Bartaman Patrika
সম্পাদকীয়
 

টিকার অধিকার

স্বস্তির খবর এল ৬১ দিন পর। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, তার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। ওই সময়ের ভিতরে আক্রান্তের সংখ্যাটা হ্রাস পেয়েছে ৩০ হাজারের বেশি। আরও স্বস্তির খবর—দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আমেদাবাদ, জয়পুর প্রভৃতি দশটি মহানগরে করোনার দৌরাত্ম্য আপাতত কমেছে। এই স্বস্তি দীর্ঘস্থায়ী হলে ভারতবাসীর চেয়ে খুশি আর কেউ হতো না। কারণ করোনার দ্বিতীয় ঢেউ যাকে বলে বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। টানা ১৪-১৫ মাসের অভিজ্ঞতা বলছে, এই স্বস্তি নিতান্তই সাময়িক। শুধুমাত্র কয়েকটি মহানগরীর ছবি দেখে আত্মসন্তুষ্টি অনুচিত। বরং মাথায় রাখতে হবে, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, পাঞ্জাব, পশ্চিমবঙ্গসহ ১৬টি রাজ্যের করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। দেশবাসীর মন ভারাক্রান্ত করে রেখেছে কয়েকটি রাজ্যে অকালমৃত্যুর মিছিল। শ্মশানে-কবরে মৃতদেহের ‘ঠাঁই নাই, ঠাঁই নাই’ ছবি। গঙ্গা-যমুনার স্রোতে একগাদা বেওয়ারিশ লাশের ভেসে যাওয়া। অধ্যাপক-কর্মী মিলিয়ে শুধু একটি বিশ্ববিদ্যালয়েরই ৪৪ জনের মৃত্যু। অক্সিজেনের অভাবে মৃত্যুরও বিরাম নেই। মঙ্গলবার ভোরে গোয়ার একটি হাসপাতালে ২৬ জন মারা গিয়েছেন। অন্যদিকে, অক্সিজেন সংগ্রহে বিলম্বের কারণে ১১ জনের প্রাণ গিয়েছে অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালে। বেডের হাহাকার এখনও দেশের প্রায় সর্বত্র। 
তাই বিশেষ সতর্ক পদক্ষেপই করতে হবে ভারতকে। গুরুত্ব দিতে হবে দেশের বিশেষজ্ঞ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শকে। বিদেশি মিডিয়ার হুঁশিয়ারিকেও উপেক্ষা করা হবে মূর্খামি। বিশেষ করে ইন্টারন্যাশনাল মেডিক্যাল জার্নাল এবং সায়েন্স ম্যাগাজিনগুলির প্রতিপাদ্যকে গ্রহণ করতে হবে খোলা মনে। সংক্রমণের প্রথম পর্বে আমরা যখন আত্মতুষ্ট—ভাবছি, করোনার বিপদ ভারতের জন্য অন্যদের মতো বড় নয়—তাঁরা কিন্তু সতর্কই করেছিলেন। বলেছিলেন, অচিরেই দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে। এবার বিশেষভাবে সতর্ক করেছে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের এই ইন্ডিপেন্ডেন্ট গ্লোবাল হেলথ রিসার্চ সেন্টারের সমীক্ষায় প্রকাশ, আগামী ১ আগস্ট নাগাদ ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াবে অন্তত ১০ লক্ষ। অন্য একাধিক দায়িত্বশীল সংস্থা এবং বিশেষজ্ঞ আরও আশঙ্কা প্রকাশ করেছেন, ভারত এখনই সতর্ক না-হলে করোনার তৃতীয়, এমনকী চতুর্থ বা পঞ্চম ঢেউ আছড়ে পড়াও রোধ করা সম্ভব হবে না।
সেক্ষেত্রে দেশজুড়ে দ্রুত টিকাকরণের বিকল্প নেই। ভারতে টিকাকরণের সূচনা হয় ১৬ জুন। ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে শুরুতে অনেকের মধ্যে দ্বিধা, অনীহা, সর্বোপরি ভয়ও ছিল। এই দলে ডাক্তারসহ মেডিক্যাল প্রফেশনের কিছু মানুষও ছিলেন। ফলে, প্রথম দিকে ভ্যাকসিনের চাহিদা বেশি ছিল না। এমনকী, বেশকিছু জায়গায় ভ্যাকসিনের ডোজ অস্বাভাবিক হারে নষ্ট হয়েছে। কোথাও ৪ শতাংশ তো কোথায় ৯ শতাংশ, ১৮ শতাংশ, এমনকী ২৪ শতাংশ! এর দায় সরকারও অস্বীকার করতে পারে না। ভারতের একটা বড় অংশের মানুষ এখনও নিরক্ষর। প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ যাঁদের হয়েছে তাঁদেরও একটা বড় অংশের মধ্যে বিজ্ঞানচেতনা দুর্বল। এছাড়া আছে সঙ্কীর্ণ রাজনীতির নষ্টামি। সব মিলিয়ে কুসংস্কারের শিকড় ভারতে এখনও বেশ গভীরে। এমন পরিবেশে টিকাকরণের আবশ্যকতা নিয়ে যে-ধরনের প্রচারাভিযান প্রয়োজন ছিল, তাতে ছিল বিরাট ঘাটতি। কিন্তু মৃত্যুভয় বড় জিনিস। বিরামহীন মৃত্যুর মিছিল দেখে অল্পদিনেই মানুষের সংবিৎ ফিরেছে। টিকা নিতে এখন প্রায় সকলেই রাজি। শুধু রাজিই নয়, মানুষ হন্যে হয়েই ঘুরছেন হাসপাতালে হাসপাতালে। রাত জেগে লাইন দিচ্ছেন। অতি বৃদ্ধরাও রয়েছেন ওই দলে। দুর্ভাগ্য এই যে, তার পরেও অনেকে বাড়ি ফিরছেন টিকা না পেয়েই। সেকেন্ড ডোজ পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে সারা দেশে। টিকার জোগান নিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে গিয়েছে কেন্দ্র ও রাজ্যগুলি। শুরু করেও অনেক জায়গায় বন্ধ করে দিতে হয়েছে ১৮-৪৪ বর্ষীয়দের টিকাদান। বিশেষজ্ঞরা বলছেন, করোনা রুখতে হার্ড ইমিউিনিটি তৈরি জরুরি। আর সেটা করতে হবে দ্রুত টিকাকরণের মাধ্যমে। ভারতের জনসংখ্যা ১৩৫ কোটি ধরলে ৯৪-৯৫ কোটি মানুষকে ভ্যাকসিন দিতেই হবে। কিন্তু এখনও পর্যন্ত সাড়ে ১৭ কোটি ডোজও দেওয়া সম্ভব হয়নি। অর্থাৎ প্রত্যেকের দু’টি ডোজ হিসেবে ৯ কোটি নাগরিকের টিকাকরণও এখনও সম্পূর্ণ হয়নি। তাই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা, এই গতিতে চললে হার্ড ইমিউনিটিতে পৌঁছতে ভারতের লাগবে সাড়ে তিনবছর! ভোল বদলাচ্ছে, ভাইরাস। প্রতি ১০০ জন ভারতীয়ের মধ্যে ২১ জন সংক্রমণের শিকার হচ্ছেন। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে টিকাকরণের লজ্জার বাস্তবটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বলতেই হবে, ভ্যাকসিনের সর্ববৃহৎ উৎপাদক দেশ ভারতের মানুষের এই হেনস্তা, এই দুর্ভাগ্য প্রাপ্য নয়। বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের কথা এখনও শুনুন, শোনা প্র্যাকটিস করুন ভারতেশ্বর নরেন্দ্র মোদি। এটা আপনাকে শুনতেই হবে। কার্যকরী পদক্ষেপ করতে হবে। ভারতবাসীকে আপনি করুণা করবেন এমনটা নয়, এটা ভারতবাসীর অর্জিত অধিকার। 
অদক্ষতা, অবিদ্যার প্রদর্শনী 

ভারতে করোনা সংক্রমণের গ্রাফ লাগাতার ঊর্ধ্বমুখী। সেকেন্ড ওয়েভ সামাল দিতে হিমশিম খাচ্ছে। দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ থেকে ৪ লক্ষের মধ্যে থাকছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। বিশদ

12th  May, 2021
সাফাইয়ের দীর্ঘ ফিরিস্তি!

এক বিচিত্র সরকার চলছে কেন্দ্রে। এটা এখন জলের মতো পরিষ্কার যে করোনা মোকাবিলায় ল্যাজে-গোবরে হয়ে মোদি সরকারের নাক কাটা গিয়েছে। পাড়ার মুদি দোকান থেকে সুপ্রিম কোর্ট—প্রতিদিন সর্বত্র ধিকৃত ও ধস্ত হতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। বিশদ

11th  May, 2021
প্রতিবাদ নয়, দায়িত্বপালনই পথ

রবিবারের কাগজে প্রকাশিত কয়েকটি খবরে চোখ রাখা যায়। (এক) কোভিডে মৃত মানুষের সৎকারে নজির গড়লেন দিল্লি পুলিসের এক অফিসার। তাঁর তদারকিতে দিল্লির একটি শ্মশানে মাত্র ২২ দিনে দাহ করা হল এগারোশো দেহ। অর্থাৎ দৈনিক ৫০টি মৃতদেহের সৎকারের ব্যবস্থা তাঁকে করতে হয়েছে। বিশদ

10th  May, 2021
অধিকার, অগ্রাধিকার

অধিকার আসলে কী? জীবনধারণের ন্যূনতম চাহিদা মেটাতে সকলের জন্য অন্ন-বস্ত্র-বাসস্থান-পানীয় জলের ব্যবস্থা করবে রাষ্ট্র। প্রাথমিক শিক্ষার আলো পৌঁছে যাবে দেশের প্রতিটি কোণে ঘরে ঘরে। সংবিধানই মৌলিক অধিকারের কথা বলেছে। বিশদ

09th  May, 2021
করুণাই বরাদ্দ থাক

থাপ্পড়টা গালে পড়েছে সজোরে। মার্চ-এপ্রিলের ভোটপর্বে গোটা দল ও রাষ্ট্রযন্ত্রকে বঙ্গে উড়িয়ে এনে মোদি-শাহরা ২০০ আসনে জেতার খোয়াব দেখিয়েছিলেন। রাজ্যের মানুষ তাঁদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করায় ভাবা গিয়েছিল, গণতন্ত্রের সাধারণ নিয়মে এই পরাজয়কে মেনে নিয়ে দিল্লীশ্বররা বুঝি শিষ্টাচার দেখাবেন। বিশদ

08th  May, 2021
ন্যাশনাল ইমার্জেন্সি

মানুষের দ্বারা বিজেপিকে প্রত্যাখ্যানের পালা অব্যাহত। ত্রিস্তর পঞ্চায়েত, পুরসভা, পুর কর্পোরেশন, আদিবাসী অধ্যুষিত স্বশাসিত জেলা পরিষদ, বিধানসভা প্রভৃতি প্রায় সব ধরনের ভোটে। নরেন্দ্র মোদির পার্টি প্রত্যাখ্যাত হয়েছে দেশের পূর্ব, উত্তর-পূর্ব, পশ্চিম, দক্ষিণ, এমনকী উত্তরাঞ্চলের গেরুয়া গড়েও। বিশদ

07th  May, 2021
বিজেপিকে প্রত্যাখ্যানের ধারা

ফেব্রুয়ারির মাঝামাঝি পাঞ্জাবের পুরভোটে গোহারা হয়েছে বিজেপি। এই ভোটে মোদি সরকারের নতুন কৃষি আইনগুলি বাতিলের দাবিতে কৃষক আন্দোলনের ছাপটা স্পষ্টভাবে ধরা পড়েছে। হিমাচল প্রদেশে ক্ষমতাসীন বিজেপি।
বিশদ

06th  May, 2021
ফাঁকা ভাষণের দিন শেষ

মঙ্গলবারের কাগজে প্রকাশিত খবর বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন এবং মারা গিয়েছেন ৩ হাজার ৪১৭ জন। সংক্রমণের হার সামান্য কমেছে বলেও সরকারি তথ্যের দাবি। কিন্তু এখানে একাধিক প্রশ্ন রয়ে যায়: (এক) প্রয়োজনীয় সংখ্যক নাগরিকের পরীক্ষা করা হচ্ছে কি? বিশদ

05th  May, 2021
‘সুনার’ নয়, সোনার বাংলা 

রবিবার কয়েক ঘণ্টার বৈশাখী ঝড়। তাতেই পদ্মের পাপড়ি খসে বেসামাল হয়ে পড়ল বিজেপি। আর ইতিহাস তৈরি করে কোমায় চলে গেল বাম-কংগ্রেস। লড়াইটা ছিল সোনার বাংলা বনাম ‘সুনার’ বাংলা তৈরির।  
বিশদ

04th  May, 2021
এবার অগ্রাধিকার

তেত্রিশ দিন। আট দফা। সব মিলিয়ে এক নজিরবিহীন অলস ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয় ২৯ এপ্রিল। তার পর প্রতীক্ষা গিয়েছে আরও দু’দিনের। অবশেষে এল সেই বহু কাঙ্ক্ষিত ২ মে। রবিবার শেষ হল ভোটগণনা। জলের মতোই পরিষ্কার হয়ে গিয়েছে কাদের দখলে যাচ্ছে নবান্ন। বিশদ

03rd  May, 2021
কাউন্টডাউন শুরু

ভোটগ্রহণ শেষ। অঙ্ক কষা শুরু। সহজ পাটিগণিতের নিয়মে এই অঙ্ক মিলিয়ে দিতে পারলেই ল্যাটা চুকে যেত। কিন্তু ভোট রাজনীতিতে অঙ্ক শাস্ত্রের জটিল নিয়ম চলে। সেই অঙ্ক মেলাতে বাঘা বাঘা বিশারদ ও পোড়খাওয়া রাজনীতিককে দিশেহারা হয়ে পড়তে দেখা গিয়েছে বারবার। বিশদ

01st  May, 2021
বৃদ্ধির পথের কাঁটা

করোনা সংক্রমণের গ্রাফ এখনও জেদি। এখনও ঊর্ধ্বমুখী। দেশজুড়ে বেড়ে চলছে সংক্রামিতের সংখ্যা। বেলাগাম মৃত্যুমিছিল গড়ে দিচ্ছে শোকের আবহ। দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ের সাক্ষী। রীতিমতো টলোমলো। বিশদ

30th  April, 2021
নেহাত রাজনৈতিক স্লোগান

এক ভারত শ্রেষ্ঠ ভারত। এই স্লোগান নরেন্দ্র মোদির। তিনি প্রধানমন্ত্রী হওয়ার কয়েক মাস পরেই এই মন্ত্রে বিচিত্র বৈশিষ্ট্যের ভারতকে একসূত্রে গাঁথার শপথ নিয়েছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ হিসেবে উদযাপন করে তাঁর সরকার। বিশদ

29th  April, 2021
আত্মসমীক্ষা করুক কমিশন

কোভিডের এই ভয়াবহ পরিস্থিতির জন্য একমাত্র দায়ী ভারতের নির্বাচন কমিশন। এই মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের। এটাই সাধারণ মানুষের উপলব্ধি। তারা এই উপসংহারে উপনীত হয়েছে আগেই। দেশবাসী নানাভাবে তাদের মনোভাব ব্যক্তও করে চলেছে। বিশদ

28th  April, 2021
শুধুই ঢক্কানিনাদ

যন্ত্রণাক্লিষ্ট মানুষের ভাষণ শুনতে ভালো লাগে না। অথচ রাজধর্ম পালনে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাণী বিতরণে তাঁর পারদর্শিতা দেখিয়েই চলেছেন! সারা দেশ যখন অক্সিজেনের সঙ্কটে ধুঁকছে তখন তিনি শীতঘুম থেকে উঠে বলছেন ‘গোটা দেশে অক্সিজেন উৎপাদক ৫৫১টি প্লান্ট গড়ে তোলা হবে’। বিশদ

27th  April, 2021
সবার করুণার পাত্র 

ভারতবাসীর সবচেয়ে বড় কষ্ট ছিল পরাধীনতা। ইংরেজের শোষণের যন্ত্রণা সয়েছে দু’শো বছর। ভারতবাসীর আক্ষেপ, বিপুল সম্পদের অধিকারী হয়েও ভারত এগতে পারেনি শুধু এই জন্যে। চার্চিলকে ভারতবাসী ক্ষমা করবে না কোনওদিন। বিশেষ করে বাংলার মানুষ। 
বিশদ

26th  April, 2021
একনজরে
বাড়ির উঠোনে বেড়া দিয়ে ঘেরা ছোট্ট ঘর। সেখানে রান্না করছিলেন গৃহবধূ দীপালি সর্দার। পাশের মাটির ঘরের নিকনো বারান্দায় রাখা ফোন হঠাৎই বেজে উঠল। রান্না ফেলে ...

দলের নির্দেশে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দিলেন বনশ্রী খাঁড়া। তিনি সম্পর্কে রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মা। বিধানসভা ভোটে বনশ্রীদেবী তৃণমূলের হয়ে সেভাবে প্রচারে নামেননি বলে দলীয় নেতৃত্বের অভিযোগ। সেজন্য তাঁকে অবিলম্বে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছিল দল। ...

বিতর্ক যতই থাকুক, করোনা মোকাবিলায় কেন্দ্রের অন্যতম ভরসার জায়গা বিদেশি সাহায্য। বুধবার তা আরও একবার স্পষ্ট  করে জানাল মোদি সরকার। করোনায় সহায়তার জন্য এদিন সেই দেশগুলির ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্র। বলা হয়েছে, এর ফলে করোনার বিরুদ্ধে লড়াই আরও সহজ হবে। ...

শিলিগুড়িতে ফের ভাঙন ধরল বামফ্রন্টে। বিধানসভা ভোটে অশোক ভট্টাচার্যের ভরাডুবির দু’সপ্তাহের মধ্যে বুধবার বামফ্রন্ট ত্যাগ করলেন দুই নেতা। তাঁরা হলেন আরএসপির রামভজন মাহাত ও সিপিএমের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৩৮ - সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু
১৮৩৬ - ভারততত্ত্ববিদ স্যার চার্লস উইলকিন্সের মৃত্যু
১৮৮৭ - বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৮৫৭: ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক রোনাল্ড রসের জন্ম
১৯১৮: নৃত্যশিল্পী বালাসরস্বতীর জন্ম
১৯৪৭: কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু
১৯৫৬: আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা আধ্যাত্মিক নেতা শ্রীশ্রী রবিশঙ্করের জন্ম
১৯৬২: ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সর্বপল্লি রাধাকৃষ্ণাণ
১৯৬৭: ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন জাকির হোসেন
১৯৯৫ - প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশদ্ভূত এলিসনের অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয়
২০০০ - ভারতের লারা দত্তের বিশ্বসুন্দরী শিরোপা লাভ
২০০৫ - বিশিষ্ট সঙ্গীতিশিল্পী উৎপলা সেনের মৃত্যু
২০১১: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৬৭ টাকা ৭৪.৬৮ টাকা
পাউন্ড ১০১.৯৯ টাকা ১০৫.৫১ টাকা
ইউরো ৮৭.৪৯ টাকা ৯০.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১। দ্বিতীয়া অহোরাত্র। রোহিণী নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১/১৪, সূর্যাস্ত ৬/৪/৩৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৩ গতে ১২/৫৫ মধ্যে। 
২৯ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১। দ্বিতীয়া রাত্রি ৩/৩৬। রোহিণী নক্ষত্র শেষরাত্রি ৪/৮। সূর্যোদয় ৫/১, সূর্যাস্ত ৬/৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৬ মধ্যে। 
৩০ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শিবপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু
কলকাতার পর এবার হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল আজ ...বিশদ

07:43:56 PM

দুর্গাপুরে  দিদিকে গুলি, অভিযুক্ত ভাই
দুর্গাপুরে  দিদিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। আজ, ...বিশদ

05:17:18 PM

ধনেখালিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু বিহারের দম্পতির
স্ত্রী জ্যোতিকে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়ি আসছিলেন বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা সৌরভ ...বিশদ

04:07:09 PM

স্টাফ স্পেশাল ট্রেনে এবার উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও
রেলকর্মীদের জন্য ‘স্টাফ স্পেশাল’ ট্রেনে এবার থেকে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। ...বিশদ

03:35:34 PM

গঙ্গায় মৃতদেহ ভেসে আসতে পারে, শুরু নজরদারি
উত্তরপ্রদেশ এবং বিহারের গঙ্গায় ভাসতে দেখা গিয়েছে অসংখ্য মৃতদেহ। আশঙ্কা, ...বিশদ

03:29:57 PM

পিছিয়ে গেল পরীক্ষা
করোনার জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা। ইউপিএসসি-র প্রিলিমিনারি হওয়ার ...বিশদ

03:17:14 PM