দেশ

স্ত্রীর বেহিসেবি খরচে অতিষ্ঠ, খুন করে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা স্বামীর

গোয়ালিয়র: এ যেন ক্রাইম থ্রিলারের নিখুঁত চিত্রনাট্য। বিয়ের পর থেকেই স্ত্রীর অপ্রয়োজনীয় খরচে হাঁপিয়ে উঠেছিলেন স্বামী। আর তা থেকে নিষ্কৃতি পেতে বন্ধুদের সাহায্যে স্ত্রীকে খুনের ছক কষেন মধ্যপ্রদেশের এক বাসিন্দা। গোটা ঘটনাটিকে পথ দুর্ঘটনার রূপ দিতে চেয়েছিল অভিযুক্ত। তবে শেষরক্ষা হয়নি। ১০ দিন পরই পুলিসি তদন্তে ধরা পড়ে যায় সে। ঘটনাস্থল মধ্যপ্রদেশের গোয়ালিয়র। পুলিস সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর বেহিসেবি জীবনযাত্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল অভিযুক্ত হেমন্ত শর্মা। শেষপর্যন্ত স্ত্রীকে খুনের ছক কষে সে। আড়াই লক্ষ টাকার বিনিময়ে এক বন্ধুকেও সে এই প্ল্যানে সামিল করে নেয়। গত ১৩ আগস্ট স্ত্রী দুর্গাবতী এবং শ্যালক সন্দীপকে একটি মন্দিরে যেতে বলে হেমন্ত। পথেই স্ত্রী এবং শ্যালকের মোটরবাইকে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। প্রাথমিকভাবে এটিকে পথ দুর্ঘটনা দাবি করে পুলিসের দ্বারস্থ হয় অভিযুক্ত স্বামী। এদিকে, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় দুর্গাবতী। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সন্দীপ। পথ দুর্ঘটনা হিসেবে তদন্ত শুরু হলেও সিসি ক্যামেরার সূত্র ধরেই ঘটনার মোড় ঘুরে যায়। দেখা যায়, মোটরবাইকে ধাক্কা মারার বহু আগে থেকেই ওই গাড়িটি দুর্গাবতীদের পিছু নিয়েছিল। এরপর স্বামীকে জেরা করতেই গোটা ঘটনা সামনে আসে। 
অতিরিক্ত পুলিস সুপার নিরঞ্জন শর্মা জানান, স্ত্রী খুনে তিন সহযোগীর জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। হেমন্ত ও তার গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও দুই সহযোগী ফেরার। 
প্রসঙ্গত, দুর্গাবতী হেমন্ত শর্মার দ্বিতীয় স্ত্রী। ২০২১ সালে তার প্রথম বিয়ের আগে থেকেই দুর্গার সঙ্গে সম্পর্ক ছিল। 
18d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা