Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সত্য মিথ্যা
প্রকাশ জাভরেকর

 

জানুয়ারির গোড়ার দিকে দেশে কোভিড পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছিল। নতুন করে সংক্রমণও কমছিল। কিন্তু দেখা গেল, কেরলে সেই সময় সংক্রমণ বাড়তে শুরু করল। ওই রাজ্য থেকেই নতুন সংক্রমণের এক-তৃতীয়াংশের খবর আসছিল। ৬ জানুয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব এক চিঠিতে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ করার পরামর্শ দেন। রাজ্যে কোভিড পরিস্থিতির মোকাবিলায় সাহায্য করতে পরদিন একটি উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় দল সেখানে পাঠানো হয়। গত বছরেও এধরনের অনেক কেন্দ্রীয় দল পাঠানো হয়েছিল। এতেই প্রমাণ হয় যে দেশজুড়ে কোভিড সংক্রমণের হার কমাতে কেন্দ্রের নিরন্তর নজরদারি রয়েছে। কেন্দ্র প্রয়োজনীয় পদক্ষেপও করে চলেছে। 
আমি বিষয়টির উল্লেখ এই কারণে করলাম যে, এমন একটা ভ্রান্ত ধারণা তৈরি করা হছে যেন কেন্দ্র, কোভিড সংক্রমণের প্রথম ঢেউ মোকাবিলা করার পর নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এবং, কয়েক মাস ধরে পুরো বিষয়টি শুধু রাজ্যগুলির উপর ছেড়ে দিয়েছে। এটা সত্যের অপলাপ মাত্র। স্বাস্থ্য যদিও রাজ্যের আওতাভুক্ত বিষয়, তবু কেন্দ্রীয় সরকার কোভিড ব্যবস্থাপনার জন্য সবসময়ই সক্রিয় রয়েছে। কারণ, এই মহামারীকে নিয়ন্ত্রণ করতে জাতীয় স্তরে সমন্বয় ও সম্পদ দু’য়েরই প্রয়োজন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে রাজ্য সরকারগুলিকে শুরু থেকেই প্রয়োজনীয় সাহায্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রক ২০২০-র ফেব্রুয়ারি থেকে পরিস্থিতির উপর নজর রেখে চলেছে। রাজ্যগুলির প্রস্তুতি, তাদের প্রয়োজনীয় সাহায্য এবং রাজ্য স্তরে ও জেলা স্তরে কী ধরনের কৌশল নেওয়া হয়েছে, প্রতিটি বিষয়কে কেন্দ্র গুরুত্বসহকারে বিবেচনা করছে।
কেন্দ্রের কোভিড ব্যবস্থাপনা শুধুমাত্র নতুন দিল্লি থেকে কিছু পরামর্শ বা নীতি নির্দেশিকা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বহু সময়েই সাহায্যের জন্য উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে। রাজ্যগুলির প্রস্তুতি গ্রহণে সাহায্য ও পরামর্শ দিয়েছে তারা। প্রভূত সাহায্য ও পরামর্শ দিয়েছে সংক্রমণ নিয়ন্ত্রণেও। কেন্দ্রের সবসময়ের লক্ষ্য সংক্রমণে দ্রুত ইতি টানা। ২০২০-র সেপ্টেম্বর থেকে বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকারের আধিকারিক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ৭৫টি উচ্চ পর্যায়ের দল পাঠানো হয়েছে। এই দলগুলির দেওয়া রিপোর্টের ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তথ্যের ক্ষেত্রে অসংলগ্নতা কমেছে। রাজ্যগুলির প্রস্তুতি ও বিভিন্ন কৌশল গ্রহণের ক্ষেত্রে কোথায় ফাঁক থেকে যাচ্ছে, সেগুলি শনাক্ত করতে সুবিধে হয়েছে।
তাহলে এটা বলা যায় কি, বর্তমানে যে ঢেউ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার সেই বিষয়ে উদাসীন ছিল? আমরা যদি সময় সারণির দিকে নজর রাখি তাহলে বুঝতে পারব একদম প্রথম থেকেই কেন্দ্র কীভাবে বিষয়টির উপর নজর রেখেছিল। 
২১ ফেব্রুয়ারি যখন দৈনিক সংক্রমণ ১৩ হাজারের নীচে ছিল সেই সময় স্বাস্থ্যমন্ত্রকের নজরে আসে কয়েকটি রাজ্যে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। মন্ত্রক তৎক্ষণাৎ ছত্তিশগড়, কেরল ও মহারাষ্ট্রের মতো যেসব রাজ্যে সংক্রমণ বাড়ছিল সেখানে একটি চিঠি পাঠায়। এরপর নজরে আসে মহারাষ্ট্র, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাত, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার বিষয়টি। পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করার জন্য এবং প্রকৃত অবস্থা জানতে ২৪ ফেব্রুয়ারি সাতটি রাজ্যে উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পুরো মার্চ মাস ধরে কেন্দ্র এইসব রাজ্যের সংক্রমণের বিষয়টি বিশেষভাবে পর্যবেক্ষণ করে। রাজ্য সরকারগুলি পরিস্থিতি মোকাবিলায় কী কী ব্যবস্থা নিয়েছে এবং কেন্দ্রীয় দলগুলি অবস্থা সামাল দিতে কী কী পরামর্শ দিয়েছে সেসব কিছু নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। যদি সংশ্লিষ্ট রাজ্যগুলি কেন্দ্রের সতর্কতা এবং পরামর্শ প্রথমেই গুরুত্বসহকারে বিবেচনা করত তাহলে আজকের সংক্রমণ এতটা তীব্র হতো না। কেন্দ্র যখন সক্রিয়ভাবে কোভিড নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে, বিরোধী নেতারা তখন স্বভাবসিদ্ধভাবে তাঁদের রাজনীতি চালিয়ে গিয়েছেন। উদ্ধব থ্যাকারে মহাউসুলি কেলেঙ্কারি চাপা দিতে সক্রিয় হয়েছিলেন। আর সেই সময় কংগ্রেস নেতৃত্ব—রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা কী করছিলেন? এনিয়ে আলোচনা না করাই ভালো। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর টিকা নিয়ে মনোভাব এবং দীর্ঘ সময় ধরে রাজ্যে অনুপস্থিতির কথাও সকলের জানা। এই সময়েই কিছু কিছু বিরোধী-শাসিত রাজ্য কোটি কোটি টাকা ব্যয় করে কোভিড ব্যবস্থাপনার খবর ঢালাওভাবে প্রচার করেছে।
সরকার অকাল বিজয় উদযাপন শুরু করেছে বলে কোনও কোনও মহল থেকে ভ্রান্ত সমালোচনা করা হচ্ছে। কিন্তু, আমরা যদি ১৭ মার্চ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কী বলেছিলেন সেটা একবার মনে করি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। করোনায় প্রভাবিত বিশ্বের অধিকাংশ দেশই একাধিক বার মারণ এই ভাইরাসের প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছে। আমাদের দেশেও আক্রান্তের হার নিম্নমুখী হওয়া সত্ত্বেও হঠাৎ করেই কয়েকটি রাজ্যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ... আমরা এটাও লক্ষ করেছি যে, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে আক্রান্তের হার এবং আক্রান্তের সংখ্যাও তুলনামূলক বেশি। ... বর্তমানে এমন সমস্ত এলাকা ও জেলা দেখা যাচ্ছে, যেখানে সংক্রমণের ঘটনা বাড়ছে কিন্তু এতদিন সেই সমস্ত জায়গায় সেভাবে সংক্রমণ ছড়ায়নি। একসময় এই জায়গাগুলি নিরাপদ বলে চিহ্নিত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন এই জায়গাগুলিতেই সংক্রমণ বাড়ছে। দেশে ৭০টি জেলায় গত কয়েক সপ্তাহে ১৫০ শতাংশের বেশি সংক্রমণের হার বেড়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে যদি মহামারীর উপর লাগাম টানা না-যায়, তাহলে সারা দেশে আরও একবার মারণ এই ভাইরাসের ঢেউ ছড়িয়ে পড়বে। তাই, আমাদের ক্রমবর্ধমান ‘দ্বিতীয় ঢেউ অবিলম্বে আটকাতে হবে। আমাদের তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয়, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় স্তরে প্রশাসনিক ব্যবস্থায় যেসব সমস্যা রয়েছে, তা অবিলম্বে পর্যালোচনা করে দ্রুত সমাধান খুঁজে বের করা প্রয়োজন। প্রশাসনিক ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের উপযুক্ত সময় এসেছে। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের বিশ্বাস যেন আত্মবিশ্বাসে পরিণত না-হয় এবং আমাদের সাফল্য যেন কোনওভাবেই উপেক্ষার বিষয় না-হয়ে ওঠে, সেদিকে সতর্ক থাকতে হবে।’
এরপর কি মনে হয় যে কেউ বিজয় ঘোষণা করছেন এবং তিনি সঙ্কটের বিষয়ে অবগত নন! বর্তমান ঢেউয়ের বিষয়ে আন্দাজ করে কেন্দ্র সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য এবং জেলাগুলিতে বিশেষ দল পাঠিয়েছিল। এপ্রিল মাসে দেশজুড়ে সবচাইতে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ৫০টি কেন্দ্রীয় দল পাঠানো হয়। এই দলগুলি সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ও নজরদারির বিষয়ে রাজ্য সরকারগুলিকে সাহায্য করেছে। মার্চের শেষে সংক্রমণ যখন বাড়তে থাকে, রাজ্যগুলি জেলা স্তরে সেই সময় বিশেষ ব্যবস্থা নিতে শুরু করে। ২৭ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা প্রায় ২০০টি জেলার পরিস্থিতির পর্যালোচনা করেছেন। এখন যেহেতু প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাই কেন্দ্র নাগরিকদের জীবনরক্ষার জন্য বহুবিধ উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ের টিকাকরণ অভিযানে স্বাস্থ্যকর্মী, সামনের সারিতে থাকা করোনা যোদ্ধা এবং প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হয়েছে। সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় অনেক রাজ্য স্বাস্থ্য পরিকাঠামোর অপ্রতুলতা উপলব্ধি করে ওষুধ, অক্সিজেন সিলিন্ডার এবং ভেন্টিলেটরের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলি দ্রুত পাঠানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে।
যে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে প্রকৃতপক্ষে আসল সত্য হল কেন্দ্রীয় সরকার মহামারীর মোকাবিলায় সবরকমের ব্যবস্থা নিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, চলতি সঙ্কটেও কেউ কেউ ভুল তথ্য দিয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রচার করে যাচ্ছেন। আমরা এই মহামারীর মোকাবিলা করা এবং নাগরিকদের চাহিদা পূরণ করার বিষয়গুলিকে সবথেকে অগ্রাধিকার দিয়ে আসছি। এই যুদ্ধে গোটা দেশকে একজোট হয়ে লড়তে হবে।
 লেখক কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। মতামত ব্যক্তিগত 
11th  May, 2021
মমতা মডেলে উজ্জীবিত গোটা দেশ
মৃণালকান্তি দাস

সমস্ত সরকারি এজেন্সিকে মাঠে নামিয়ে, বিজেপির গোটা ভোট-মেশিনারি এবং কয়েক হাজার কোটি টাকার বাজেট নিয়ে যেভাবে বাংলা দখলের ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছিল, তা মমতা যে একাই ভেস্তে দিতে পারেন, সেটা বিজেপি স্বপ্নেও ভাবতে পারেননি। বিশদ

অপদার্থ, অনাচারী রাজা,
এবার গদি ছাড়ুন
সন্দীপন বিশ্বাস

নতুন সরকারের গায়ে কাদা ছিটিয়ে নয়া ফন্দি আঁটছে বিজেপি। রাজ্যজুড়ে হিংসা ছড়ানোর গোপন ছক চলছে। রাজ্যকে অশান্ত করার গোপন খেলায় সক্রিয় বিজেপির আইটি সেলও। বিজেপি সব সময় সোজা খেলায় হেরে গেলে বাঁকা পথে জেতার জন্য মরিয়া হয়ে ওঠে। রাজ্যে সেই উস্কানিই চলছে। বিশদ

12th  May, 2021
বিভাজনের উস্কানিতে
বাংলা বিকিয়ে যাবে না
শান্তনু দত্তগুপ্ত

বাংলা এখনও বিকিয়ে যায়নি। যাবে না। কোটি কোটি করদাতার রক্ত জল করা টাকায় হয়তো মোদিজির সেন্ট্রাল ভিস্তা প্রকল্প সফল হবে। কিন্তু সাম্প্রদায়িক উস্কানির অন্ধকারে বাংলাকে ডুবিয়ে দেওয়ার স্বপ্ন? হবে না। মোদিজি বরং মানসিকভাবে প্রস্তুত হতে থাকুন। বিশদ

11th  May, 2021
মোদি বনাম দিদি ও অন্য লড়াইগুলি
পি চিদম্বরম

ভারতীয় মিডিয়া সবে জাগতে শুরু করেছে। মানুষ তার ক্রোধের বহিঃপ্রকাশের জন্য প্রতিটা নির্বাচনকে হাতিয়ার করছে। দৃষ্টান্ত, উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোট। ২০২১ সাল—আরও একটি নষ্ট বছরের জন্য মনোবল ফেরানোর জন্য যখন চেষ্টা করছি, ঠিক তখনই আশঙ্কায় কেঁপে উঠছি আগামী দু’টি বছরের কথা ভেবে—২০২২, ২০২৩ সালও নষ্ট হবে না তো! বিশদ

10th  May, 2021
বাংলা থেকেই কি মোদির শেষের শুরু
হিমাংশু সিংহ

মুসলিম ও হিন্দু দু’তরফেই বাংলায় প্রত্যাখাত হয়েছেন নরেন্দ্র মোদি। উল্টে নাক উঁচু বাম প্রগতিশীল সমাজও বিজেপিকে ঠেকাতে খোলা মনে মমতার নেতৃত্বে আস্থা রেখেছেন। মেরুকরণের বিষ ব্যুমেরাং হয়ে বিধ্বস্ত করেছে গেরুয়া দলকেই। প্রমাণ হয়ে গিয়েছে, মিথ্যার দ্বারা মহৎ কাজ হয় না। বিশদ

09th  May, 2021
স্বৈরাচারী কলুষিত প্রশাসনকে
হুঁশিয়ার করলেন রবীন্দ্রনাথ
জয়ন্ত কুশারী

রবীন্দ্রনাথই অন্যতম মহামানব যিনি ভাবীকালের পৃথিবীকে তাঁর অন্তর্দৃষ্টি দিয়ে চিনতে পেরেছিলেন। এটা অনস্বীকার্য যে বিবাদ বিদীর্ণ দেশ রাজনৈতিক মতাদর্শের বৈষম্য, অর্থনৈতিক স্তরবিন্যাসের বৈচিত্র্য, প্রগতির বিভিন্ন মানকে স্বীকার করে নিয়েও সামগ্রিক ক্রমোন্নতির পথ থেকে বিচ্যুত হননি। বিশদ

09th  May, 2021
সাধু সাবধান, ভাবিয়া করিও কাজ
তন্ময় মল্লিক

‘বদল হবে, বদলাও হবে’। নির্বাচনের আগে দিলীপ ঘোষ থেকে সায়ন্তন বসুদের এটাই ছিল জনপ্রিয়তম স্লোগান। ‘বদলা নেওয়ার’ হুমকির পাশাপাশি চোখা চোখা ডায়ালগের ফুলঝুরি ফুটত। প্রতিযোগিতায় এঁটে উঠতে পারেননি অনুব্রত মণ্ডলও। ‘ডাটিয়ে পগার পার করে দেব’ বলার পর অনুব্রতবাবু ‘খেলা হবে’তেই আটকে ছিলেন। বিশদ

08th  May, 2021
করোনা ঠেকাতে প্রতিরক্ষা
মন্ত্রকের উদ্যোগ
রাজনাথ সিং  

মহামারীর বর্তমান পরিস্থিতি ভারত মোকাবিলা করছে ঐক্যবদ্ধভাবে। সশস্ত্র বাহিনী দেশকে জয়ী করতে নানান উদ্যোগ নিয়েছে। বাহিনীর সদস্যদের রয়েছে অদম্য মনোভাব। যে-কোনও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার মানসিকতায় তাঁরা পূর্ণ। বিশদ

08th  May, 2021
গণদেবতার আশীর্বাদ
মৃণালকান্তি দাস

শেষ বিচারে বঙ্গসমাজ বিজেপির আইডেনটিটি পলিটিকস তত্ত্বকে আমল দেয়নি। বাঙালিয়ানা বিসর্জন দিয়ে বিজেপির হিন্দু-হিন্দি-হিন্দুস্তান মার্কা ভারতীয়ত্বকে আপন করে নিতে চায়নি। বহুত্ববাদ, বৈচিত্র্য ও বিবিধকে আঁকড়ে ধরে একদর্শী মতবাদকে তফাতে ঠেলেছে। দিনের শেষে এই রাজনৈতিক সংঘাত তাই রূপ নিয়েছে এক সামাজিক ও সাংস্কৃতিক লড়াইয়ে।
বিশদ

07th  May, 2021
প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের ভূমিকা
সঞ্জয় মুখোপাধ্যায়

ভোট পর্ব মিটতে না মিটতে করোনা রোধে আঁটসাঁট বিধিনিষেধ। মাত্র এক দেড় মাসের মধ্যে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী ভোট পরিচালনায় রাজ্যব্যাপী সর্বত্র করোনা ছড়িয়ে গেছে। এমন অভিযোগ উঠে এসেছে কেবলমাত্র রাজনৈতিক দলের মধ্য থেকে নয়, খোদ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও। বিশদ

06th  May, 2021
রাজধর্ম পালনের শপথ
হারাধন চৌধুরী

কোভিড পরিস্থিতি আপনারা দায়িত্ব নিয়ে যদি এতটা খারাপ না করে ফেলতেন, তাহলে অবশ্যই বলতাম, মোদি-শাহ-নাড্ডা বাংলায় আসুন। আজই সুযোগ। মুখ্যমন্ত্রী পদে মমতার শপথের হ্যাটট্রিক। দেখে যান রাজধর্ম পালনের শপথ কীভাবে নিতে হয়। বিশদ

05th  May, 2021
মোদি হাওয়া নেই... ছিলও না 
শান্তনু দত্তগুপ্ত

বাঁদরের হাতে লোডেড রিভলভার ধরিয়ে দিলে কী হয়? উত্তরের জন্য কোনও পুরস্কার নেই। কিন্তু যে ব্যক্তি এই মহান কর্মটি করে, তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। নিশ্চিতভাবে তার মাথার ব্যামো আছে। আমাদের আর্থ-সামাজিক কাঠামোটাও কতকটা তেমন। 
বিশদ

04th  May, 2021
একনজরে
দলের নির্দেশে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দিলেন বনশ্রী খাঁড়া। তিনি সম্পর্কে রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মা। বিধানসভা ভোটে বনশ্রীদেবী তৃণমূলের হয়ে সেভাবে প্রচারে নামেননি বলে দলীয় নেতৃত্বের অভিযোগ। সেজন্য তাঁকে অবিলম্বে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছিল দল। ...

শেষ পর্যন্ত বিস্তর টানাপোড়েনের পর আলোচনায় বসতে চেয়ে শ্রী সিমেন্ট কর্তারা বুধবার চিঠি দিল ইস্ট বেঙ্গল ক্লাবকে। ওই চিঠিতে এসসি ইস্ট বেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার বলেছেন, ‘অবিলম্বে আলোচ্য বিষয়গুলি জানান।’ ...

করোনা পরিস্থিতির মধ্যেও সুষ্ঠুভাবে রেশনে খাদ্যসামগ্রী দেওয়ার উপর বিশেষ জোর দিচ্ছেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে ...

করোনার সংক্রমণ এড়িয়ে সুরক্ষিতভাবে বাড়িতে বসেই গয়না কেনার সুযোগ করে দিচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। অক্ষয় তৃতীয়া ও ঈদ উপলক্ষে থাকছে হরেক অফারও। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৩৮ - সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু
১৮৩৬ - ভারততত্ত্ববিদ স্যার চার্লস উইলকিন্সের মৃত্যু
১৮৮৭ - বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৮৫৭: ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক রোনাল্ড রসের জন্ম
১৯১৮: নৃত্যশিল্পী বালাসরস্বতীর জন্ম
১৯৪৭: কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু
১৯৫৬: আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা আধ্যাত্মিক নেতা শ্রীশ্রী রবিশঙ্করের জন্ম
১৯৬২: ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সর্বপল্লি রাধাকৃষ্ণাণ
১৯৬৭: ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন জাকির হোসেন
১৯৯৫ - প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশদ্ভূত এলিসনের অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয়
২০০০ - ভারতের লারা দত্তের বিশ্বসুন্দরী শিরোপা লাভ
২০০৫ - বিশিষ্ট সঙ্গীতিশিল্পী উৎপলা সেনের মৃত্যু
২০১১: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৬৭ টাকা ৭৪.৬৮ টাকা
পাউন্ড ১০১.৯৯ টাকা ১০৫.৫১ টাকা
ইউরো ৮৭.৪৯ টাকা ৯০.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১। দ্বিতীয়া অহোরাত্র। রোহিণী নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১/১৪, সূর্যাস্ত ৬/৪/৩৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৩ গতে ১২/৫৫ মধ্যে। 
২৯ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১। দ্বিতীয়া রাত্রি ৩/৩৬। রোহিণী নক্ষত্র শেষরাত্রি ৪/৮। সূর্যোদয় ৫/১, সূর্যাস্ত ৬/৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৬ মধ্যে। 
৩০ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শিবপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু
কলকাতার পর এবার হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল আজ ...বিশদ

07:43:56 PM

দুর্গাপুরে  দিদিকে গুলি, অভিযুক্ত ভাই
দুর্গাপুরে  দিদিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। আজ, ...বিশদ

05:17:18 PM

ধনেখালিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু বিহারের দম্পতির
স্ত্রী জ্যোতিকে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়ি আসছিলেন বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা সৌরভ ...বিশদ

04:07:09 PM

স্টাফ স্পেশাল ট্রেনে এবার উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও
রেলকর্মীদের জন্য ‘স্টাফ স্পেশাল’ ট্রেনে এবার থেকে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। ...বিশদ

03:35:34 PM

গঙ্গায় মৃতদেহ ভেসে আসতে পারে, শুরু নজরদারি
উত্তরপ্রদেশ এবং বিহারের গঙ্গায় ভাসতে দেখা গিয়েছে অসংখ্য মৃতদেহ। আশঙ্কা, ...বিশদ

03:29:57 PM

পিছিয়ে গেল পরীক্ষা
করোনার জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা। ইউপিএসসি-র প্রিলিমিনারি হওয়ার ...বিশদ

03:17:14 PM