আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
সেই বিষয়টা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন বারাকপুরের বিধায়ক। তিনি সরাসরি সিপিএমের দিকেই আঙুল তুলেছিলেন। সেই থেকেই কি সিপিএমের তরুণ ব্রিগেডের উপর রাজের রাগ? বিরোধী দল বলে কি অন্যদের ভালো কাজকেও ছোট করতে হবে? উঠছে প্রশ্ন।
রাজের ওই বক্তব্যের ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছিলেন, এটি তাঁর অহংবোধের পরিচয়। তিনি আরও বলছেন,' রাজকে আমি যতটুকু চিনি, ওর সঙ্গে আমার তেমন বন্ধুত্ব নেই। যেখানে 'রেড ভলান্টিয়ার'রা সারাদিন এত কাজ করছেন, তাঁদের ব্যাপারে এরকম একটা মন্তব্য অবিবেচকের মতো, অশিক্ষিতের মতো শোনালো।' প্রসঙ্গত রাজ চক্রবর্তীর সঙ্গে 'মীরাক্কেল'-এর একদম শুরুর দিকে কাজ করেছিলেন শ্রীলেখা। 'ওঁকে আমি যতটুকু দেখেছি, ও কিন্তু এরকম ধরনের কথাবার্তা বলত না। ক্ষমতায় আসার পরই কি এই ধরনের কথাবার্তা শুরু হয়ে যায়? বুঝতে পারছি না।' মন্তব্য অভিনেত্রীর।