আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
বলাই বাহুল্য এই ছবি সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে। অনুরাগীরা শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সইফ আলি খান ও করিনা কাপুর খানকে। উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি এই বলিউড অভিনেত্রী তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম দেন। তারপর থেকেই ছেলের ছবি যাতে সোশ্যাল মিডিয়ায় না ছড়িয়ে পড়ে তার জন্য সইফের পরিবারের তরফে কড়া বন্দ্যোবস্ত করা হয়েছিল। অবশ্য, এর আগে একবার করিনা নবজাতকের একটি ছবি পোস্ট করেছিলেন। কিন্তু সেই ছবিতে শিশুর মুখ স্পষ্ট ছিল না। এবারে অবশ্য অনুরাগীদের আর হতাশ করেননি বেবো।