উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
এদিন কাঁথি ও এগরা মহকুমার সর্বত্রও শিশু দিবস পালিত হয়। ভগবানপুরে পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের ‘স্নেহচ্ছায়া’ হোম, কটেজ হোম ও শিশু শিক্ষা কেন্দ্রের আবাসিকরা শিশু দিবস পালন করে। আশ্রমের কর্ণধার বলরাম করণ বলেন, সারা সপ্তাহজুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশু সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হবে। এগরার পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের তামলদা শিশু শিক্ষা কেন্দ্রে শিশু দিবস পালন করা হয়। এই উপলক্ষে শিশুদের নিয়ে একটি শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। এদিন কাঁথি মহকুমা কংগ্রেসের উদ্যোগে নেহরুর জন্মবার্ষিকী উদযাপন হয়। মহকুমা কংগ্রেস কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, মহকুমা কংগ্রেস সভাপতি গঙ্গারাম মিশ্র, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি দীপক দাস প্রমুখ।
এদিন দীঘা চক্রের বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিশুদের নিয়ে দীঘা বিজ্ঞান কেন্দ্র ও অ্যাকোয়ারিয়ম ভ্রমণ করেন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেয় শিশুরা। দীঘা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন উপহার দেওয়া হয়। দুপুরের খাবারও দেওয়া হয়। স্কুলের শিক্ষক অমিতকুমার দে বলেন, শিশুরা খুব খুশি।
ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এদিন শহরের রবীন্দ্র পার্কে শিশু দিবস পালন করা হয়। সেখানে শিশুদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গিধনি রামকৃষ্ণ বিদ্যাভবনে শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এছাড়াও জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস পালিত হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, এদিন জেলার সমস্ত হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু দিবসের পাশাপাশি ডায়বেটিস দিবস পালন করা হয়েছে।