পরিবারের সদস্যদের পারস্পরিক মতান্তর, কলহে মনে হতাশা। কাজকর্ম ভালো হবে। আয় বাড়বে। ... বিশদ
দেশে বেকার কত? সিএমআইই-র তথ্য অনুসারে, গত জানুয়ারিতে দেশে বেকারত্বের হার ছিল ৬.৮ শতাংশ। এর মধ্যে আবার যুব সম্প্রদায়ের অনুপাত বেড়ে হয়েছে ৮৩ শতাংশ। আইএলও এবং আইএইচডি-র যৌথ সমীক্ষায় প্রকাশ, দেশে শিক্ষিত বেকারদের সংখ্যা বেড়েই চলেছে। ২০০০ সালে এই অনুপাত ছিল ৫৪.২ শতাংশ। ২০২২-এ তা বেড়ে হয়েছে ৬৫.৭ শতাংশ। এর মধ্যে শিক্ষিত যুবক ৭৬.৭ শতাংশ এবং শিক্ষিত যুবতী ৬২.২ শতাংশ। বেকারত্বের হারের পাশাপাশি কর্মক্ষেত্র থেকে মহিলাদের হারিয়ে যাওয়ার ছবিও উঠে এসেছে রিপোর্টে। এও দেখা গিয়েছে, দেশের কর্মী বাহিনীর ৯০ শতাংশ এই মুহূর্তে অস্থায়ী এবং অসংগঠিত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত। এই তথ্য বুঝিয়ে দিচ্ছে, দেশে কর্মসংস্থান এক নিদারুণ ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে! কেন্দ্রের বহু সরকারি দপ্তরে নতুন পদ তৈরি হওয়া তো দূরঅস্ত, ঠিকমতো হচ্ছে না শূন্যপদে নিয়োগও। এমনকী অবলুপ্ত পদের সংখ্যা বাড়ছে! দুটি অর্থবর্ষে নর্দার্ন রেলেই নাকি অবলুপ্ত হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার পদ। তাই সারা দেশে কী অবস্থা তা সহজেই অনুমেয়।
আসলে মোদি জমানায় চাকরি পাওয়াটা লটারি জেতার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ২০২২-এ কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছিল, মোদি জমানার আট বছরে মাত্র ৭.২২ লক্ষ সরকারি চাকরি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ‘রোজগার মেলার’ মাধ্যমে মোট বারো দফায় আরও ৮ লক্ষ সরকারি চাকরি। চাকরির বাজার কতটা কঠিন তার একটা জ্বলন্ত উদাহরণ হল, সরকারি পরিসংখ্যান বলছে ২০২১-২২ সালে ইউপিএসসি মোট ১৬টি চাকরির পরীক্ষা নেয়। তাতে বিভিন্ন পদে চাকরি পান মাত্র ৩ হাজার ৫৫৯ জন। কিন্তু এই সাড়ে তিন হাজার পদে চাকরির জন্য দরখাস্ত করেছিলেন ২৯ লক্ষ ৯১ হাজারের বেশি যুবক-যুবতী। অর্থাৎ একটি পদের জন্য আবেদনকারী ছিলেন ৮৪০ জন। আবার, আট বছরে যে ৭.২২ লক্ষ জন সরকারি চাকরি পেয়েছেন তার জন্য আবেদন জমা পড়েছিল ২২ কোটি। পরিস্থিতিটা যে ভয়াবহ, মোদির যাবতীয় কর্মসংস্থানের প্রতিশ্রুতি যে ভোটের বাজারে ব্যুমেরাং হয়েছে তা আরএসএস নেতৃত্ব থেকে এনডিএ শরিকদের কারও কারও বিস্ফোরক প্রতিক্রিয়াতেই স্পষ্ট। এই কারণেই নজর ঘোরাতে এবার মন্ত্রক পিছু চাকরির কোটা বেঁধে দেওয়ার কথা শোনা যাচ্ছে। এতে স্বপ্ন দেখার কথা ছিল, কিন্তু তার বদলে আরও একটা ধাপ্পাবাজির আশঙ্কা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর হয়তো ভেবে দেখার সময় এসেছে দেশের মেরুদণ্ড যুবসমাজের কাছে কী ভাবমূর্তি তৈরি করেছেন তিনি!