বিশাখাপত্তনমে জ্যোতিরানি দেবীর একটি কোম্পানি রয়েছে। পুরো অফিসটি মহিলাদের দ্বারা পরিচালিত। সেখানেই কাজ করে দিয়া। জ্যোতিরানির মেয়ে প্রেমাবতীর ইচ্ছে, সে কোম্পানির আঞ্চলিক অধিকর্তা হিসেবে ইংল্যান্ড নিবাসী আদিত্য রায়কে নিযুক্ত করবে। আদি এই কোম্পানিতে আসার পরে দিয়ার প্রেমে পড়ে যায়। এদিকে আদির বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে, সে তার কাকুর কাছেই মানুষ। কিন্তু দিয়া সুখী পরিবারের মেয়ে। তার বাবা-মা বিবাহিত জীবনের রজত জয়ন্তী পালন করছে। কিন্তু দিয়ার বাবা-মায়ের সম্পর্কটাও এত সহজ ছিল না। বাস্তবের চিত্রটা আদির কাছে ফুটে ওঠে এবং এই নিয়ে তাদের সম্পর্কে সমস্যার সৃষ্টি হয়। আদির কাকু দেশে ফেরার পরে এই দ্বন্দ্ব আরও বেড়ে যায়। এভাবেই এগতে থাকে নেহাল দত্তর নতুন ছবি ‘জিও জামাই’-এর গল্প। ছবির বেশিরভাগটাই বিশাখাপত্তনমে শ্যুটিং হয়েছে। এখনও দু’টি গান শ্যুট করা বাকি রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছর ১০ জানুয়ারি এই ছবি মুক্তি পেতে চলেছে।
ছবিতে অভিনয় করেছেন হিরণ, রজতাভ দত্ত, বিশ্বজিত্ চক্রবর্তী, তুলিকা বসু, ঈশানী ঘোষ, সুমিত গঙ্গোপাধ্যায় এবং মৌমিতা চট্টোপাধ্যায়। ছবিতে বেশ কিছু গান রয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন দেব সেন। গান গেয়েছেন আরমান মালিক, পালক মুছল প্রমুখ। পরিচালকের কথায়, ‘এই ছবির মধ্যে হাস্যরসের আড়ালে একটা সামাজিক বার্তা দেওয়া হবে।’