আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
‘রাজ্য সরকারের কাছে আমাদের দাবি, এই চিকিৎসার একটা সর্বোচ্চ খরচ বেঁধে দেওয়া হোক। যে সমস্ত নার্সিংহোম একেবারে সর্বস্বান্ত করে দেওয়ার মতো বিল করেছে, সেগুলি আমরা খতিয়ে দেখছি। বিলের মধ্যে কোনও অসঙ্গতি থাকলে দেখে নিয়ে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে যাব বলে স্থির করেছি,’ বলছিলেন অনিকেত। ইতিমধ্যে বেশ কিছু বিল তাঁদের কাছে জমাও পড়েছে। শুধুমাত্র অনিকেত নন, বাংলা সংস্কৃতি মঞ্চ সহ আরও বেশ কিছু সংস্থা এই ধরনের অসঙ্গতিপূর্ণ বিল সংগ্রহ করছে।