আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
এই ছবি সম্বন্ধে এখনই খুব বেশি তথ্য জানা যাচ্ছে না। তবে, প্যান ইন্ডিয়া রিলিজের ক্ষেত্রে ক্যাটরিনা যে ছবির ইউএসপি হতে চলেছেন, তা নিয়ে নির্মাতারা নিশ্চিত। অন্যদিকে, বড় বাজেটের এই ছবি ক্যাটরিনার কেরিয়ারের মোড় ঘোরাতে পারে বলেও মনে করছেন অনেকেই। পরিচালক শ্রীরাম রাঘবনের নতুন ছবিতে বিজয় সেতুপতির বিপরীতে ক্যাটরিনার অভিনয় করার কথা। এখন বিজয় দেবারাকোণ্ডার সঙ্গে তিনি শেষপর্যন্ত জুটি বাঁধবেন কি না, তা সময় বলবে।