আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
এদিন করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসা কীভাবে করা উচিত, তার একটি আদর্শ নিয়ম প্রকাশ করেছে রাজ্য। রাজ্য জানিয়েছে, বর্তমানে কোভিড আক্রান্তদের ৫.৮ শতাংশ শিশু। সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের তুলনায় করোনা আক্রান্ত শিশুর সংখ্যা অনেকটাই কম। তাও লক্ষণীয় বিষয় হল, হাসপাতালে ভর্তি আক্রান্ত বাচ্চাদের প্রতি পাঁচজনের একজনকে আইসিইউতে পাঠাতে হয় কখনও কখনও।
এদিকে শহরের অন্যতম ঐতিহ্যবাহী হেরিটেজ হোটেল বলে পরিচিত গ্রেট ইস্টার্ন এবার পরিণত হল করোনা চিকিৎসার কেন্দ্রে। রাজ্যের অন্যতম বড় একটি কর্পোরেট হাসপাতাল গোষ্ঠীর তত্ত্বাবধানে এখানে মৃদু উপসর্গ থাকা কোভিড রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। সিঙ্গল এবং ডবল রুম মিলিয়ে এখানে ১৭৫ জন করোনা রোগীর চিকিৎসা করা যাবে। বেনিয়াপুকুর থানা এবং কলকাতা ভিক্টোরিয়ান রাউন্ড টেবিলের উদ্যোগে বেনিয়াপুকুর লাইব্রেরিতে এদিন চালু হল অক্সিজেন পার্লার। বেডের অপেক্ষায় থাকা যেসব করোনা রোগীর অক্সিজেনের মাত্রা ৮৫ থেকে ৯৫ শতাংশ, তাঁরা এখান থেকে অক্সিজেন নিয়ে কিছুক্ষণ স্থিতিশীল থাকতে পারবেন।
বর্তমান সঙ্কটজনক পরিস্থিতিতে অবিলম্বে অনলাইন বৈঠক করে দেশবাসীর স্বার্থে কর্মপন্থা স্থির করা উচিত। একথা জানিয়ে আইনসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রামগোপাল যাদবকে চিঠি লিখেছেন তৃণমূল সাংসদ এবং ওই কমিটির সদস্য ডাঃ শান্তনু সেন।