Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

স্বাস্থ্যসাথী, ২ টাকার চাল, কন্যাশ্রী 
কি বিজেপি বন্ধ করে দেবে?
সমৃদ্ধ দত্ত

দেখা যায়, পাড়ার দুর্গাপুজো কমিটির একটি দুটি রীতি কিছু মানুষের পছন্দ নয়। মণ্ডপসজ্জা অথবা দর্শক প্রবেশের অ্যারেঞ্জমেন্ট কিংবা দুপুরের খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে তাঁরা প্রতিবারই প্রতিবাদ করেন এবং প্রকাশ্য সমালোচনাও করেন। সুতরাং, তাঁরা যখন দুর্গাপুজো কমিটির কর্তা হবেন, তখন তো এটা‌ই প্রত্যাশিত যে, সেইসব খারাপ প্রথা ও রীতিগুলো তাঁরা বন্ধ করে দেবেন। নতুন কিছু নিজেদের পছন্দসই নিয়ম চালু করবেন। আমরা যখন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, তখন প্রধান শিক্ষকের চালু করা অনেক বিধিনিয়ম আমাদের পছন্দ নাই হতে পারে। আমি যখন পরীক্ষা দিয়ে কোনও স্কুলের প্রধান শিক্ষক হব, তখন সেই সব প্রথা বন্ধ করে দেব। আলোচনা করে আমার পছন্দসই কিছু নিয়ম হয়তো চালু করব। এটাই স্বাভাবিকতা। সুতরাং আমরা কি ধরেই নিতে পারি, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, ২ টাকায় গরিবদের চাল দেওয়ার মতো নানাবিধ প্রকল্প নিয়ে বিজেপি যখন এতটা‌ই ক্রুদ্ধ, তখন তারা ক্ষমতায় এলে হয়তো এসব বন্ধ করে দেবে। কারণ, তাদের মতে যেসব প্রকল্প জনগণের জন্য সুফল দিচ্ছে না, সমাজে কোনও লাভ হচ্ছে না,  ক্ষমতায় এলে সেগুলি তো বন্ধ করে দেওয়ারই কথা! প্রশ্ন হল, এটা কেন প্রকাশ্যে বলতে পারছে না বিজেপি? 
বিজেপি নেতারা দফায় দফায় বলেছেন, স্বাস্থ্যসাথী হল একটি প্রতারণা। আদতে কেউ চিকিৎসা পাবে না। এটা হল চমক। এর থেকে অনেক ভালো হল কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্প। সুতরাং, আমাদের কাছে বার্তা দেওয়া হচ্ছে যে, বিজেপি সরকার গঠন করলে স্বাস্থ্যসাথী কার্ড বাতিল হয়ে যাবে। চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। অর্থাৎ যে প্রকল্পটি শুধুই দারিদ্র্যসীমার নীচে অবস্থানকারী মানুষের জন্যই প্রযোজ্য। সকলের জন্য নয়। বিজেপির এক মুখপাত্র তৃণমূলের ইস্তাহার প্রকাশের পর সমালোচনা করে বলেছেন, পরবর্তী প্রজন্ম কি ২ টাকার চাল প্রকল্পের দিকেই তাকিয়ে থাকবে? অর্থাৎ ২ টাকার চাল প্রকল্প চলুক এটা বিজেপি পছন্দ করছে না। তাহলে কি তারা ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ করে দেবে? দলের অন্যতম শীর্ষ নেতা বলেছেন, ৫ টাকায় মা ক্যান্টিন চালু করার অর্থ প্রমাণ দেওয়া যে, আজও বাংলায় কত গরিব মানুষ আছেন যাদের এভাবে ৫ টাকায় খাবার দিতে হচ্ছে সরকারকে। অর্থাৎ বাংলা থেকে গরিবি হটাতে ব্যর্থ তৃণমূল সরকার। এই অভিযোগের অর্থ হল, বিজেপি বাংলায় সরকারে এসে এই ক্যান্টিন নিশ্চয়ই বন্ধ করে দেবে? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের তীব্র সমালোচনায় যখন বিজেপি মুখর, তখন বাংলার মানুষ নিশ্চিত হয়ে যাচ্ছে যে, বিজেপি ক্ষমতায় আসার পর এই তাবৎ রাজ্য সরকারের চালু করা প্রকল্পগুলি বন্ধ করে দেবে। এই প্রসঙ্গে অবশ্যই পাল্টা যুক্তি হিসেবে বিজেপি বলবে, না না প্রকল্পটা খারাপ নয়। এই সরকার ঠিকভাবে চালাতে পারছে না। আমরা সেটাই বলছি। সেক্ষেত্রেও বক্তব্য হল, তাহলে এখনও এপর্যন্ত একবারও বলেননি কেন যে, প্রকল্পগুলি ভালো? বিজেপি তো সভা সমাবেশে বারংবার বলেছে, সব প্রকল্পই অর্থহীন ও চটকদারি!  
বাংলায় তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ নেই? সেই ক্ষোভ ভোটযন্ত্রে প্রতিফলিত করতে মানুষ চায় না? অবশ্যই চায়। ১০ বছর একটি সরকার ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ থাকাই তো স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হল, সেই মানুষগুলিকে জানতে হবে তো যে তৃণমূল না হয় খারাপ, কিন্তু যারা বিকল্প তারা ক্ষমতায় এলে কী কী করবে? এখনও পর্যন্ত সেরকম একটিও বিকল্প কর্মসূচির কথা জানা গেল না। বিজেপি, কংগ্রেস, সিপিএম সকলেই বলছে তৃণমূল সরকারের কী কী খারাপ। কিন্তু একবারও এটা শোনা যাচ্ছে না যে, তারা ক্ষমতায় এলে কী কী করবে এসবের পরিবর্তে। তৃণমূল বিরোধী ভোটার জানতে চাইছে বিজেপি ক্ষমতায় এলে কী কী হবে। সবথেকে বেশি কার বলার কথা ছিল এই বিকল্প উন্নয়নের কথা? প্রধানমন্ত্রীর। ব্রিগেডে তিনি সেরকম কিছু বললেন? সাড়ে ৭ কোটি ভোটারের কাছে ‘ভাইপো তাড়াও’ কোনও বুদ্ধিমান ইস্যু হতে পারে? দেশের একজন প্রধানমন্ত্রীর নির্বাচনী মঞ্চে অন্যতম এক স্টার বক্তা পোডিয়ামে দাঁড়িয়ে বলছেন ‘আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি’— এটা কোনও তৃণমূলের বিকল্প স্লোগান হতে পারে? বিজেপি অভিযোগ করছে তৃণমূল নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলার সংস্কৃতি ধ্বংস করেছে এবং বিজেপি আবার বাংলার সংস্কৃতি ফিরিয়ে দেবে। এই প্রতিশ্রুতি দেওয়া বিজেপির সর্ববৃহৎ নেতার উপস্থিতিতে সেই স্টার বক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নাম উল্লেখ করার কিছুক্ষণ পরই বলেন, ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’। এটা কি আরএসএস এবং বিজেপির কট্টরপন্থী বিশুদ্ধবাদীদের কাছে সোনার বাংলার পদধ্বনি? 
সোনার বাংলা ব্যাপারটা ঠিক কী? আমরা তো ‘সোনার উত্তরপ্রদেশ’, ‘সোনার ত্রিপুরা’, ‘সোনার অসম’, ‘সোনার হরিয়ানা’, ‘সোনার মধ্যপ্রদেশ’ বলিও না। শুনিও না।  বিজেপি ক্ষমতায় এলে একটি রাজ্য যদি সোনার হয়ে যায়, তাহলে ২০১৮ সালে ১৫ বছর ক্ষমতায় থাকার পরও কেন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছিল? কেন রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে পুনরায় সরকারে ফিরিয়ে আনল না? কেন বিগত বছরগুলিতে একের পর এক রাজ্যে বিজেপি বিধানসভায় পরাস্ত হচ্ছে? 
সবথেকে বড় যে রহস্য সেটি হল, বাংলার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের চরম ব্যর্থতা। স্বয়ং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে ১৯৫৩ সালে তাঁর জীবনাবসানের পর বিগত ৬৭ বছর ধরে পশ্চিমবঙ্গে শক্তিশালী কিছু নেতা তৈরি করতে ব্যর্থ হল কেন তারা? তার শোচনীয় প্রমাণ পাওয়া যাচ্ছে এবার নির্বাচনে প্রার্থী তালিকায়। আরএসএসের বিভিন্ন রাজ্যের পারফরম্যান্স অতুলনীয়। সেখানে সংঘের শিক্ষা নিয়ে আসা নেতার অভাব নেই। একটি মন্ত্রী পদের জন্য ১০ জন যোগ্য প্রার্থী পাওয়া যায়। রীতি হল, রাজ্যে রাজ্যে আরএসএস নেতা তৈরি করে এবং সঠিক সময়ে বিজেপিকে সাপ্লাই করে। সেই সংঘশিষ্যরা ক্রমেই নিজের যোগ্যতা প্রমাণ করে নেতা হয়ে যান প্রথম সারির। বাংলায় দেখা যাচ্ছে উল্টো নিয়ম। এখানে এত বছরেও কোনও উচ্চমানের সর্বজনগ্রাহ্য একঝাঁক নেতা গড়ে তুলতে পারল না আরএসএস। করলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এত সঙ্কট হতো না। প্রার্থী নিয়ে এত নাজেহাল হতে হয় না। বরং দেখা যাচ্ছে, আরএস নয়, বিজেপিকে সবথেকে বেশি নেতা সাপ্লা‌ই ঩দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বাংলায় বিজেপির কাছে আসল  রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ হিসেবে উঠে এসেছে তৃণমূল! পার্থক্য হল, এই নেতারা তৃণমূলের কাছে গুরুত্বহীন হয়ে গিয়েছিলেন। সেটা তাঁরা নিজেরাই স্বীকার করেছেন। তাঁদের প্রত্যেকের ফেভারিট স্টেটমেন্ট  হল, ‘দলে সম্মান  পাইনি, তাই দলে থেকে কাজ করতে পারছিলাম না।’ সুতরাং এর অর্থ হল, যেসব নেতাকে তৃণমূল গুরুত্ব দেয়নি, তাঁরাই বিজেপির সবথেকে গুরুত্বপূর্ণ নেতায় পর্যবসিত। কতটা নেতৃত্বের অভাব হলে এরকম হতে পারে! মাত্র ২৩ বছরের একটি আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস নিজেদের দল সামলে, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, ভারতীয় জনসংঘের ঐতিহ্য বহন করে আসা ৪১ বছরের পুরনো ভারতীয় জনতা পার্টিকেও নেতা সাপ্লাই করে চলেছে, এটা কী প্রমাণ করে? মমতা বন্দ্যোপাধ্যায় শুধুই ভালো রাজনীতিবিদ নয়, তিনি ভালো সংগঠক ও প্রশিক্ষকও। 
শুধু তাই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে জেতার ফর্মুলাও সাপ্লাই করেছেন। এতদিন দেখা গিয়েছে, তৃণমূলই একমাত্র রাজনীতির সংযোগহীন টালিগঞ্জের তারকাদের প্রার্থী করছে। এবং তাঁরা জয়ী হচ্ছে। যেহেতু ঘরে ঘরে তাঁরা জনপ্রিয় মুখ। এই মডেলও বিজেপি গ্রহণ করেছে বিনা দ্বিধায়। তারাও একই পথে হাঁটছে। তৃণমূলে তৈরি হওয়া নেতারাই আজ বিজেপি নেতা। তৃণমূল নাকি পাগলু ডান্সের পার্টি, এরকমই ব্যঙ্গবিদ্রুপ করা হতো। এখন সিপিএম যেমন টুম্পা ওয়ান, টুম্পা টু গানের পার্টি, তেমনই বিজেপিকেও গ্রাস করেছে এমএলএ ফাটাকেষ্টর সংলাপ! সুতরাং, বাংলার জয়পরাজয় নয়, প্রধানমন্ত্রীর কা঩ছে বরং উদ্বেগের বিষয় হল,  মোদির দলে দিদির প্রভাবই তো বেশি দেখা যাচ্ছে? 
19th  March, 2021
ভোটের হাওয়া বনাম বাস্তব
তন্ময় মল্লিক
 

চক্ষু ও কর্ণের অবস্থান পাশাপাশি হলেও তাদের বোঝাপড়ার বড় অভাব। তাই উভয়ের মধ্যে বিবাদ লেগেই থাকে। পারস্পরিক বিদ্বেষ যুগ যুগ ধরে চলে আসছে। আর ভোটের সময় সেই বিবাদ ওঠে চরমে। বিবাদ যত বাড়ে, মানুষের মন ততই অস্থির হয়।   বিশদ

সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ও
মহামান্য আদালতের সাম্প্রতিক রায় 
কান্তি গাঙ্গুলী

গত ১৬ মার্চ ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস নিয়ে এক নজিরবিহীন রায় দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে এক ডিভিশন বেঞ্চ। ঘোষিত রায় অনুযায়ী—সংরক্ষিত অরণ্য অঞ্চলের কোনও প্রকার ক্ষতিসাধন হয়, এমন কোনও ধরনের কাজ করা যাবে না এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত অরণ্য অঞ্চল ও সংরক্ষিত বিশেষ ম্যানগ্রোভ অঞ্চল রক্ষার ক্ষেত্রে সামগ্রিক নীতি গ্রহণ করতে হবে।  
বিশদ

জঙ্গলমহলের হাসি যেন না মোছে!
মৃণালকান্তি দাস

দু’টাকা কেজি চাল পাচ্ছেন? পরিবারের স্কুল পড়ুয়ারা সবুজসাথীর সাইকেল পেয়েছে? আর সরকারি প্রকল্পে বাড়ি? জঙ্গলমহলের দোরে দোরে এসব প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলেন সিভিক ভলান্টিয়াররা। খুঁটিনাটি তথ্য লিখে নিয়েছিলেন। রাজ্য সরকারের খাদ্য প্রকল্পের কতটা পৌঁছেছে সাধারণ মানুষের কাছে? বিশদ

26th  March, 2021
বাংলার মানুষকে এবার
সঠিক সিদ্ধান্ত নিতে হবে
জহর সরকার

বাংলার ইতিহাসে কোনওদিন এরকম পরিস্থিতির উদ্ভব হয়নি যেখানে একটি দলের সম্পূর্ণ নির্বাচনী প্রচার স্বয়ং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র  মন্ত্রী পরিচালনা করছেন এবং সিবিআই আর ইডি যাঁদের বিশেষ অস্ত্র। বাংলার বিজেপির এত নেতা থাকতেও কাউকে তাঁরা অধিনায়কত্বের উপযুক্ত খুঁজে পাচ্ছেন না। বিশদ

25th  March, 2021
মরণঝাঁপের জন্য তৈরি
তো? যে প্রশ্নটি গোপন
হারাধন চৌধুরী

বাংলায় স্বচ্ছতার পাঠ চালু করার আগে পিএম কেয়ার্স ঘিরে ওঠা গুরুতর প্রশ্নগুলিরও জবাব দিন মোদি।  জবাব যতদিন না মিলবে ততদিন রাজনৈতিক প্রতারণায় নবতম সংযোজন হিসেবেই গণ্য হবে ৬৮ পাতার এই গাঁজাখুরি সংকল্পপত্রটি। বিশদ

24th  March, 2021
দায় শুধু নেত্রীর নয়, কর্মীদেরও
শান্তনু দত্তগুপ্ত

কে সেই ‘আসল’ উপরতলা? এটাই লাখ টাকার প্রশ্ন। আধাসেনায় ছেয়ে যাচ্ছে ভোট-জেলাগুলি। প্রথম দফায় ৩০টা আসনে ভোট, তাতে কি লাখ খানেক জওয়ান থাকবে? কেন্দ্রীয় সরকার কী প্রমাণ করতে চাইছে, বাংলা যুদ্ধক্ষেত্র? বিশদ

23rd  March, 2021
জোট হল সহযোগিতার রাজনীতি
পি চিদম্বরম

একসময় একটা বলিষ্ঠ আইডিয়া বা মতাদর্শ বিভিন্ন রাজ্য, ভাষা, ধর্মবিশ্বাস ও বর্ণের মানুষকে এবং আর্থিকভাবে বিভক্ত নানা শ্রেণিকে ঐক্যবদ্ধ করেছিল। এরকম এক একটা বেসিক আইডিয়া বা মতাদর্শের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছিল। বিশদ

22nd  March, 2021
বিজেপি’র অনাচার থেকে
বাংলাকে বাঁচাতেই হবে
হিমাংশু সিংহ

একটা সামান্য তালিকা প্রকাশকে কেন্দ্র করে গেরুয়া শিবিরেই যেভাবে ব্যাপক গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তাতে আর ভরসা রাখা যাচ্ছে না। অর্থ আর ক্ষমতার লোভ দেখিয়ে দল ভাঙানোর সীমাহীন অন্যায় এবার ব্যুমেরাং হয়ে ফিরে আসছে বহিরাগত বর্গী, মেনন, দেওধরদের দিকেই। বিশদ

21st  March, 2021
শেষ পর্যন্ত কি খুলে গেল
ডাস্টবিনের ঢাকনা
তন্ময় মল্লিক

প্রার্থী নিয়েই যদি অগ্নিগর্ভ পরিস্থিতি হয়, তাহলে জিতলে কী হবে? সেটা বুঝেই ‘বিজেপির চাণক্য’ গভীর রাত পর্যন্ত বৈঠক করেছেন। তাতেও সূত্র না মেলায় বাংলার নেতাদের দিল্লিতে তলব করেছেন। যে কোনও মূল্যে বিক্ষোভ সামাল দিতে চাইছেন। কিন্তু এ তো জয়নগরের মোয়া নয়, যে চাইলেই পাবে। প্রার্থী নিয়ে বিজেপির এখন শাঁখের করাতের অবস্থা। বিশদ

20th  March, 2021
ব্যাঙ্ক, বিমা বেসরকারি হলে ক্ষতিগ্রস্ত হবে
সাধারণ মানুষ, বিপুল মুনাফা লুটবে কর্পোরেট
সঞ্জয় মুখোপাধ্যায়

এদেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ হলে চরম ক্ষতিগ্রস্ত হবে কোটি কোটি ছোট কৃষক, ছোট ব্যবসাদার, অল্প পুঁজির কারখানার মালিক, যাদের জন্য প্রত্যন্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শাখা চালু রয়েছে, ঋণ দিচ্ছে গ্রামে ছোট শহরে। এই শ্রেণি হারিয়ে যাবে আর্থিক উন্নয়নের মানচিত্র থেকে। বিশদ

18th  March, 2021
টিকিট-কোন্দলে গেরুয়া
শিবিরে নরক গুলজার
সন্দীপন বিশ্বাস

সবকিছু দেখে মোদি-শাহ জুটি এখন বেশ ভালোভাবেই বুঝতে পারছেন, যে জুমলার জোরে অন্য রাজ্যে সরকার গড়া যায়, সেই একই জুমলায় পশ্চিমবঙ্গে কাজ হবে না। তাঁদের সব জুমলাবাজি রাজ্যের মানুষের কাছে ধরা পড়ে গিয়েছে। বিশদ

17th  March, 2021
বিশ্বাসযোগ্যতার দাঁড়িপাল্লায় ভোট রাজনীতি
শান্তনু দত্তগুপ্ত

কিছু মনে কোরো না বাবা, ভোটটা এবার তোমাদের দিতে পারব না। এখানে যে মমতা দাঁড়িয়েছে! অনেক করেছে মেয়েটা আমাদের জন্য। যদি ও না দাঁড়াত... অন্যরকম ছিল। বিশদ

16th  March, 2021
একনজরে
বছর ঘুরে ফের বিশ্বের দুয়ারে করোনা-কম্পন শুরু। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ব্রাজিলে। চড়চড় করে বাড়ছে সংক্রমণ। একদিনে লক্ষ পেরিয়েছে আক্রান্তের সংখ্যা। আর করোনার ঠেলায় ফের কাঠগড়ায় প্রেসিডেন্ট জে বলসোনারো। ...

একটা সময় জঙ্গলমহলের বাসিন্দাদের মধ্যে মহুয়া খাওয়ার প্রবণতা দেখা যেত। তবে কোনও সময়েই ওই নেশা এখানকার মানুষের উপর চেপে বসতে পারেনি। কিন্তু, এখন শুধু মহুয়া ...

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকালেই ৭৫ বছরের কোবিন্দ বুকে ব্যথা অনুভব করেন। তারপরই দিল্লির সেনা হাসপাতালে নিয়মমাফিক চেকআপে যান।  ...

বড় জয় দিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করল ইংল্যান্ড। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১০তম স্থানে থাকা সান মারিনোকে পাঁচ গোলের মালা পরাল গ্যারেথ সাউথগেটের দল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব থিয়েটার দিবস
১৮৪৫- এক্স-রশ্মির আবিষ্কারক ইউলিয়াম রন্টজেনের জন্ম
১৮৯৮- লেখক ও দার্শনিক সৈয়দ আহমেদ খানের মৃত্যু
১৯৬৬ - বিশিষ্ট শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের মৃত্যু
১৯৬৮- বিমান দুর্ঘটনায় মৃত্যু রুশ মহাকাশচারী ইউরি গ্যাগারিনের  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৭২ টাকা ৭৩.৪৩ টাকা
পাউন্ড ৯৮.১৫ টাকা ১০১.৬৩ টাকা
ইউরো ৮৩.৯৫ টাকা ৮৭.০৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৩,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ চৈত্র ১৪২৭, শনিবার, ২৭ মার্চ ২০২১। ত্রয়োদশী ১/২৫ প্রাতঃ ৬/১২ পরে চতুর্দ্দশী ৫৪/৩৩ রাত্রি ৩/২৭। পূর্বফাল্গুনী নক্ষত্র ৩৫/৩৪ রাত্রি ৭/৫২। সূর্যোদয় ৫/৩৮/৩, সূর্যাস্ত ৫/৪৬/২১। অমৃতযোগ দিবা ৯/৪০ গতে ১২/৫৫ মধ্যে, রাত্রি ৮/৮ গতে ১০/৩১ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩৯ মধ্যে পুনঃ ২/২৬ গতে ৪/১ মধ্যে। বারবেলা ৭/৯ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪৪ মধ্যে পুনঃ ৪/১৫ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/১৪ মধ্যে পুনঃ ৪/৮ গতে উদয়াবধি।  
১৩ চৈত্র ১৪২৭, শনিবার, ২৭ মার্চ ২০২১। চতুর্দ্দশী রাত্রি ২/৪৫। পূর্বফাল্গুনী নক্ষত্র রাত্রি ৬/৫৮। সূর্যোদয় ৫/৪০, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ দিবা ৯/৩৫ গতে ১২/৫৩ মধ্যে এবং রাত্রি ৮/১০ গতে ১০/২৯ মধ্যে ও ১২/২ গতে ১/৩৫ মধ্যে ও ২/২১ গতে ৩/৫৪ মধ্যে। কালবেলা ৭/১১ মধ্যে ও ১/১৪ গতে ২/৪৫ মধ্যে ও ৪/১৬ গতে ৫/৪৭ মধ্যে। কালরাত্রি ৭/১৬ মধ্যে ও ৪/১১ গতে ৫/৩৯ মধ্যে। 
১২ শাবান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিকাল ৫টা পর্যন্ত বাংলার কোথায় কত ভোট
আজ প্রথম দফার বিধানসভা নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত বাঁকুড়ায় ৮০.০৩ ...বিশদ

05:48:16 PM

বিকাল ৫টা পর্যন্ত কত ভোট পড়ল
আজ প্রথম দফার নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৩০টি আসনে ...বিশদ

05:42:11 PM

প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে বলায় আত্মহত্যার হুমকি বিজেপি নেতার 
বিজেপি প্রার্থী হওয়ার পর সরে দাঁড়াতে বলায় আত্মহত্যার হুমকি। ঘটনাটি ...বিশদ

04:40:00 PM

নির্বাচন কমিশনে ২০৬টি অভিযোগ জমা পড়ল 
নির্বাচন কমিশনে ২০৬টি অভিযোগ জমা পড়ল। পূর্ব মেদিনীপুর থেকে বেশি ...বিশদ

04:28:23 PM

পুরুলিয়ায় বেলা ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৩১ শতাংশ

03:57:13 PM

বেলা ৩টে পর্যন্ত ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল ৭০.১৭ শতাংশ 

03:57:09 PM