সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
গতবছর বিষ্ণুর দশ অবতারের ওপর এই একই ধরনের ওয়ার্কশপের আয়োজন করেছিলেন ওঁরা। এবছর ওয়ার্কশপের থিম নবদুর্গা। কত্থক নৃত্যের মাধ্যমে নবদুর্গার রূপগুলি তুলে ধরা হবে দর্শকের সামনে। বাঙালির সেরা উৎসব দুর্গা পুজোর কথা মাথায় রেেখই নবদুর্গা-কে ওয়ার্কশপের থিম হিসেবে বেছে নিয়েছেন অমিতা। কত্থক আমাদের ট্র্যাডিশনাল ডান্স ফর্ম। তার মাধ্যমে নবদুর্গাকে তুলে ধরা হলে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে পুরাণের মিলন ঘটানো সম্ভব হবে বলে জানিয়েছেন বিখ্যাত নৃত্যশিল্পী অমিতা দত্ত।
৫০টি বাচ্চাকে দিয়ে এই নৃত্য পরিবেশন করানো হবে। প্রতি বছরই এমনভাবেই পঞ্চাশজনকে প্রশিক্ষণ দিয়ে একেকটি ওয়ার্কশপের আয়োজন করেন তিনি। ১৮ আগস্ট ২০১৯, আই সি সি আর লাইব্রেরিতে আনন্দ চন্দ্রিকার নবদুর্গা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ওয়ার্কশপ।