চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন। ... বিশদ
নির্বাচনী প্রচারের জন্য এক্স হ্যান্ডলে ‘ট্রাম্প ওয়ার রুম’ নামে একটি অ্যাকাউন্ট খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সেই অ্যাকাউন্ট থেকেই তুলসী এবং মার্কোর নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। তুলসী প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘প্রাক্তন কংগ্রেস সদস্য তুলসী গাবার্ডকে ডিএনআই নিয়োগ করতে পেরে আমি আনন্দিত। দুই দশক ধরে তিনি আমেরিকার হয়ে লড়াই করেছেন। প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট মনোনীত তুলসীর সব দলেই সমর্থক রয়েছে। তাঁর নির্ভীক মানসিকতা কাজে লাগাতে চাই।’ ২০১৯ সালে তুলসী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন পেয়ে কমলা হ্যারিসকে চ্যালেঞ্জ করেছিলেন। তবে ২০২২ সালে রুশ-ইউক্রেন যুদ্ধে বাইডেন প্রশাসনের ভূমিকার সমালোচনা করে ডেমোক্র্যাট দল ছাড়েন। উল্লেখ্য, তাঁর মা হিন্দু ধর্ম গ্রহণ করেন। তুলসীও নিজেকে হিন্দু বলে পরিচয় দেন। অন্যদিকে, আগের বার ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন মার্কো রুবিও মূলত লাতিন আমেরিকার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নত করার কাজে নিয়োজিত ছিলেন। সেই কাজে সাফল্যের জন্য তাঁকে ‘ভার্চুয়াল সেক্রেটারি অব স্টেট ফর লাতিন আমেরিকা’ বলা হতো। - ফাইল চিত্র