দেশ

ডোডায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে হত দার্জিলিংয়ের ক্যাপ্টেন সহ ৪, ‘দেশের জন্য শহিদ’, গর্বিত ব্রিজেশের বাবা 

নয়াদিল্লি ও নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, সংবাদদাতা, দার্জিলিং: কাঠুয়ার পর এবার ডোডা। একসপ্তাহ কাটতে না কাটতে আবারও রক্তাক্ত ভূস্বর্গ। গত ৮ জুলাই, সোমবার বিকেলে জম্মুর কাঠুয়ায় ভারতীয় সেনার টহলদারি ভ্যানে হামলা চালিয়েছিল জঙ্গিরা। শহিদ হন পাঁচ জওয়ান। আর চলতি সপ্তাহেও জম্মু ও কাশ্মীরে কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি। সোমবার রাতে ডোডা জেলায় তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন ভারতীয় সেনার এক ক্যাপ্টেন সহ চারজন। মঙ্গলবার ভোররাতে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক জওয়ান। শহিদ সেনা অফিসারের নাম ক্যাপ্টেন ব্রিজেশ থাপা (২৭)। তিনি আদতে দার্জিলিংয়ের বাসিন্দা। বর্তমানে থাকেন শিলিগুড়ি শহরের শাস্ত্রীনগরে। ক্যাপ্টেন ব্রিজেশের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পাহাড় ও সমতলে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ব্রিজেশের বাবা ভুবনেশ থাপা সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল। মা নীলিমা থাপা গৃহবধূ। তাঁরা এখন শাস্ত্রীনগরের বাড়িতে। ভুবনেশবাবু বলেন, ‘দুই ছেলেমেয়ের মধ্যে ব্রিজেশই ছোট। ছেলের মৃত্যুতে দুঃখ হলেও আমরা গর্বিত। কারণ, ও দেশের জন্য শহিদ হয়েছে।’
ডোডা জেলা সদর থেকে ৫৫ কিলোমিটার দূরে জঙ্গল অধ্যুষিত দেসা এলাকা। সোমবার সন্ধ্যায় একটি গোপন সূত্র থেকে সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। সময় নষ্ট না করে তল্লাশি অভিযানে নেমে পড়ে রাষ্ট্রীয় রাইফেলস এবং রাজ্য পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ। নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন ব্রিজেশ। তল্লাশি অভিযানের সময় জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ব্রিজেশ ছাড়াও জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন নায়েক ডি রাজেশ, সিপাহি ব্রিজেন্দ্র সিং এবং অজয় সিং। পরে হাসপাতালে তাঁরা শহিদের মৃত্যুবরণ করেন। বিজেন্দ্র ও অজয় রাজস্থানের ঝুনঝুন জেলার বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন পুলিসের এক কনস্টেবল। এদিন রাত পর্যন্ত জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা। নামানো হয়েছে ড্রোন। হামলার দায় স্বীকার করেছে জয়েশ-ই-মহম্মদের শাখা কাশ্মীর টাইগার্স।
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির পর, ২০২১ সালে প্রথম সংবাদ শিরোনামে উঠে আসে কাশ্মীর টাইগার্স। ওই বছর জুনে দক্ষিণ কাশ্মীরে গ্রেনেড হামলা ও ডিসেম্বরে শ্রীনগরে পুলিসের বাসে হামলার দায় স্বীকার করে তারা। দু’টি হামলায় তিনজন নিহত এবং ১১ জন জখম হন। তারপর থেকে ভূস্বর্গে আতঙ্কের আর এক নাম জয়েশের এই শাখা সংগঠনটি। এদিনের ঘটনার সেনার পাল্টা হুমকি, ‘সন্ত্রাসবাদ নিকেশ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। হামলার বদলা নেওয়া হবে।’
বদলার দাবি উঠেছে পাকিস্তান সীমান্ত থেকে প্রায় দু’হাজার কিমি দূরের বাংলাতেও। দার্জিলিং শহর থেকে প্রায় ১৫ কিমি দূরে গিয়ং গ্রামে ব্রিজেশদের আদি বাড়ি। তেরঙায় মোড়া ক্যাপ্টেনের নিথর দেহ নিয়ে আজ, বুধবার সেই গ্রামের উদ্দেশে পাড়ি দেবে সেনাবাহিনী। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাইবোনের মধ্যে সম্পত্তিগত অশান্তিতে চিত্তচাঞ্চল্য। কাজকর্মে অগ্রগতি। দাম্পত্যে সুসম্পর্ক থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১১ টাকা৮৪.৮৫ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১১.৮২ টাকা
ইউরো৯১.৮৪ টাকা৯৫.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
24th     August,   2024
দিন পঞ্জিকা