পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
রাজস্থলি (শপ নম্বর: এফ ২৫, ২৮, ফোন-০৩৩-২৪২৩-৭০৮৫) রাজস্থান সরকার দ্বারা অনুমোদিত এই শোরুমে রকমারি মলমলের দোহার পাবেন। দাম পড়বে ১০০০-১৬০০ টাকা (সিঙ্গল) এবং ১৮০০-২৮০০ টাকা (ডবল)। জয়পুরের পিওর কটনের রেজাই চোখে পড়ার মতো। ১২০০-২০০০ টাকা (সিঙ্গল) এবং ২৫০০-৪০০০ টাকা (ডবল) দাম পড়বে। সিঙ্গল সিল্ক রেজাই-এর দাম ১৮০০ টাকা থেকে শুরু হলেও ডবলের দাম ৩০০০ টাকা থেকে শুরু হয়। এছাড়া ১৮০০-২০০০ টাকার মধ্যে ভেলভেট সিঙ্গল রেজাই পাওয়া যায়। তবে এক্ষেত্রে ডবল রেজাইয়ের দাম পড়বে ৩০০০-৪০০০ টাকা। রেজাইয়ের স্পর্শে মিলবে উষ্ণতার পরশ।
এখানে এছাড়াও ১০০০-৩০০০ টাকার মধ্যে রয়েছে মহিলাদের জন্য উলেন স্টোল। এছাড়াও উজ্জ্বল রঙের রাজস্থানের বাঁধনি, এমব্রয়ডারি, প্লেন, প্রিন্টেড ইত্যাদির শালের দাম ১০০০-৬০০০ টাকা। আজরক খাদি স্টোলের দাম পড়বে ৬০০-১৩০০ টাকা।
ইউনিসেক্স ক্যুইল্টেড জ্যাকেটও মিলবে। সাইজ অনুযায়ী এর দাম বাড়ে। ১৮-৫০ সাইজ পর্যন্ত এটি পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে ৮০০ টাকা থেকে দাম শুরু হলেও বড়দের জন্য ১৬৮০ টাকা থেকে দাম শুরু হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে ২৫ ডিসেম্বর-৫ জানুয়ারি পর্যন্ত উল্লিখিত দামের ওপর ১০ শতাংশ ছাড় মিলবে।
খাদি সিল্ক এম্পোরিয়াম (শপ নম্বর: জি ৯৫-৯৭ ফোন: ০৩৩-২৪২৩-৭১৭৬) এখানে মহিলা ও পুরুষের জন্য রয়েছে শীতকালীন নানা বস্ত্রের সম্ভার। মহিলাদের জন্য রয়েছে রকমারি স্টোল, চাদর ৪৫০ টাকা থেকে খাদি কটনের লেডিস স্টোলের দাম শুরু। তবে মোটা খদ্দরের চাদরের দাম ৬০০ টাকা থেকে শুরু। কটনের ওপর কারুকাজ করা কাঁথা স্টিচের স্টোলের দাম ৯০০ টাকা থেকে শুরু হলেও প্রিন্ট এবং বাটিকের সিল্কের স্টোলের দাম পড়বে ১২০০-১৫০০ টাকা। ২৩০০-২৬০০ টাকার মধ্যে আছে সিল্কের কাঁথাস্টিচের স্টোল। প্রিন্টেড তসর স্টোলের দাম ২৪০০ টাকা থেকে শুরু হলেও কাঁথাস্টিচের দাম ২৭০০-৩০০০ টাকার মধ্যে। মটকা ও র-সিল্কের স্টোল ২০০০-২৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। বিভিন্ন সাইজের ৪০০ টাকা থেকে লেডিস জ্যাকেটের দাম শুরু হয়।
মহিলা ছাড়াও পুরুষদের শীতে পরার জন্য রয়েছে মোটা খদ্দরের শার্ট ও পাঞ্জাবি। যার দাম ৫৫০-৬৫০ টাকা। ৭৫০-৮৫০ টাকার মধ্যে কটনের জ্যাকেট রয়েছে। র-সিল্ক জ্যাকেট বা জহরকোটের দাম পড়বে ১৭০০-২০০০ টাকা।
দামের ওপর এখন ১০ শতাংশ ছাড় চলছে।
মৃগনয়নী (শপ নম্বর: ৩৩-৩৬, ফোন ০৩৩-২৪২৩-৭৫১২)
শীতে তসর/কোষা শাড়ি আপনাকে দেবে উষ্ণতার ছোঁয়া। সে কথাকে মাথায় রেখে এই ধরনের শাড়ির এখন রয়েছে বিপুল সম্ভার। এই ধরনের শাড়ির ক্ষেত্রে রয়েছে কোথাও সারা জমিতে বুটি এবং উইভিং বর্ডার, আবার কোনওটায় আছে ডাবু প্রিন্ট বা মেশিন এমব্রয়ডারির কারিকুরি। তসর বা কোষা বেনারসিও এখানে মিলবে। সম্পূর্ণ তসর বা কোষা শাড়ির দামের রেঞ্জ ৪০০০-১৫ হাজার টাকা।
এছাড়াও ৩০০০ টাকা থেকে উলেন শালের দাম শুরু হয়। ইউনিসেক্স পশমিনা ও সেমি পশমিনা স্টোলের দাম ২০০০ টাকা থেকে শুরু। আড়াই লাখ টাকা থেকে জামেভার শাল পাওয়া যায়।
এখানে রয়েছে তসর/কোষা ড্রেস মেটিরিয়াল মিটার প্রতি দাম পড়বে ৭০০-২০০০ টাকা।
দোহার এবং রেজাই-এর দাম শুরু হয় ৮০০ টাকা (সিঙ্গল) এবং ২০০০ টাকা (ডবল)।
৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দামের ওপর ২০ শতাংশ ছাড় মিলবে।
কাশ্মীর গভর্নমেন্ট আর্ট এম্পোরিয়াম (দক্ষিণাপণ,
শপ: ৩৭-৪০, ফোন নম্বর-০৩৩-২৪২৩৭৬৯২) কাশ্মীর সরকার দ্বারা অনুমোদিত এই শোরুমে লেডিস উলেন শালের দাম শুরু ১০০০ টাকা থেকে। এতে বুটি ও থারেদার কাজ হয়। দাম অনুযায়ী কাজ বাড়ে। এই ধরনের শাল ১০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়। এছাড়াও রয়েছে পশমিনা প্লেন স্টোল, দাম শুরু ৮০০০ টাকা থেকে তবে প্লেন পশমিনা শালের দাম শুরু হয় ১২ হাজার টাকা থেকে। পশমিনার ওপর নিমদোর, বুটিদার, জালি, দোরদার কাজের ২০ হাজার টাকা থেকে লেডিস স্টোলের দাম শুরু হয়। তবে এ ধরনের শালের দাম পড়বে ৩০ হাজার থেকে ১ লাখ টাকা। ১০০ শতাংশ উলেন কানি স্টোলের দাম ৭০০০ টাকা থেকে শুরু হয়। আবার ৯৫০০ টাকা থেকে ১০০ শতাংশ উলেন কানি কাউন্টের দাম শুরু হয়। এক্ষেত্রে স্টোল এবং শাল হাইমাইক্রোন পদ্ধতিতে তৈরি হয়। লেডিস পশমিনা কানির স্টোলের দাম ৫০ হাজার থেকে এক লাখ টাকা। ১০০০ টাকার থেকে লেডিস ফিরন, পঞ্চুর দাম শুরু হয়। ৪৫০০ টাকা থেকে বেঞ্জু এখানে মিলবে।
পুরুষদের জন্য আছে কানি চাদর ৮৫০০ টাকা থেকে দাম শুরু। মাফলারের দাম ১০০০-৩০০০ টাকা এবং গাউনের দাম পড়বে ৫০০০-১৫ হাজার টাকা।
উল্লিখিত দামের ওপর এখন ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড় চলছে। ডিসেম্বর মাস পর্যন্ত এই ছাড় মিলবে।
কাবেরি (ঢাকুরিয়া দক্ষিণাপনের ফার্স্ট ফ্লোর, শপ নম্বর ১৫, ফোন: ৯৮৩১৭১৭৯৪২/ ৮১৭৯১৩১৭৯৬) কর্ণাটক স্টেট হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কর্পোরেশনের অনুমোদিত শোরুম। ৬৫০ স্কোয়ার ফুটের ওই দোকানটি কর্ণাটক সরকার এন্টারপ্রাইজে মূলত এঁরা খাঁটি স্যান্ডেলউড প্রোডাক্টকে ফোকাস করেন। এখানে রয়েছে খাঁটি চন্দন কাঠ যার দাম জিএসটি সমেত প্রতি কেজি ৩১ হাজার টাকা। রয়েছে চন্দনগুঁড়ো ফেসপ্যাক ৫০ গ্রামের দাম ৫৬২ টাকা। পিওর চন্দনগুঁড়ো ৫০ গ্রামের দাম ১৫৪৪ টাকা। ৩০০ গ্রাম চন্দন ফেসপ্যাকের দাম ৩৫৯ টাকা। এবং ১৫০ গ্রাম চন্দন ফেসপ্যাকের দাম ১৮৫ টাকা। ২০ গ্রাম চন্দন ফেস পেস্টের দাম ৬১ টাকা। স্যান্ডেলউড সোপের দাম (প্রতিটি) ৭৩ টাকা+জিএসটি। ৩০ এমএল স্যান্ডেলউড পারফিউমের (স্প্রে) দাম ২৮০ টাকা। ৬০ এমএল মাইক্রোস্যান্ডেল স্প্রের দাম ২২৪ টাকা। ৫০ এমএল স্যান্ডেলউড ফ্র্যাগর্যান্স (স্প্রে)-এর দাম ২০৭ টাকা। রয়েছে চন্দনের ব্রেসলেট দাম ১৫০০ টাকা, চন্দনের জপমালা (১০৮টা)’র দাম ১০ হাজার ৭২৫ টাকা+ জিএসটি। এছাড়াও এখানে আছে উডেন জুয়েলারি বক্স দাম ২০৪-১৯৮৭ টাকা+ জিএসটি। রয়েছে স্যান্ডেলউড আগরবাতি, প্যানেল, আতর, মাস্ক, কোস্টার, মেটাল ও ব্রোঞ্জের মূর্তি ইত্যাদি। রয়েছে হ্যান্ডক্রাফটেড বিজরি আইটেম। গানমেটালের ওপর ৯৯.৯ শতাংশ পিওর সিলভারের কারুকাজ করা জুয়েলারি বক্স, ফুলদানি, চাবির রিং, বুকমার্কার, পানমশলার ট্রে ইত্যাদি।
ছবি: সুফল ভট্টাচার্য