Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

এক দশকের অপমান
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি সর্বদাই নতুন কিছু করে দেখাতে পছন্দ করেন। বিশেষ করে তাঁর পছন্দের সবজেক্ট অথবা প্রিয় হবি হল, নেহরু গান্ধী পরিবারের প্রধানমন্ত্রীদের আমলে ভারতে যা কিছু হয়েছে, সেগুলি বদলে দেওয়া। সম্পূর্ণ নতুন একটি যুগের সূচনা করা। যাকে মহাকাল আখ্যা দেবে মোদিযুগ। মোদির ভাবনাচিন্তার অভিনবত্ব প্রশংসার যোগ্য। তিনি অথবা তাঁর পরামর্শদাতারা সারাদিন ধরে সম্ভবত ভাবেন যে, এবার নতুন কী সিদ্ধান্ত নেওয়া যায়, যা সকলকে চমকে দেবে। আবার সবাই সেটা নিয়ে আলোচনা করবে। মোদি জওহরলাল নেহরুর তৈরি যোজনা কমিশনের নাম বদলে দিয়ে নীতি আয়োগ রেখেছেন। তিনি দিল্লির প্রশাসনিক ভবনগুলি ভেঙে দিয়ে নতুন করে গড়ে তোলার প্ল্যান নিয়েছেন। কেন্দ্রস্থল ইন্ডিয়া গেটের সামনের রাজপথকে বদলে দিয়েছেন এবং নামও পরিবর্তন করে ফেলেছেন। প্রধানমন্ত্রীর আবাসস্থল বদলে যাবে। পূর্বতন সরকারের আমলে চালু থাকা নোটের উপর আচমকা নিষেধাজ্ঞা জারি করে সেগুলি বদলে ফেলেছেন। নোটের রং বদলে গিয়েছে। কিন্তু বাজারে তার দাম কমে গিয়েছে মূল্যবৃদ্ধির আঁচে। পুরনো পার্লামেন্ট ভবনকে বদলে দিয়ে নতুন পার্লমেন্ট বিল্ডিং নির্মাণ করেছেন। এখন আবার নির্বাচন প্রক্রিয়াই বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে। কিন্তু বাংলা ও বাঙালির ভাগ্যকে মোদি যেভাবে বদলে দিয়েছেন তার তুলনা হয় না। এই অভিনবত্ব সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। 
স্বাধীনতার পর থেকে বাংলাকে যে নানাভাবেই বঞ্চনা করা হয়েছে সেই তথ্য সর্বজনবিদিত। কংগ্রেস, জনতা, যুক্তফ্রন্ট, বিজেপি কেউই বাংলাকে ঢেলে উন্নয়নের উপহার দিয়েছে এরকম হয়নি। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার প্রতিনিধিরা ছিলেন। ভারত সরকারের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রত্যক্ষ অংশ নেওয়ার মতো বাঙালি আধিকারিকরা ছিলেন। কখনও কম। কখনও বেশি। কখনও গুরুত্বপূর্ণ। কখনও বা গুরুত্বহীন।
 কিন্তু একটানা ১০ বছর ধরে ভারত সরকারে কোনও বাঙালি পূর্ণমন্ত্রী নেই এই রেকর্ড আর কোনও প্রধানমন্ত্রীর আমলে কি হয়েছে? মনে পড়ে না। মোদি ঠিক সেটাই করে দেখিয়েছেন। ২০১৪ সালে বিজেপি সরকারের নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনও বাঙালি মন্ত্রী করা হয়নি। যাঁরাই মন্ত্রী হয়েছেন তাঁরা রাষ্ট্রমন্ত্রী। পূর্ণমন্ত্রী না হলে ভারত সরকারের কোনও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেওয়া যায় না। এই যে প্রতি সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত অনুমোদিত হয়, সেই বৈঠকে অংশগ্রহণ করেন পূর্ণমন্ত্রীরা। পূর্ণমন্ত্রীরা সিংহভাগ ক্ষেত্রেই রাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বই দেন না। স্বয়ং মোদি বারংবার মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন যে, রাষ্ট্রমন্ত্রীদের দায়িত্ব দিন, তাঁদের কাছে ফাইল পাঠান, তাঁদের গুরুত্ব দিন। কিন্তু ভারত সরকারের মন্ত্রিসভায় সেই প্রথাই গড়ে ওঠেনি। 
আর ঠিক সেই কারণেই লক্ষ করা যায় যে, মোদি সরকারের অন্দরে বাংলা সম্পর্কে দরবার করা, বাংলায় কোনও প্রকল্পকে বেশি করে দেওয়া, বাংলার জন্য বিশেষ কিছু উন্নয়ন পরিকল্পনা অথবা নতুন  সরকারি লগ্নির ঘোষণা হয় না। এর পরোক্ষ প্রভাব হল, বৃহৎ কর্পোরেট সেক্টরও জেনে গিয়েছে যে, বাংলাকে এই সরকার বিশেষ গুরুত্ব দেয় না। তাই সেইসব শিল্পমহলও বাংলায় কিছু করার আগে দশবার ভাবে। 
১৯৪৭ সালে স্বাধীনতার ঠিক পরেই যে প্রথম মন্ত্রিসভা গঠন করেছিলেন জওহরলাল নেহরু, সেখানে নেহরুর চরম সমালোচক হওয়া সত্ত্বেও স্থান হয়েছিল হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ক্ষিতীশ চন্দ্র নিয়োগীর। কয়েক বছর পর তাঁরা পদত্যাগ করেন। শ্যামাপ্রসাদ ছিলেন শিল্পমন্ত্রী। 
১৯৫২ সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছিল। সেই নির্বাচনের পরও একক গরিষ্ঠতাপ্রাপ্ত কংগ্রেসের সরকার গঠিত হয়। নেহরুর এই দ্বিতীয় মন্ত্রিসভাতে একজন বাঙালি পূর্ণমন্ত্রী ছিলেন। চারুচন্দ্র বিশ্বাস। যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এমনকী রাজ্যসভার নেতা ছিলেন তিনি। অর্থাৎ চেয়ারম্যানের পর যেটা সর্বোচ্চ পদ। 
১৯৫৭ সালে আবার জওহরলাল নেহরুর নেতৃত্বেই কংগ্রেস সরকার ফিরে এল ক্ষমতায়। কিন্তু এই প্রথম পূর্ণমন্ত্রী পদে কোনও বাঙালিকে দেখা গেল না। তবে রাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনজন বাঙালি রাজনীতিবিদের প্রবেশ ঘটল সেই  সরকারে। এস কে দে। অশোক সেন। হুমায়ুন কবীর। 
ঠিক পরের নির্বাচন অর্থাৎ ১৯৬২ সালে এক ধাক্কায় নেহরু মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ দুই পূর্ণমন্ত্রী বাংলা পেয়ে গেল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হলেন হুমায়ুন কবীর। কেন্দ্রীয় আইনমন্ত্রী অশোক কুমার সেন। এক বছরের মধ্যেই হুমায়ুন কবীরকে দেওয়া হয়েছিল পেট্রলিয়াম মন্ত্রকের দায়িত্ব।
 ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম নির্বাচনের সম্মুখীন হয়েছিলেন ১৯৬৭ সালে। সেই ১৯৬৭ সালের নির্বাচনে জয়ী হওয়া ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় প্রথমে বাঙালি মন্ত্রী কেউ ছিলেন না। ১৯৬৯ সালে একের পর এক গুরুত্বপূর্ণ মন্ত্রকের পূর্ণমন্ত্রীর পদে বসেন শিক্ষাবিদ ত্রিগুণা সেন। শিক্ষামন্ত্রী, পেট্রলিয়াম মন্ত্রী, খনি মন্ত্রী। ত্রিগুণা সেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার কয়েক বছর আগে পর্যন্ত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় ক্রমেই পরবর্তী নির্বাচনে স্থান করে নিয়েছিলেন সিদ্ধার্থশংকর রায়, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়রা। 
১৯৭৭ সালে ইন্দিরা গান্ধীকে পরাস্ত করে ভারতে স্বাধীনতার পর প্রথম কংগ্রেসহীন ভারত সরকার গঠন করে জনতা পার্টি। মোরারজি দেশাইয়ের আমলে কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী পায়নি বাংলা। ঠিক এই পর্ব থেকেই ক্রমেই বাংলার একঝাঁক রাজনীতিবিদ জাতীয় রাজনীতি তথা দিল্লির ক্ষমতার অলিন্দে উঠে আসেন স্বমহিমায়। এমনকী তাঁরা কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণ প্রক্রিয়াতেও প্রবেশ করেন। এই তালিকায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায়, এ বি এ গনি খান চৌধুরী, প্রিয়রঞ্জন দাশমুন্সি, সন্তোষমোহন দেব, অজিত পাঁজারা। অজিত পাঁজা রাজীব গান্ধীর সরকারে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর পদে বসেছিলেন। এবং ক্রমেই প্রণববাবু, প্রিয়বাবু এবং সন্তোষমোহন দেব রাজ্য নেতা হয়েও কেন্দ্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন। 
বাঙালি পূর্ণমন্ত্রী হলে বাংলার কী লাভ হতে পারে সেই ইতিহাস বই লিখে গিয়েছেন সর্বপ্রথম এ বি এ গনি খান চৌধুরী। তাঁর রেলমন্ত্রিত্বের আমলে উজাড় করে দিয়েছেন তিনি বাংলাকে। যেমন রেলে চাকরি পেয়েছে বহু ছেলেমেয়ে, তেমনই আবার প্রকল্প ও ট্রেন। 
আর গনি খান চৌধুরীর রেকর্ডও ভেঙে দিয়ে বাংলার জন্য কল্পতরু হওয়ার উদাহরণ স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে অটলবিহারী বাজপেয়ির সরকারে এবং তারপর মনমোহন সিং সরকারে দফায় দফায় রেলমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য অসংখ্য প্রকল্প এবং ট্রেন উপহার দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায় এবং প্রিয়রঞ্জন দাশমুন্সির পর দিল্লিতে বাংলার প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব শূন্য। 
১০ বছর ধরে একটানা  ভারত সরকারে একজনও বাঙালি পূর্ণমন্ত্রী নেই, এরকম ৭৭ বছরের ইতিহাসে হয়নি। বঞ্চনার সেরা রেকর্ড।  ২০১৯ সালে বাংলা ১৮ জন বিজেপি এমপি উপহার দিয়েছিল নরেন্দ্র মোদিকে। কিন্তু মোদি ও অমিত শাহের একবারও মনে হয়নি যে, বাংলার কাউকে পূর্ণমন্ত্রী করা হোক। ২০২৪ সালেও একই প্রবণতা। ১২ জন বিজেপি এমপি। অথচ কেন্দ্রীয় নেতৃত্ব কাউকেই পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য মনে করেনি এখনও পর্যন্ত। আর তাই অনায়াসে বাংলা বঞ্চিত হয়ে চলেছে। বাংলায় বিগত ১০ বছরে কোনও বৃহৎ শিল্প লগ্নি আসেনি। নেই কোনও বড়সড় প্রকল্প। কেন্দ্রীয় সরকার বাংলাকে বৃহৎ কিছু উপহার দিয়েছে এরকম একটিও উদাহরণ নেই। এটা সবথেকে বেশি সমস্যায় ফেলেছে বঙ্গবিজেপিকেই। একজন পূর্ণমন্ত্রী হলে তাদেরও রাজনীতি করতে সুবিধা হতো। ১০ বছরে যেমন কোনও পূর্ণমন্ত্রীও নেই, তেমনই কংগ্রেস, বিজেপি, সিপিএম ইত্যাদি সর্বভারতীয় দলগুলিতে এখন আর বাঙালি কোনও নেতা জাতীয় রাজনীতির সর্বোচ্চ স্তরে নেই। কোনও দলের সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ, সরকারকে প্রভাবিত করা, বাংলার জন্য কোনও প্রকল্প কিংবা লগ্নি আদায় করে নিয়ে আসার মতো শক্তিশালী নেতা-নেত্রী নেই। বর্তমানে এইসব দলের বাঙালি নেতানেত্রীরা নিছক দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুগামী, অনুগত এবং নির্দেশ পালনকারী। নিজেদের শক্তি নেই। প্রভাব নেই। গুরুত্বও নেই। আজকের বাঙালি নেতা-নেত্রীরা শুধুই তাঁদের কেন্দ্রীয় নেতৃত্বকে তুষ্ট করতে চান। 
আর তা‌ই দাদাসাহেব ফালকের নামাঙ্কিত সর্বোচ্চ মানের পুরস্কার পাওয়া  প্রাক্তন এক হিন্দি সিনেমার বাঙালি স্টার বিজেপি নেতা হয়ে গিয়ে কলকাতায় বসে অনায়াসে মঞ্চে থাকা কেন্দ্রীয় নেতৃত্বকে খুশি করতে হিন্দি ভাষায় সংলাপ বলতে পারেন, কেটে ভাগীরথী নদীতে ভাসাব না...ভাগীরথী আমাদের মা। কেটে মাটিতে পুঁতে দেব...। এর আগে একবার ভোটের প্রাক্কালে তিনি ব্রিগেডে আর একটি জনপ্রিয় সংলাপ বলেছিলেন, আমি জাত গোখরো...এক ছোবলেই ছবি...। কিন্তু সেটা ছিল এই পুরস্কার পাওয়ার অনেক আগে। পুরস্কার পাওয়ার পর তো সেই সম্মান বহনের দায়িত্ব অনেক বেড়ে যায়। সেটাই বুঝলেন না তিনি! 
দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার যে ওজন, যে সম্মান, যে ঐতিহ্য, যে আভিজাত্য সেটা বহন করার জন্যও একটি উচ্চমার্গের চিন্তাশক্তি এবং আত্মসম্মানবোধ এবং সামাজিক সংযমের প্রয়োজন হয়। যার মধ্যে বাকসংযম অন্যতম। এর আগে  কারা পেয়েছেন এই পুরস্কার?  সবথেকে বেশি পেয়েছে বাঙালিই। রাইচাঁদ বড়াল, বীরেন্দ্র নাথ সরকার, ধীরেন্দ্র নাথ গাঙ্গুলি,  কানন দেবী, পঙ্কজ মল্লিক,  হৃষিকেশ মুখার্জি, অশোক কুমার, সত্যজিৎ রায়, মান্না দে, হৃষিকেশ মুখার্জি, অশোক কুমার, সত্যজিৎ রায়, তপন সিনহা, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন। এই ঐতিহ্যের শেষতম প্রতিনিধির মুখে ওই ভাষা কিন্তু বাঙালিকে দুঃখই দিয়েছে। মঞ্চে থাকা অমিত শাহ খুশি হয়েছেন কি না জানা নেই। তবে বাঙালি খুশি হয়নি। 
বাংলা অর্থবরাদ্দ পায়নি। বাংলা উন্নয়ন পায়নি। বাংলা শিল্প পায়নি। বাংলা মনোযোগ পায়নি। একটিও পূর্ণমন্ত্রক পায়নি। ১০ বছর ধরে এই প্রবণতা কি সবথেকে বড় অপমান নয়? বঙ্গবিজেপির কিন্তু এবার ভাবার সময় এসেছে যে, তাদের রাজনীতি কোনদিকে অগ্রসর হওয়া উচিত! তাদের সবথেকে বড় শত্রু তৃণমূল হতে পারে। কিন্তু তাদের অগ্রগতি ও সম্মানের সবথেকে বড় প্রতিবন্ধকতা তাদেরই কেন্দ্রীয় নেতৃত্ব। যারা বাংলাকে গুরুত্বই দেয় না। 
ভগবান বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ উদযাপন
দ্রৌপদী মুর্মু (ভারতের রাষ্ট্রপতি)

তাঁর আকাঙ্ক্ষাগুলি—স্বাধীনতা, ন্যায়বিচার, পরিচয় এবং মর্যাদা—আমাদের দেশের তরুণদের অনুপ্রাণিত করে। ইতিহাসের প্রতিটি প্রেক্ষাপট আমাদের মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম দিয়েছে। তাঁদের অনন্য প্রতিভা দিয়েই ভারতের চেতনার প্রকাশ করেছেন তাঁরা। বিশদ

ট্রাম্পের জয়, বাংলাদেশের ভয়!
মৃণালকান্তি দাস

তিনি ঘোষিত ‘ঘোর ট্রাম্প বিরোধী’। অন্তত ২০১৬ সালে তাই ছিলেন। সেই বছর প্যারিসে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘ট্রাম্পের জয় সূর্য গ্রহণের মতো। কালো দিন আসছে। তা যেন আমাদের গ্রাস না করে, আত্মশক্তিকে দুর্বল না করে দেয়।’ সেই মহম্মদ ইউনুস এখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। বিশদ

14th  November, 2024
শতবর্ষে সঙ্গীতের ‘জাদুকর’ সলিল চৌধুরী
সন্দীপন বিশ্বাস

সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি গিয়েছেন সলিল চৌধুরী। খুব ইচ্ছে তাঁর লেখা কয়েকটা গান যেন ‘হেমন্তদা’ রেকর্ড করেন। সলিল তাঁকে ভারতীয় গণনাট্য সঙ্ঘের জন্য বাঁধা কয়েকটি গান শোনান। সেই গান শুনে হেমন্ত বললেন, ‘না, এখন এই গান রেকর্ড করা যাবে না। বিশদ

13th  November, 2024
একটি রায় ও তার রাজনৈতিক স্বার্থ
শান্তনু দত্তগুপ্ত

সমাজতন্ত্র। এই একটি শব্দ নিয়ে গেরুয়া শিবিরের অ্যালার্জি চিরকালের। ১৯৭৬ সালে, সংবিধানের ৪২তম সংশোধনীতে ‘সমাজতন্ত্র’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দু’টি প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বলে যুক্ত হয়েছিল। এই ‘উদ্যোগে’র পুরোধা কে ছিলেন? ইন্দিরা গান্ধী। আর সময়টা ছিল জরুরি অবস্থার।
বিশদ

12th  November, 2024
আমেরিকায় বেলাগাম রাজনীতির জয়!
পি চিদম্বরম

আরও একজন ‘শক্তিশালী’ নেতা নির্বাচিত হয়েছেন। আমেরিকা বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রের একটি। সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত সেখানকার নির্বাচনে স্বচ্ছতার সঙ্গেই জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে কেউই প্রশ্ন তুলতে পারে না।
বিশদ

11th  November, 2024
আমেরিকার ফলে ভারতের লাভ না ক্ষতি?
হিমাংশু সিংহ

একজনের বয়স ৭৪, অন্যজনের ৭৮। এই পূর্ণ বার্ধক্যেও দু’জনকেই তাঁদের নিজের দেশে আদ্যন্ত ‘ফ্যাসিস্ট’ বলে প্রতিনিয়ত আক্রমণ করেন বিরোধীরা। সেই ছুৎমার্গ থেকেই শিক্ষিত প্রগতিশীল বুদ্ধিজীবীরা দুই রাষ্ট্রপ্রধানের নাম শুনতে বিশেষ পছন্দ করেন না। বিশদ

10th  November, 2024
এই লড়াই অপপ্রচারের সঙ্গে মানুষের বিশ্বাসের
তন্ময় মল্লিক

আর জি কর ইস্যুতে বিজেপির অবস্থা অনেকটা ‘বেল পাকলে কাকের কী!’ জাস্টিসের দাবিতে লাগাতার আন্দোলন হয়েছে, মানুষও হয়েছে আলোড়িত। কিন্তু তার সুবিধে বিরোধীরা ভোটে পাবে কি না, এই উপ নির্বাচনে হবে তার পরীক্ষা। বিশদ

09th  November, 2024
পুরুষতন্ত্র নারী ক্ষমতায়নের বিরোধী
সমৃদ্ধ দত্ত

এই যে কয়েকশ বছর ধরে কোনও নারীকে বিশ্বের সবথেকে সম্পদশালী দেশ আমেরিকায় কিছুতেই রাষ্ট্রপ্রধান করা হল না, শুধু এটাই কি পুরুষতন্ত্রের উদাহরণ? অবশ্যই এর মধ্যে যতটা রাজনীতি আছে, ততটাই পুরুষতন্ত্রের আগ্রাসন আছে। বিশদ

08th  November, 2024
আমেরিকায় ট্রাম্পবাদের প্রত্যাবর্তন
মৃণালকান্তি দাস

ইজরায়েলি দার্শনিক ইউভাল নোয়া হারারি তাঁর ‘নেক্সাস: আ ব্রিফ হিস্ট্রি অব ইনফরমেশন নেটওয়ার্কস ফ্রম দ্য স্টোন এজ টু এআই’ বইটির ভূমিকায় লিখেছেন, ‘আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি না, যেসব সংবাদমাধ্যম বিভ্রান্তি ছড়ায়, তারা সব সময়ই ব্যর্থ হয়।’
বিশদ

07th  November, 2024
ভারতীয় ব্যবসার জন্য একটি নতুন ভাবনা
রাহুল গান্ধী

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে চুপ করিয়ে দিয়েছিল। কোম্পানির ব্যবসায়িক দক্ষতা-মাহাত্ম্যে কেউ নির্বাক হয়ে যায়নি, বরং তারা ভারতবাসীর টুঁটি চেপে ধরেছিল। আমাদের দেশীয় মহারাজা ও নবাবদের সঙ্গে ব্যবস্থাক্রমে—ঘুষ এবং হুমকির মাধ্যমে এক শ্বাসরোধকারী পরিস্থিতি কায়েম করেছিল কোম্পানি। বিশদ

06th  November, 2024
ছাব্বিশের ইঙ্গিত দেবে এই উপ নির্বাচন
হারাধন চৌধুরী

বিজেপির আস্থা চমকেই। নরেন্দ্র মোদি যে অনবদ্য রাজনীতির আমদানি করেছেন, বঙ্গ বিজেপি আত্মস্থ করেছে সেটাই। জাতীয় রাজনীতিতে মোদির আবির্ভাব, উত্থান থেকে সরকার পরিচালনা এবং বিদেশ নীতি—সব মিলিয়ে এক চমকের সিরিজ উপহার পেয়েছে ভারত। বিশদ

06th  November, 2024
অথরিটি? মহারাষ্ট্র কিন্তু চাই মোদিজি
শান্তনু দত্তগুপ্ত

কপিল শর্মার সঙ্গে নীতীশ কুমারের মিল কোথায়? দু’জনেই ‘শোয়ের’ জন্য যে কোনও দিকে ঢলে পড়তে পারেন। বিশদ

05th  November, 2024
একনজরে
দেশজুড়ে যাত্রীবাহী গাড়ির বাজার কিছুটা চাঙ্গা হয়েছে। তবে দু’চাকা গাড়ি বিক্রির হার যথেষ্ট ভালো। ২০২৩ সালের অক্টোবর মাসের সঙ্গে চলতি বছরের অক্টোবরের গাড়ি বিক্রির তুল্যমূল্য ...

জামিন না হওয়ায় জেলে রীতিমতো মুষড়ে পড়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তাঁর জামিনের আর্জি একাধিকবার বাতিল করে দিয়েছে আদালত। তাতে তিনি হতাশ বলে জেল সূত্রের খবর। ...

জুটিতে লুটি। রনজিতে নজির কাশ্যপ বাকলে ও স্নেহাল কৌতানকরের। এই দুই ব্যাটারের সৌজন্যে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ইনিংস ও ৫৫১ রানের বিশাল জয় ছিনিয়ে নিল গোয়া। প্রথম ইনিংসে মাত্র ৮৪ রানে অল আউট হয়ে যায় অরুণাচল প্রদেশ। ...

চুক্তি হয়েছিল, খুন করলেই মিলবে লাখ টাকা। তবে, বেশি সময় নেওয়া যাবে না। তিনদিনের মধ্যে নিকেষ করতে হবে আনন্দ সরকারকে। বরাত পাওয়ার একদিনের মধ্যেই কাজ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬২১: উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে
১৭৯১: আমেরিকায় প্রথম ক্যাথলিক কলেজ প্রতিষ্ঠিত হয়
১৭৯৫: লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়
১৬৩০: জার্মান জ্যোতির্বিদ তথা গণিতজ্ঞ জোহানেস কেপলারের মৃত্যু
১৮৩০: প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন
১৮৩৭: আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশিত হয়
১৮৫৬: প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালি চিকিৎসক মধুসূদন গুপ্তের মৃত্যু
১৮৫৯: গ্রিসের এথেন্সে আধুনিক ওলিম্পিকসের সূচনা
১৮৭৫: ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক বিরসা মুন্ডার জন্ম
১৯০৪: জিলেট ব্লেড প্যাটেন্ট করেন সি জিলেট
১৯১৩: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ
১৯২৪: কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটের প্রথম সংখ্যা প্রকাশিত হয়
১৯৪৯: মহাত্মা গান্ধীকে হত্যার দায়ে ফাঁসি হল নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তের
১৯৮২: মহাত্মা গান্ধীর অন্যতম অনুগামী তথা ভারতের জাতীয় শিক্ষক বিনায়ক নরহরি ভাবের মৃত্যু
১৯৮৬: টেনিস তারকা সানিয়া মির্জার জন্ম
১৯৮৭: সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের মৃত্যু
২০০০: পৃথক রাজ্য হিসাবে স্বীকৃতি পেল ঝাড়খণ্ড
২০০১ - শ্রীস্বপন কুমার, শ্রীভৃগু, ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত গোয়েন্দা কাহিনীকার, জ্যোতিষী ও ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডের মৃত্যু
২০০৭: ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিধ্বস্ত বাংলাদেশ, মৃত ৫ হাজার, ধ্বংস হয় সুন্দরবনের একাংশ 
২০২০: কিংবদন্তি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা তথা আবৃত্তিকার  সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৫৮ টাকা ৮৫.৩২ টাকা
পাউন্ড ১০৫.২৭ টাকা ১০৯.০১ টাকা
ইউরো ৮৭.৪৪ টাকা ৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৭,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৭,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ কার্তিক ১৪৩১, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪। চতুর্দশী ১৬/৮ দিবা ৬/২০ পরে পূর্ণিমা ৫২/৪৫ রাত্রি ২/৫৯। ভরনী নক্ষত্র ৪০/৫ রাত্রি ৯/৫৫। সূর্যোদয় ৫/৫৩/১৫, সূর্যাস্ত ৪/৪৯/১৭। অমৃতযোগ প্রাতঃ ৬/৩৭ মধ্যে পুনঃ ৭/২১ গতে ৯/৩২ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে পুনঃ ৩/২২ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪১ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ৩/১৭ মধ্যে পুনঃ ৪/১০ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩৭ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/৫ গতে ৯/৪৩ মধ্যে। 
২৯ কার্তিক ১৪৩১, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪। পূর্ণিমা রাত্রি ৩/৪। ভরণী নক্ষত্র রাত্রি ১০/৩৪। সূর্যোদয় ৫/৫৪, সূর্যাস্ত ৪/৫০। অমৃতযোগ দিবা ৬/৫২ মধ্যে ও ৭/৩৫ গতে ৯/৪২ মধ্যে ও ১১/৫৩ গতে ২/৪৩ মধ্যে ও ৩/২৩ গতে ৪/৫০ মধ্যে এবং রাত্রি ৫/৪২ গতে ৯/১৫ মধ্যে ও ১১/৫৬ গতে ৩/২৯ মধ্যে ও ৪/২৩ গতে ৫/৫৫ মধ্যে। বারবেলা ৮/৩৮ গতে ১১/২২ মধ্যে। কালরাত্রি ৮/৬ গতে ৯/৪৪ মধ্যে। 
১২ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শালিমার স্টেশনে দুষ্কৃতী দৌরাত্ম্য, এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
মুম্বই ফেরার জন্য শালিমার স্টেশনে ট্রেন ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে ...বিশদ

14-11-2024 - 12:35:02 AM

দেব দীপাবলি পালনের জন্য আলো দিয়ে সাজানো হয়েছে হরিদ্বারের হর কি পৌরি

14-11-2024 - 10:58:00 PM

দেব দীপাবলি পালনের জন্য আলো দিয়ে সাজানো হয়েছে উত্তরপ্রদেশের বারাণসীর ঘাটগুলি

14-11-2024 - 09:59:06 PM

নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান

14-11-2024 - 09:34:00 PM

বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

14-11-2024 - 09:21:00 PM

পুনেতে জনসভা করছেন মল্লিকার্জুন খাড়্গে

14-11-2024 - 08:43:00 PM