সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
বিভিন্ন দিনে হেরিটেজ স্কুল, মডার্ন হাইস্কুল ফর গার্লস, লা মার্টিনিয়ার স্কুল ফর বয়েজ, লরেটো ডে স্কুল (বউবাজার), ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, গোখলে মেমোরিয়াল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল সহ আরও বেশ কয়েকটি স্কুলে প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প থেকে তৈরি ভিন্ন স্বাদের বাংলা সিনেমা দেখানো হয়।
স্কুলের বিভিন্ন বয়সি ছাত্রছাত্রীরাও মনোজদের অদ্ভুত বাড়ি, গোঁসাইবাগানের ভূত, হীরের আংটি, নবীগঞ্জের দৈত্য, ছায়াময় এবং পাতালঘর সিনেমা দেখে ভীষণ খুশি।
এখানেই শেষ নয়, সমাপ্তি অনুষ্ঠানে শীর্ষেন্দু মুখোধ্যোয়কে নিয়ে তৈরি একটি বায়োপিকের ট্রেলার দর্শকদের দেখানো হয়। বায়োপিকটি তৈরি করছেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ডিন অশোক বিশ্বনাথন। এছাড়াও এদিন সংস্থাটি একাধিক ছাত্রছাত্রীকে সম্মান জানায়।