দেশ

দলিত মিস ইন্ডিয়া: রাহুলের অভিযোগ ওড়ালেন রিজিজু

নয়াদিল্লি: ‘মিস ইন্ডিয়া’ তালিকায় কেন কোনও  দলিত-আদিবাসী মুখ নেই। শনিবারই এই প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। রবিবার এর জবাবে লোকসভার বিরোধী দলনেতাকে ফের ‘শিশুবুদ্ধিসম্পন্ন’ বলে কটাক্ষ করল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, দ্রৌপদী মুর্মু দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওবিসি সম্প্রদায়ভুক্ত। এছাড়া মন্ত্রিসভার একাধিক সদস্য তফসিলি জাতি-উপজাতির মানুষ। এরপরও রাহুল মিস ইন্ডিয়া-সিনেমা-খেলার জগতে সংরক্ষণ চাইছেন। এতে কেবল রাহুলের শিশুসুলভ মানসিকতাই প্রকাশ পাচ্ছে না। যাঁরা তাঁকে সমর্থন করছেন, তাঁরাও এর জন্য দায়ী। এক্স পোস্টে রিজিজু লেখেন, শিশুসুলভ মন্তব্যে মজা পাওয়া যায়। কিন্তু বিভাজনের রাজনীতি করতে গিয়ে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এধরনের মজা একেবারেই কাম্য নয়। শুধু কেন্দ্রীয় মন্ত্রী নয়, রাহুলকে ভুল প্রমাণ করতে আসরে নামে গেরুয়া শিবিরও। রাহুলের দাবিকে নস্যাৎ করে রবিবার এক্সে একটি ভিডিও পোস্ট করেন বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী। সেখানে তিনি ২০২২ সালের ‘মিস ইন্ডিয়া’-র ছবি তুলে ধরেন। বিজেপির দাবি, ২০২২ সালে এই সম্মান পান ছত্তিশগড়ের আদিবাসী তরুণী রিয়া এক্কা। 
শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জাতিগণনার দাবিতে সংবিধান সম্মান সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, দেশের জনসংখ্যার ৯০ শতাংশের অংশগ্রহণ ছাড়া কোনও নির্বাচিত সরকার ভালোভাবে কাজ করতে পারে না। তিনি জানান, আমি ‘মিস ইন্ডিয়া’র তালিকা খতিয়ে দেখেছি। সেখানে কোনও দলিত-আদিবাসী বা ওবিসি মুখ নেই। এখানে কেউ বলিউড বা ক্রিকেটের কথা টেনে আনবেন। কিন্তু সেখানেও কেউ কোনও মুচি-কলমিস্ত্রীর অংশগ্রহণ দেখাতে পারবেন না। এমনকী, সংবাদমাধ্যমের জনপ্রিয় সঞ্চালকরাও এই ৯০ শতাংশের মধ্যে পড়েন না। আমরা জানতে চাই এই ৯০ শতাংশের মধ্যে কতজন প্রশাসন-বিভিন্ন প্রতিষ্ঠান-শিল্পজগতে প্রতিনিধিত্ব করছেন। আমি বলছি ৯০ শতাংশের এক্ষেত্রে অংশীদারিত্ব নেই। এটা শুধু মুখের কথা নয়, প্রমাণিত সত্য।
18d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা