দেশ

বিহারে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন ইন্ডিয়া’র শরিক নেতার বাবাকে

দ্বারভাঙা (বিহার) (পিটিআই): মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাক্ষী থাকল বিহারের দ্বারভাঙা। বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হল বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানির বাবাকে। মুকেশের দল বিরোধী জোট ইন্ডিয়ার শরিক। দ্বারভাঙ্গা জেলার বিরাউলির বাড়িতে মুকেশের বাবা জিতন সাহানির ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর তাঁর বুক ও পেটে রয়েছে একাধিক ছুরির আঘাত এবং কাটা দাগ বাবার খুনের খবর পেয়েই মুম্বই থেকে দ্বারভাঙা রওনা হন মুকেশ। জেলা এসএসপি জগুনাথ রেড্ডি জানিয়েছেন, সিনিয়র পুলিসকর্তাদের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত শুরু হয়েছে। এজন্য জেলা পুলিস বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের পাশাপাশি ঘটনাস্থলে ‘স্নিফার ডগ’ পাঠানো হয়েছে। মুকেশ রাজ্যের প্রাক্তন মন্ত্রীও। এমন একজনের বাবাকে এভাবে হত্যার ঘটনায় স্তম্ভিত রাজনৈতিক মহল। এরইমধ্যে জেডিইউ-বিজেপি সরকারের আমলে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। ভিআইপি’র শরিক আরজেডির নেতা তেজস্বী যাদবের তোপ, ‘বিহারে জঙ্গলরাজ চলছে। দুষ্কৃতীদের সমর্থন, মদত ও রক্ষা করছে খোদ সরকার। সেই কারণেই তাদের এত বাড়বাড়ন্ত। দুষ্কৃতীরা তাদের ইচ্ছামতো যে কোনও মানুষকে যখন যেখানে যেভাবে খুশি খুন করতে পারে।’   
 মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এই খুনের ঘটনার তীব্র নিন্দা করেছেন। মুখ্যমন্ত্রীর অফিস জানিয়েছে, বিষয়টি নিয়ে নীতীশ কথা বলেছেন রাজ্য পুলিসের ডিজি আর এস ভাট্টির সঙ্গে। যত দ্রুত সম্ভব তিনি দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।  মুকেশের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন  নীতীশ। যদিও ভিআইপির জাতীয় মুখপাত্র আনন্দ মধুকর রাজ্যে অপরাধের বাড়বাড়ন্ত চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, ‘নীতীশ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে যা-ই দাবি করুন না কেন, বিহারের বর্তমান পরিস্থিতি এটাই।’পূর্ণিয়ার নির্দল সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব এক ভিডিও বার্তায় প্রশ্ন তুলেছেন, এটাই কি নীতীশবাবুর সুশাসনের নমুনা?’ মুকেশের প্রতি সহানুভূতি জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছে লালু প্রসাদের দল আরজেডিও। দলের সাংসদ মনোজ ঝা বলেছেন, মুকেশ সাহানির বাবার এই নৃশংস হত্যাকাণ্ড রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৈন্যদশাই সামনে নিয়ে এল। এটাকে জঙ্গলরাজ ছাড়া আর কী বলা যায়। সরকারের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত। দলমত নির্বিশেষে অবশ্য মুকেশের বাবার হত্যা ঘটনায় নিন্দা ও শোকপ্রকাশ করা হয়েছে।  বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, মর্মান্তিক এবং নিন্দনীয় ঘটনা। বিহারের জনগণকে আশ্বস্ত করছি, এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীরা কোনওমতেই রেহাই পাবে না। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।’
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাইবোনের মধ্যে সম্পত্তিগত অশান্তিতে চিত্তচাঞ্চল্য। কাজকর্মে অগ্রগতি। দাম্পত্যে সুসম্পর্ক থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১১ টাকা৮৪.৮৫ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১১.৮২ টাকা
ইউরো৯১.৮৪ টাকা৯৫.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
24th     August,   2024
দিন পঞ্জিকা