উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেক সময়ই অভিভাবকদের কথা অমান্য করে হঠকারি সিদ্ধান্ত নেয়। তার ফলশ্রুতি কতটা ভয়ানক হতে পারে সেই বার্তাই এই ছবিতে দেওয়ার চেষ্টা করেছেন ২০১৭ রেডিও মির্চি পুরস্কার জয়ী সুরকার সুধীর দত্ত। তিনি আরও যোগ করলেন ‘ছবিটা হরর ঘরানার হলেও এখানে পুনর্জন্মর একটা বিষয় রয়েছে।’ রাজনন্দিনী ছবির মুখ্য চরিত্র। রাজনন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। নিজের অভিনীত চরিত্র সম্পর্কে বললেন, ‘ছবিতে আমার নাম নন্দিনী। রিইনকারনেশনের উপর ছবিটা হচ্ছে। নায়কের পুনর্জন্ম হচ্ছে। তবে নায়িকার অবশ্য এরকম গল্প নেই। ওই স্পিরিটের চরিত্রে আমি অভিনয় করেছি। অতীত আর বর্তমানের দু’টো জীবন দেখানো হচ্ছে। তবে ছবিটি একেবারেই ভয়ের নয়। আপাদমস্তক একটি প্রেমের গল্প।’
ছবিটি দ্বিভাষিক। বাংলার পাশাপাশি হিন্দিতেও ডাবিং করা হয়েছে। দ্বিভাষিকতার কারণেই কলকাতার সঙ্গে মুম্বইয়ের সুদেশ বেরী, অমিতা নাঙ্গিয়া, নাফে খান, আদেশকুমার সহ একাধিক শিল্পী অভিনয় করেছেন। দেবলীনা ছাড়াও কলকাতা থেকে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, সান্ত্বনা বসু, সত্যজিৎ চক্রবর্তী, বীরেশ্বর,পূজা গঙ্গোপাধ্যায় এবং সুধীর দত্ত স্বয়ং।
ছবির মিউজিক নিয়ে কথা প্রসঙ্গে সুধীর জানালেন, ছবিতে পাঁচটি গান রয়েছে। রথিজিৎ ভট্টাচার্য, শোভন গঙ্গোপাধ্যায়, ঋক বসু, রূপসা দত্ত প্রমুখ গান গেয়েছেন। সুধীর ছাড়াও গান লিখেছেন রাজীব দত্ত, অরুণাশিস রায়। দত্তপুকুর সংলগ্ন এক বাগানবাড়িতে ছবির বেশিরভাগ কাজ হলেও কিছুটা হয়েছে কানাডায়। আগামী জানুয়ারিতে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।