বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
শুক্রবার রাতে মোহন বাগান দল শহরে আসছে। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মোহন বাগানের আগাগোড়া প্রাধান্য ছিল। মোহন বাগানের হয়ে গোল করেছেন নাওরেম, সালভা চামোরো, সুরাবুদ্দিন মল্লিক, দীপ সাহা, ধনচন্দ্র সিং ও জেসন ভাজ। বিরতিতে মোহন বাগান এগিয়ে ছিল চার গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে গোয়া দলের ডিসুজা একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে মোহন বাগান কোচ কিবু ভিকুনা গোলরক্ষক শিলটন পাল, ফার্ন মোরান্তে, আশুতোষ মেহতাকে বসিয়ে দিয়ে শঙ্কর রায়, বিক্রমজিৎ সিং, সুখদেব সিংকে খেলান। প্রথম দুটি ম্যাচে মোহন বাগান ৪-২ গোলে হারায় সালগাওকরকে। সেসা আকাদেমিকে হারিয়েছিল ২-০ গোলে। কলকাতায় এসে রক্ষণকে আরও শক্তপোক্ত করতে চাইছেন কিবু ভিকুনা।
এদিকে, মোহন বাগান দিবস নিয়ে ২০ জুলাই ক্লাবের কর্মসমিতির সভা। প্রাক্তনদের প্রীতি ম্যাচ যথারীতি হচ্ছে। আগে ক্লাবের এক পেইড স্টাফ ফুটবলারদের বাড়িতে মোহন বাগান দিবসের চিঠি নিয়ে যেতেন। এবার যাচ্ছেন সচিবের দলের কর্মীরা। সেদিন মাঠে অনুষ্ঠান হওয়ার কথা। ভারতীয় হকি জগতের কোনও প্রাক্তন বিশিষ্টকে মোহন বাগান রত্ন দেওয়া হতে পারে।