দেশ

রাজ্যে রাজ্যে বিদ্রোহ, প্রশ্ন মোদি-শাহের নেতৃত্ব নিয়ে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মানুষের সমর্থন কিন্তু ক্রমেই কমছে। ক্ষোভ-বিক্ষোভও বাড়ছে নিচুতলার নেতা-কর্মীদের মধ্যে। সবকিছুর জন্য বিরোধীদের মিথ্যা প্রচার দায়ী—এটা ভেবে নিলে ক্ষতিই হবে। আমরা শক্তিশালী আছি ধরে নিয়ে উদাসীন থাকলে আগামী দিনে বড়সড় বিপদ অপেক্ষা করছে।’ এভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে রাজ্য স্তরের নেতা-কর্মীদের সতর্কবার্তা আসছে। দলীয় সূত্রের খবর, রাজ্যে রাজ্যে যে ক্ষোভে আঁচ ঊর্ধ্বমুখী, তা প্রথম সারির নেতারা বিলক্ষণ জানেন। কিন্তু এসবের থেকেও তাৎপর্যপূর্ণ হল, এই প্রথম নরেন্দ্র মোদি এবং অমিত শাহের দল পরিচালনার প্রক্রিয়া নিয়ে দলের অন্দরেই সমালোচনা, আপত্তি এবং ক্ষোভের সঞ্চার হয়েছে। আর তার আঁচ মিলছে একের পর এক রাজ্যে হওয়া লোকসভা ভোটের রিভিউ বৈঠকে। প্রতিটি বৈঠকেই পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বের দু’জন করে প্রতিনিধি থাকছেন। তাঁদের সামনেই রাজ্যের নেতা-কর্মীরা ক্ষোভ উগরে দিয়েছেন। নজর করা মতো বিষয় হল, কেন্দ্রীয় প্রতিনিধিরাও ওইসব বৈঠকে স্পষ্ট ভাষায় কথা বলছেন। আর তাই বাংলায় কর্মিসভায় সুকান্ত মজুমদারের বিস্ফোরণও কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র অথবা গোয়া। প্রতিটি রাজ্যের এক বার্তা—এভাবে চলতে থাকলে এটাই বিজেপির শেষের শুরু। বিশেষ করে উত্তরপ্রদেশ নিয়ে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব আতঙ্কিত। কারণ, সাম্প্রতিক রিভিউ বৈঠকে যোগী আদিত্যনাথ অতি আত্মবিশ্বাস এবং অন্তর্ঘাতকে দায়ী করে আদতে দিল্লির দিকেই আঙুল তুলেছেন। আর বিগত ৪৮ ঘণ্টায় তারই পাল্টা জবাব দিচ্ছে দিল্লির নেতৃত্ব। এক্ষেত্রে তাদের ‘মুখপাত্র’ যোগী সরকারেরই উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। কর্মিসভায় নিজের সরকারকেই তাঁর আক্রমণ, ‘সংগঠনকে দায়ী করে কোনও রাজনৈতিক লক্ষ্য সিদ্ধ হবে না। দলকে কাছে টানতে হবে। দলের নেতা-কর্মীরা যাতে অপমানিত না হন, সেটা দেখতে হবে।’ অর্থাৎ নিশানায় কে? যোগী আদিত্যনাথ।
বিদ্রোহের আঁচ হিমাচলেও। মোদি-শাহকে ইঙ্গিত করে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমলের আক্রমণ, ‘হিমাচল প্রদেশের নির্বাচিত কংগ্রেস সরকার ফেলে দেওয়ার জন্য এত তাড়াা কীসের? আগে দলের শক্তি ছিলেন কর্মীরা। অটলজি, আদবানিজি সিদ্ধান্ত নিতেন কর্মীদের কথা শুনেই। এখন?’ ধুমলের আর একটা পরিচয় কী? তিনি বিজেপি এমপি অনুরাগ ঠাকুরের বাবা। পাঁচবারের বিধায়ক। সুতরাং তাঁর প্রভাব হিমাচলে প্রভূত। রাজস্থানের রিভিউ বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের শুনতে হয়েছে, অনেকবার দল ও সরকারের অনিয়ম সম্পর্কে বলা হয়েছে দিল্লিতে। কোনও সাড়াশব্দ মেলেনি। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশকে বলা হয়েছে, ‘অন্য দল ভাঙাতে গিয়ে কংগ্রেসের থেকেও পিছিয়ে পড়েছে বিজেপি। সামনেই ভোট। কীভাবে এগতে হবে, তা রাজ্য বিজেপি ঠিক করুক।’ মানেটা পরিষ্কার, দিল্লির নেতৃত্ব যেন বেশি হস্তক্ষেপ না করে। আর বিদ্রোহের এই সামগ্রিক চিত্রের সারাংশ কী? একচ্ছত্র আধিপত্য আর নেই মোদি-শাহের। কারণ, জগৎপ্রকাশ নাড্ডার মেয়াদ শেষ হয়ে গেলেও, মোদি-শাহ পরবর্তী সভাপতি বেছে নিতে পারছেন না। সঙ্ঘ সবদিক খতিয়ে দেখে নির্দেশ দিলে, সভাপতির নাম চূড়ান্ত হবে। প্রশ্ন তাই একটাই, দলের রাশও কি আর হাতে থাকছে না টিম মোদির? দলের শঙ্কা, মহারাষ্ট্র-ঝাড়খণ্ড-হরিয়ানা—মোদি-শাহের ভাগ্য ঝুলছে তিন রাজ্যের ভোটের ফলেই।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাইবোনের মধ্যে সম্পত্তিগত অশান্তিতে চিত্তচাঞ্চল্য। কাজকর্মে অগ্রগতি। দাম্পত্যে সুসম্পর্ক থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১১ টাকা৮৪.৮৫ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১১.৮২ টাকা
ইউরো৯১.৮৪ টাকা৯৫.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
24th     August,   2024
দিন পঞ্জিকা