বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ
ভরপুর শীত। ভরপুর ট্যুর। ভরপুর আড্ডা। ভরপুর পার্টি। সঙ্গে চাই—ভরপুর স্টাইলও। না হলে যে উইন্টার মুডে তালভঙ্গ হবে। আজ আমাদের দুই মডেল রণজয় ও আদিত্য হাজির একটু অন্যরকম শীত-সাজে। একটু অন্য স্টাইলে।
প্রথম ছবিতে উইন্টার ট্যুরের জন্য রেডি রণজয়। টর্ন জিনসের সঙ্গে টিম আপ করেছে টিশার্ট আর জ্যাকেট। জ্যাকেটটি নিটেড টাইপ এবং প্রিন্টেড টেক্সচারড। সাধারণত এমন জ্যাকেট নজরে পড়ে না। এটি শ্যামবাজারের ‘আদি কে সি দাস অ্যান্ড কোং’ থেকে নেওয়া। এখানে ছেলেদের জ্যাকেটের কালেকশন বেশ আকর্ষণীয়। নিটেড টাইপ জ্যাকেট ছাড়াও এবার শীতে সোয়েট জ্যাকেট, লেদার-লুক জ্যাকেট ও কটন ওয়াশ জ্যাকেটের খুব চাহিদা বলে জানা গেল।
দ্বিতীয় ছবিতে রণজয় হাজির আড্ডা জোনে। বন্ধুবান্ধব, খানাপিনা আর নাচাগানার মুড ধরে রাখতে র্যাপার চাই তার। দাদুর আমলের ছাইরঙা র্যাপার ডিজাইনারের হাতের গুণে এক্কেবারে অন্যরকম। লাল সাদা গামছা কেটে তৈরি হয়েছে র্যাপারের পাড়। এটি ডিজাইনার ইরানি মিত্র-র তৈরি। শীতে স্টাইলে বাঁচার জন্য এমন চোখ ধাঁধানো ডিজাইনের র্যাপার, চাদর, শাল, স্টোল তৈরি করেছেন ডিজাইনার।
তৃতীয় ছবিতে আদিত্য ইভিনিং পার্টির জন্য তৈরি। একেবারে ফর্মাল পার্টিওয়ার না-পসন্দ তাঁর। ক্যাজুয়াল অথচ অফ বিট ড্রেসের দিকে নজর যাঁদের আদিত্য তাঁদের মধ্যে একজন। কটন খেস মেটিরিয়ালে তৈরি স্ট্রেট প্যান্ট আর অলিভ গ্রিন হাই কলার টপ বেছে নিয়েছে সে। টপের নীচের অংশটিও অভিনব। অ্যাসিমেট্রিক কাট দিয়েছেন ডিজাইনার। এমন পোশাকে পার্টিতে পৌঁছলে নিঃসন্দেহে ফোকাসড হবেন আপনিই। পোশাকটি ‘অহনা’ থেকে নেওয়া। এখানে ইন্দো ওয়েস্টার্ন পুরুষ পোশাক চোখে পড়ার মতো। আছে ডিজাইনার ধুতি পাঞ্জাবিও।