নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার রাজ্যে পালিত হল শিশু দিবস। কোথাও বসে আঁকো প্রতিযোগিতা, কোথাও আবার ট্রামে চড়ে শহর পরিক্রমা করল খুদেরা। জাদুঘর বা ভিক্টোরিয়াতেও এদিন ছিল শিশুদের ভিড়। এদিন সকালে বিভিন্ন চাইল্ড কেয়ার কেন্দ্রের বাচ্চাদের নিয়ে ট্রাম-ভ্রমণের আয়োজন করেছিল রাজ্য শিশু কমিশন। দুঃস্থ শিশুদেরও এই কর্মসূচিতে শামিল করা হয়েছিল। বিভিন্ন প্রান্ত থেকে পাঁচটি ট্রাম ধর্মতলা পৌঁছয়। সেখানে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিড়িয়াখানায় বিভিন্ন ক্লাসের পড়ুয়াদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনটি বিভাগে ভাগ করে হয় এই প্রতিযোগিতা। ভারতীয় জাদুঘর এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালেও শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে জওহরলাল নেহরু রোড ও পার্ক স্ট্রিটের সংযোগস্থলে তাঁর মূর্তিতে সরকারের তরফে শ্রদ্ধা জানান সমবায়মন্ত্রী অরূপ রায়। তার আগে রাজ্যপাল জগদীপ ধনকারও নেহরুর প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে যান। সেখানে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে যায় তিনটি স্কুলের খুদে পড়ুয়ারা। তাদের উপহার হিসেবে চকোলেট, টেডি বিয়ার দেন মুখ্যমন্ত্রী।