেভাবে ঘণ্টার পর ঘণ্টা চেকপোস্টে আটকে থাকতে হল, তাতে খুবই বিরক্ত লাগছে। আগে জানা থাকলে পড়ুয়াদের নিয়ে এখানে আসতাম না।
ব্যান্ডেলের বাসিন্দা পৃথ্বীশ চৌধুরী বলেন, বন বস্তিবাসীদের দাবিকে আমরাও সমর্থন করি। কিন্তু পর্যটকদের জয়ন্তী যাওয়ার জন্য বনদপ্তরের বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল বলে মনে করি। নৈহাটির বাসিন্দা কল্যাণ বসু বলেন, অবরোধের দরুন জয়ন্তী দেখা হল না। তাই জয়ন্তী সফর বাতিল করে জলদাপাড়া বেড়াতে যাচ্ছি।
আলিপুরদুয়ারের দমনপুর-জয়ন্তী রাজ্য সড়কের মাঝে রাজাভাতখাওয়ায় বনদপ্তরের ওই চেকপোস্টটি অবস্থিত। অবরোধকারীদের অভিযোগ, বুধবার রাতে বনদপ্তর ওই চেকপোস্টে এক প্রসূতির গাড়িও আটকে দেয়। তাতে বন বস্তিবাসীরা আরও ক্ষেপে যান।
 

১০ হাজার রসগোল্লা বিলি করে কোচবিহারে রসগোল্লা দিবস পালন 

বিএনএ, কোচবিহার: বৃহস্পতিবার রসগোল্লা দিবস উপলক্ষ্যে কোচবিহারের রাসমেলা মাঠ সংলগ্ন স্থানে বাসিন্দাদের মধ্যে রসগোল্লা বিলি করল পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির কোচবিহার শাখা। প্রত্যেককে দু’টি করে রসগোল্লা দেওয়া হয়েছে। মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির দাবি, এদিন সকাল থেকে ১০ হাজার রসগোল্লা তারা বিতরণ করেছে। 
বিশদ

শিশুদিবসের নানা অনুষ্ঠান রায়গঞ্জ, ইসলামপুরে 

বিএনএ, রায়গঞ্জ ও সংবাদদাতা, ইসলামপুর: বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটরিয়ামে সরকারি উদ্যোগে শিশু দিবস পালিত হয়। উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার (উন্নয়ন) শিশুর অধিকার সপ্তাহ পালনের আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যান আধিকারিক অচিন্ত্য মণ্ডল। 
বিশদ

শুভঙ্কর শিশু উদ্যানে শিশুদের নিয়েই ঢুকতে লজ্জা 

বিএনএ, মালদহ: সন্ধ্যার অন্ধকার নামতে না নামতেই ইংলিশবাজারের শুভঙ্কর শিশু উদ্যানে শুরু হয়ে যায় নানা অশালীন কাণ্ডকারখানা। ফলে নামে শিশু উদ্যান হলেও অপ্রীতিকর অবস্থা এড়াতে সেই উদ্যানে শিশুদের নিয়ে যেতে চান না শহরের অভিভাবকেরা। 
বিশদ

ডিসেম্বরেই খুলে যাচ্ছে নতুন ভাবে সাজানো কালদিঘি পার্ক, চালু হবে বুলেট ট্রেন 

সংবাদদাতা, গঙ্গারামপুর: ডিসেম্বরের শীতে গঙ্গারামপুরে জাঁকজমকভাবে উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত কালদিঘি পার্ক। নতুনভাবে সাজানো এই দিঘির চারপাশে ঘুরবে বুলেট ট্রেন। পার্কে আনা হয়েছে শিশুদের অত্যাধুনিক খেলাধুলার সামগ্রী। সেখানে সাতদিন ব্যাপী পর্যটন মেলাও বসবে। মেলার উদ্বোধন করবেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। 
বিশদ

সোমবার কোচবিহারে মুখ্যমন্ত্রী 

বিএনএ, কোচবিহার: আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসছেন। কোচবিহারে এসে প্রথমে দলীয় কর্মীসভায় যোগ দেবেন তিনি। এরপর মদনমোহন মন্দির ও রাসমেলাতেও যাবেন।  
বিশদ

ঘোষণাই সার অভিযান নেই
দক্ষিণ দিনাজপুরে বেআইনি টোটোই দাপিয়ে বেড়াচ্ছে গ্রাম-শহর সর্বত্র 

সংবাদদাতা, বালুরঘাট: ঘোষণাই সার, বেআইনি টোটো বন্ধ হয়নি দক্ষিণ দিনাজপুর জেলায়। এনিয়ে একদিনের জন্যও কোনও অভিযান চালাতে দেখা যায়নি আঞ্চলিক পরিবহণ দপ্তরকে। ফলে টোটোযন্ত্রণা নিয়ে বাসিন্দাদের ভোগান্তি চলছেই।  
বিশদ

আলিপুরদুয়ারে ময়না মডেলে মাছ চাষ শুরু 

সংবাদদাতা, কুমারগ্রাম: মাছের উৎপাদন বাড়াতে আলিপুরদুয়ার জেলা মৎস্য দপ্তর বিভিন্ন ব্লকে দক্ষিণবঙ্গের ময়না মডেলের ধাঁচে মাছ চাষ করছে। ইতিমধ্যেই বিভিন্ন জলাশয়ে এই মডেলে রুই, কাতলা এবং মৃগেল মাছ চাষ শুরু হয়েছে।
বিশদ

পুরাতন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েত
দলবদলের নাটকে থমকে পরিষেবা, পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলেন প্রধান 

সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার কড়া পুলিসি পাহারায় বিডিও অফিসে হাজিরা দিয়ে সঙ্গী পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে ভাবুক গ্রাম পঞ্চায়েতে পা রাখলেন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা প্রধান লক্ষ্মীরাম হাঁসদা। 
বিশদ

ময়নাগুড়িতে তৃণমূল নেতার বিরুদ্ধে প্রশাসনিক সভা ভণ্ডুলের অভিযোগ, ক্ষুব্ধ দলেরই জনপ্রতিনিধিরা 

সংবাদদাতা, ময়নাগুড়ি: বিডিও অফিসে সরকারি সভা ভণ্ডুল করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ি-২ ব্লক নেতৃত্বের বিরুদ্ধে। এনিয়ে দলের জেলা সভাপতির কাছে তৃণমূলেরই একাংশ জনপ্রতিনিধি অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। গোটা ঘটনায় ব্লক রাজনীতি সরগরম হয়ে উঠেছে।  
বিশদ

গ্রাম শিশু সুরক্ষা কমিটিগুলি নিষ্ক্রিয় থাকায় বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে সাফল্য মিলছে না, অভিযোগ 

সংবাদদাতা, ইসলামপুর: ভিলেজ লেভেল চাইল্ড প্রটেকশন কমিটির (গ্রাম শিশু সুরক্ষা কমিটি) নিষ্ক্রিয়তার কারণে উত্তর দিনাজপুর জেলার গ্রামাঞ্চলে বাল্যবিবাহ, শিশুশ্রমের মতো ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। 
বিশদ

নামছে হাজার পুলিস ও সিভিক
আজ বোল্লাকালীর পুজো ও মেলা, লক্ষাধিক ভক্ত সামাগমের প্রস্তুতি 

সংবাদদাতা, বালুরঘাট: আজ শুক্রবার থেকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লাকালীর পুজো ও মেলা শুরু হতে চলেছে। বোল্লাকালীর হাতে এবছর দুই কিলোগ্রাম ওজনের সোনার খড়্গ দেওয়া হবে। ইতিমধ্যে বাংলাদেশ সহ ভিন রাজ্য ও জেলা থেকে আগত দর্শনার্থীরা বালুরঘাট ও গঙ্গারামপুর শহরের হোটেল গুলিতে ভিড় জমিয়েছেন। 
বিশদ

বিতর্ক এড়াতে গ্রাম পঞ্চায়েতগুলিকে অর্থ দপ্তরের নিয়মকানুন অনুসরণ করার পরামর্শ 

বিএনএ, শিলিগুড়ি: নির্মীয়মাণ কাজে অর্থ বরাদ্দ নিয়ে বিতর্ক এড়াতে গ্রাম পঞ্চায়েতগুলিকে অর্থ দপ্তরের নিয়মকানুন অনুসরণ করার পরামর্শ দেওয়া হল। বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েতগুলির নির্বাহী আধিকারিক ও সচিবদের প্রশিক্ষণ শিবিরে এই পরামর্শ দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। 
বিশদ

যান্ত্রিক গোলযোগে ধান কেনার রেজিস্ট্রেশন ব্যাহত পুরাতন মালদহে, উত্তেজনা 

সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার পুরাতন মালদহ ব্লকের কৃষক বাজারে কৃষকদের নাম রেজিস্ট্রেশনের যন্ত্র খারাপ হয়ে যাওয়ায় দীর্ঘক্ষণ আটকে রইলো ধান কেনার কাজ। দূরদূরান্ত থেকে আসা কৃষকরা হয়রান হয়ে বিক্ষোভ দেখালেন। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিসকে খবর দেওয়া হয়।  
বিশদ

স্ট্রেচার থেকে পড়ে রোগীমৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ উত্তরবঙ্গ মেডিক্যালের 

বিএনএ, শিলিগুড়ি: শিলিগুড়ির ক্রীড়া সংগঠক অলোক কুণ্ডুর মৃত্যুর পর ওঠা অভিযোগ নিয়ে তদন্তে নামল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, বেহাল স্ট্রেচারে চাপিয়ে জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় ওই ক্রীড়া সংগঠক করিডরে পড়ে যান। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। 
বিশদ

Pages: 12345

একনজরে
বিএনএ, সিউড়ি: সময়সীমা শেষ হওয়ার আগেই ভোটার তথ্য যাচাই প্রক্রিয়ায় ৯৯ শতাংশ সাফল্য আসায় নজির গড়েছে বীরভূম। কিছুদিন আগে পর্যন্ত ভোটার তথ্য যাচাইয়ের প্রক্রিয়ার গতি শ্লথ ছিল। কিন্তু, বর্তমানে তা লক্ষ্যমাত্রার খুব কাছে গিয়ে পৌঁছেছে।  ...

 বেঙ্গালুরু, ১৪ নভেম্বর (পিটিআই): যোগ দেওয়ার দিনই বরখাস্ত হওয়া ১৩ বিধায়ককে উপনির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করল কর্ণাটক বিজেপি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ঘোষণা করে দিলেন, জয়ী হয়ে এলে এঁদের মধ্যে বেশ কয়েকজনকে তাঁর মন্ত্রিসভার সদস্য করা হবে। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর পূর্ব ভারত থেকে আসছে নিষিদ্ধ মাদক ট্যাবলেট ইয়াবা। এই কারবারের মাধ্যমে পাচার হচ্ছে জাল নোটও। তদন্তে নেমে এই তথ্য হাতে পেল ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রশান্ত কিশোরের দাওয়াই মেনে এবার ইস্তাহার উপনির্বাচনেও। দলের ইতিহাসে এই প্রথম কোনও উপনির্বাচনে ভোটারদের কাছে পৌঁছতে এলাকা ভিত্তিক ইস্তাহার প্রকাশের সিদ্ধান্ত নিল ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম
১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯১৮: শেষ হল প্রথম বিশ্বযুদ্ধ
১৯৩৬: অভিনেত্রী মালা সিনহার জন্ম

11th  November, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.২৯ টাকা ৭৩.০০ টাকা
পাউন্ড ৯১.০০ টাকা ৯৪.৩২ টাকা
ইউরো ৭৭.৯২ টাকা ৮০.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৮৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৮৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৪৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ কার্তিক ১৪২৬, ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, তৃতীয়া ৩৪/৪৩ রাত্রি ৭/৪৬। মৃগশিরা ৪৩/১৮ রাত্রি ১১/১২। সূ উ ৫/৫২/৪৬, অ ৪/৪৯/৩০, অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে পুনঃ ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে পুনঃ ৩/২২ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪২ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে পুনঃ ৪/৭ গতে উদয়াবধি, বারবেলা ৮/৩৭ গতে ১১/২১ মধ্যে, কালরাত্রি ৮/৫ গতে ৯/৪৩ মধ্যে।
২৮ কার্তিক ১৪২৬, ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, তৃতীয়া ৩৩/৪৬/২৯ রাত্রি ৭/২৪/৪৫। মৃগশিরা ৪৪/২৬/৪৪ রাত্রি ১১/৪০/৫১, সূ উ ৫/৫৪/৯, অ ৪/৫০/১, অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে ও ৭/৩১ গতে ৯/৩৯ মধ্যে ও ১১/৪৭ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২১ গতে ৪/৫০ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১০ মধ্যে ও ১১/৫৩ গতে ৩/২৪ মধ্যে ও ৪/১৯ গতে ৫/৫৫ মধ্যে, বারবেলা ৮/৩৮/৭ গতে ১০/০/৬ মধ্যে, কালবেলা ১০/০/৬ গতে ১১/২২/৫ মধ্যে, কালরাত্রি ৮/৬/৩ গতে ৯/৪৪/৪ মধ্যে।
 ১৭ রবিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মপ্রার্থীদের বিভিন্ন দিক থেকে শুভ যোগাযোগ ঘটবে। বৃষ: বন্ধুবান্ধব ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৫৩৩: ইনকা সভ্যতার রাজধানী কুঝকোয় পদার্পণ করলেন ফ্রান্সিসকো পিজারিও১৬৩০: জার্মান ...বিশদ

07:03:20 PM

কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভিডিও বার্তা অমিতাভ বচ্চনের 

05:20:00 PM

প্রথম টেস্ট: দ্বিতীয় দিনের শেষে ভারত ৪৯৩/৬ (৩৪৩ রানের লিড) 

05:05:49 PM

মালদহের সুজাপুরে ২০ লক্ষ টাকার জালনোট উদ্ধার 
২০ লক্ষ টাকার জালনোট উদ্ধার হল মালদহের কালিয়াচক এলাকার সুজাপুরে। ...বিশদ

03:53:52 PM

দ্বিশতরান মায়াঙ্ক আগরওয়ালের, ভারত ৩৬৫/৪

03:51:23 PM