বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
প্রাক মৌসুমি বৃষ্টিপাতের সুযোগ নিয়ে মে-জুন মাসেও আদা লাগানো যায়। আদার জমিতে নিমখোল প্রয়োগ করে রোগপোকা ঠেকানো সম্ভব। দানা জাতীয় কীটনাশক মাটিতে মিশিয়ে দিলে কাণ্ডছিদ্রকারী পোকার দাপট কমে। মশলা হিসেবে ব্যবহারের জন্য ৬ মাসেই আদা তোলা যাবে। বীজ হিসেবে পেতে হলে ৯ মাসে আদা তুলতে হবে। হেক্টরে ২৫ টন ফলন পাওয়া যায়।