সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
খুব নিশ্চিন্ত মনে, নির্ভাবনাতে, সঙ্ঘের উপর নির্ভর করিয়া তাঁহার আদেশ, উপদেশ ও নির্দ্দেশানুসারে চলিতে থাক, তবেই খুব শীঘ্র তোমাদের ভিতরের সমস্ত ভাবের বিকাশ-প্রকাশ হইবে। এমন দিন তোমাদের সঙ্ঘের খুব শীঘ্রই আসিতেছে যখন শত সহস্র লোক এই সঙ্ঘের সংস্পর্শে আসিয়া জীবন-জনমের উদ্দেশ্য লাভে সফলমনোরথ হইবে।
রোগপীড়ায় অনেক সময় মনকে বিব্রত করিয়া ফেলিতে চেষ্টা করিবে; তখন বিশেষ বিচার করিয়া চলিবে। মানুষের ভিতর অনেক সময়ে অনেক প্রকার দুর্ব্বলতা আসিয়া থাকে। এরূপ দুর্ব্বলতা আসা মানুষের পক্ষে অস্বাভাবিক নয়। সর্ব্বনিয়ন্তা স্বয়ং তোমাদের সঙ্ঘের পরিচালন ভার স্বহস্তে গ্রহণ করিয়াছেন; সেখানে কেহ চালাকি, চাতুরী করিয়া সঙ্ঘকে কলুষিত করিতে চেষ্টা করিলে বিফলমনোরথ হইবে। এ সঙ্ঘ—কোন আশ্রম, মঠ, অফিস বা রিলিফ সেণ্টার নয়। এখানে ঠিক ঠিক বিবেক-বৈরাগ্যবান্ মোক্ষার্থী ভিন্ন কেহ ধৈর্য্য ধরিয়া থাকিতে পারিবে না। যেখানে রিপু ও ইন্দ্রিয়ের উপরে কোনরূপ আধিপত্য ও সংযমশক্তির প্রভাব নাই—সেখানে কোনরূপ ধর্ম্মের প্রভাব থাকিতে পারে না। ত্যাগী সন্ন্যাসী সব সহ্য করিতে পারে, কিন্তু সত্যের দোহাই দিয়া অসত্যকে প্রশ্রয় দেওয়া, ধর্ম্মের দোহাই দিয়া পাপকে প্রশ্রয় দেওয়া—কোন ক্রমেই সহ্য করিতে পারে না। তুমি গিয়া ওখানে কিছুদিন থাকিলে হয়তো ওখানকার আবহাওয়ার পরিবর্ত্তন হইবে।