উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
বৃহস্পতিবার দিল্লিতে সংগঠনের কার্যকরী কমিটির বৈঠক ছিল। সেখানে সদস্যদের সঙ্গে সহমত পোষণ করে সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি জানিয়েছেন, ‘প্রয়োজনে সংসদ ঘেরাও অভিযান হবে। রেশন দোকানদাররাই জাতীয় খাদ্য সুরক্ষা আইন মোতাবেক সরকারের প্রকল্প বাস্তবায়িত করেন। তাই তাঁদের দাবি দাওয়াই যদি সরকার না মানে, তাহলে আন্দোলনই পথ।’
রেশনে সস্তায় খাদ্যশস্য দেওয়ার ক্ষেত্রে যেভাবে কেন্দ্রীয় সরকার আধার এবং ই-পস মেশিন একপ্রকার বাধ্যতামূলক করেছে, তাতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করে বিশ্বম্ভর বসু বলেন, ‘আঙুলের ছাপ না মেলা, ইন্টারনেট কানেকশন না থাকায় অনেক সময়ই মানুষের রেশন পেতে সমস্যা হচ্ছে। তাই এই পদ্ধতি বাতিল করাই বাঞ্চনীয়।’ তিনি আরও বলেন, ‘সরকার যখন সকলের, তখন কেন প্রতিটি নাগরিকের জন্য রেশনের মাধ্যমে সস্তায় খাদ্য দেওয়া হবে না? কেন্দ্রের আইন না থাকলেও ঠিক যেভাবে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ভাঁড়ার থেকে খরচ করে সকলকে সস্তায় খাদ্য দিচ্ছে।’ বিষয়টি নিয়ে এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় খাদ্য এবং গণবণ্টনমন্ত্রী রামবিলাস পাসোয়ানের সঙ্গে দেখা করেছে সংগঠনের সদস্যরা।