আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি সমস্যা ধরে ধরে প্রতিদিন সংশ্লিষ্ট রাজ্যে বিদ্যুৎ সচিবদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন বিদ্যুৎ সচিব। যদি কোনও অক্সিজেন প্ল্যান্টে বিদ্যুৎ সংযোগ বজায় রাখতে সামান্য অসুবিধের সৃষ্টি হয়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই সমস্যার সমাধান করা হবে। এই সংক্রান্ত যেকোনও সমস্যার সুরাহায় যে কন্ট্রোল রুম খোলা হচ্ছে, তাও কার্যকর থাকবে দিবারাত্র। রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকেও তৈরি হয়েছে একটি অভ্যন্তরীণ কন্ট্রোল গ্রুপ। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভ্যন্তরীণ কন্ট্রোল গ্রুপ সমস্ত অক্সিজেন প্ল্যান্টের নোডাল অফিসারদের সঙ্গে সমন্বয় রক্ষার কাজ করবে। এবং কোনও সমস্যার সৃষ্টি হলেই দ্রুত তার সমাধান করবে। যাতে দেশের কোথাও বিদ্যুতের অভাবে অক্সিজেন প্ল্যান্টের কাজকর্মে বিঘ্ন না ঘটে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অক্সিজেন প্ল্যান্টগুলিতে যাতে বিদ্যুৎ সংযোগ বজায় থাকে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যগুলির কাছেও। এই ইস্যুতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করতেও পরামর্শ দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ইস্যুতে একপ্রকার নজিরবিহীনভাবে টেকনিক্যাল অডিটও শুরু করেছে মন্ত্রক।