প্রিয়ব্রত দত্ত: জীবনসায়াহ্নে পৌঁছন সহানুভূতি ও সঙ্গ প্রত্যাশী একাকী মানুষগুলিকে নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেট তৈরি করেছে ‘সাঁঝবাতি’। স্বেচ্ছায় বয়স্ক মানুষগুলির বিপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকার ও ভরসা দেওয়ার জন্য একটি সংগঠন। সময়ের নিষ্ঠুর শর্ত আজ প্রায় গোটা বিধাননগরকে করে তুলেছে বিমূঢ় এক ‘বৃদ্ধাশ্রম’। তার প্রতিটি ব্লকে ব্লকে, নিঃসঙ্গ বাড়িগুলির ইট-কাঠ-পাথরের ফাঁকে ফাঁকে জমে রয়েছে হাহুতাশ ও দীর্ঘশ্বাসের টুকরো কাহিনী। সেইরকমই সাঁঝবাতির এক সদস্যার দিনযাপনের কাহিনীকে সেলুলয়েডে সাজিয়ে তুলেছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দোপাধ্যায়। ‘এক ছক ভাঙা সম্পর্ক’ নিয়ে গড়া ছবিটির নামও ‘সাঁঝবাতি’। শ্যুটিং শেষ। পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় সারা। এবার প্রচার পর্ব। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ছবিটির ফার্স্ট লুক ও একটি গান প্রকাশিত হল সেদিন। সাঁঝবাতির কর্মী, সংগঠক, সদস্যদের সামনে, বিশ্ববাংলা কনভেশন সেন্টারে, আন্তর্জাতিক প্রবীণ দিবসকে উপলক্ষ করে। মঞ্চে তখন রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব ও হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, কুণাল আগরওয়াল (ডিসিপি হেডকোয়াটার্স), অঞ্জিত সিং কারিয়ান (ডিসিপি হেডকোয়াটার্স, ট্রাফিক), অফারের সম্পাদক কল্লোল ঘোষ, ছবির প্রযোজক বেঙ্গল টকিজ-এর প্রণবকুমার গুহ ও অতনু রায়চোধুরী সহ লিলি চক্রবর্তী, দেব, পাওলি দাম, সঙ্গীতশিল্পী লগ্নজিতা এবং পরিচালক দ্বয় লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। বিধাননগর কমিশনারেট আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি দেবাশিস সেন বলেন, ‘সাধু উদ্যোগ। আরও দুটি সংগঠন আছে স্নেহদিয়া ও স্বপ্নভোর, আশাকরি তাদের কর্মকাণ্ডের কথাও একদিন এইভাবে উঠে আসবে।’ সেইসঙ্গে, নজরুলতীর্থে সাঁঝবাতির সদস্যদের জন্য বিশেষ শো-এর কথাও ঘোষণা করেন দেবাশিসবাবু। প্রসঙ্গত পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনও। লীনা বলেন, ‘কমিশনের দফতরে বসে এমন অনেক ঘটনার কথা জানতে পারি যা খুবই মর্মান্তিক। প্রযোজক অতনু রায়চৌধুরীর কাছে আমি সাঁঝবাতির একটি ঘটনার কথা জানতে পারি। তখন থেকেই বিষয়টি নিয়ে ছবি তৈরির পরিকল্পনা মাথায় আসে। এখন স্বেচ্ছাসেবী সংগঠন সাঁঝবাতি, আর আমাদের ছবি সাঁঝবাতি কোথায় যেন মিলেমিশে এক হয়ে গিয়েছে।’ বিধাননগর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে চলা সাঁঝবাতির কর্মকাণ্ডের নেপথ্যে কমিশনারেটের নোডাল অফিসার অনুরাধা মণ্ডলের প্রশংসা করে প্রযোজক অতনু বলেন, ‘ছবিটা একটা সময় পার করে আসা মানুষজনের গল্প। তাঁরা কীভাবে থাকেন বা আছেন, সেই ধারণাটা অন্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। সেই চেষ্টাই আমরা করেছি।’ ছবির ‘ফুলি’ পাওলি দাম বলেন, ‘সাঁঝবাতি আমার অভিনয় কেরিয়ারে আরও একটা স্পেশাল জার্নি হয়ে থাকবে। ছবিটাতে অভিনয় করতে গিয়ে প্রায় প্রত্যেকদিনই এমন কিছু অনুভব করেছি, যা আমি বা আমরা আশেপাশেই দেখে থাকি। কিন্তু কিছুই করতে পারি না। আশাকরি সেই আক্ষেপটা কিছুটা হলেও মিটবে।’ ঘটনাচক্রে সাঁঝবাতিতেই দেবের সঙ্গে প্রথম কাজ পাওলির। ‘পাসওয়ার্ড’ তার পরে। যদিও ‘পাসওয়ার্ড’ ছবিটি ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছে। ওদিকে দেব উচ্ছ্বসিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তী অভিনেতার সঙ্গে প্রথম অভিনয় করার সুযোগ পেয়ে। বললেন, ‘সাফল্যকে পাখির চোখ করতে গিয়ে আমরা সেই মানুষগুলোর কথা বেমালুম ভুলে যাই, যাঁদের জন্য আমরা এতটা পথ অতিক্রম করতে পারলাম।’ ছবিতে দেব অভিনীত চরিত্রটির নাম ‘চাঁদু’। এরকম চরিত্রে আগে অভিনয় করেননি দেব, অকপট স্বীকারোক্তি হার্টথ্রবের। দেবের ভাষায়, ‘বুনোহাঁস-এ ছিল পৃথিবীর জঞ্জাল, আর এখানে চাঁদু কোথায় যেন সম্পর্কের জঞ্জালে ফেঁসে যায়। দুনিয়ার সঙ্গে তাও লড়াই করা যায়, কিন্তু ঘরের মধ্যে লড়াইটা খুব কঠিন। এই সম্পর্ক ভাঙাগড়ার মধ্যে দিয়ে বেড়ে ওঠা এরকম চরিত্রে আমি আগে কখনও অভিনয় করিনি। মূল বাণিজ্যিক ধারার ছবির নায়ক দেব যে নিজের গ্ল্যামার ভেঙে একটি অভাবী ঘরের সাধারণ ছেলে হয়ে উঠতে পারে, এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। এখানে আমি দেব নই। না, নায়ক, প্রযোজক, সাংসদও নই। একদম কমনম্যান।’
ছবিরটির অন্যতম মুখ্যচরিত্রে অভিনয় করছেন লিলি চক্রবর্তী। তাঁর বক্তব্য, ‘আমি কোনওদিন কাউকে নকল করে অভিনয় করিনি। কোনও একটি চরিত্রে অভিনয় করার সময় অন্তর থেকে সেই চরিত্রটি সম্পর্কে যে ভাবনা বা ছবি আমার মাথায় আসে তার উপর নির্ভর করেই অভিনয় করি। আশা করি সাঁঝবাতিতেও আমার চেষ্টা সার্থক হবে।’ এদিনের অনুষ্ঠানে গান শোনালেন লিলি চক্রবর্তীর ‘ভাইঝি’ লগ্নজিতা। যদিও শানের গাওয়া ‘বিসর্জন’ শীর্ষক গানটি প্রকাশিত হল এদিন। ছবিটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর।
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়