দেশ

এবার অমরনাথ যাত্রায় অক্সিজেন সমস্যা মেটাতে ‘পিট্টু অ্যাম্বুলেন্স’

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাশ্মীরে অমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার ওপর জোর দিল কেন্দ্র। ব্যবস্থা হল অভিনব ‘পিট্টু অ্যাম্বুলেন্স।’ যা এবারই প্রথম। যাত্রাপথে কোনও যাত্রীর অক্সিজেনের অভাবে শ্বাস সমস্যা হলে ওই অ্যাম্বুলেন্স সহায়তা করবে। ঘোড়ার পিঠে দু’টি করে অক্সিজেন সিলিন্ডার বেঁধে দেওয়া হয়েছে। সেই ঘোড়া অমরনাথ যাত্রাপথে ঘোরাফেরা করবে। বালতাল রুটে আটটি এবং পহেলগাঁও রুটে আরও আটটি এ ধরনের পিট্টু অ্যাম্বুলেন্স থাকবে। যাত্রাপথে প্রতি দু’ কিলোমিটার অন্তর অক্সিজেন পয়েন্টও তৈরি করা হয়েছে। সেখানে থাকছেন ডাক্তার, নার্স। প্রতিদিন সেখানে দু-আড়াই হাজার যাত্রী পরীক্ষা করাতে আসছেন বলেই রবিবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অপূর্ব চন্দ্র। 
গত ২৯ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। চলবে ১৯ আগস্ট পর্যন্ত। এবার এখনও পর্যন্ত সাড়ে তিন লক্ষ দর্শনার্থী অমরনাথ যাওয়ার জন্য নাম নথিভূক্ত করেছেন। তাই অমরনাথ যাত্রীদের স্বাস্থ্যর কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্য থেকে স্বাস্থ্যকর্মী নিয়ে তৈরি করা হল বিশেষ টিম। ৬৬১ জনের ওই স্বাস্থ্যকর্মীর টিমে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ, সার্জেন, রেসপিরেটরি মেডিসিন ফিজিসিয়ান, হাড়ের সমস্যা সমাধান বিশেষজ্ঞ ইত্যাদি। থাকছেন ৯৮ জন নার্স। রয়েছে ইসিজি’র ব্যবস্থাও। বালতাল আর চন্দনওয়াড়িতে তৈরি হয়েছে ১০০ শষ্যার অস্থায়ী হাসপাতাল। 
প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় প্রাকৃতিক গুহার মধ্যে শ্বেতশুভ্র অমরনাথ লিঙ্গ দর্শন করতে প্রতি বছরই ভিড় হয়। তাই সেই ভিড়ের মধ্যে যাতে কোনও অঘটন না ঘটে, তার জন্য যাত্রাপথের দুটি রুটেই যেমন নজরদারি করে কেন্দ্রীয় বাহিনী, একইসঙ্গে যাত্রীদের স্বাস্থ্যর কথা মাথায় রেখে ব্যবস্থা করা হয় মেডিকেল ক্যাম্পের। এবার মোবাইল এক্সরে ইউনিটেরও ব্যবস্থা হয়েছে। যাতে পথের মধ্যে কেউ আঘাত পেলে সঙ্গে সঙ্গে তার এক্সরে করা যেতে পারে। দেশের ২৩ টি এইমস হাসপাতাল সহ পশ্চিমবঙ্গ, হরিয়ানা, দিল্লি, তেলেঙ্গানা, রাজস্থান, গুজরাতের মতো ১২ টি রাজ্য থেকে চিকিৎসক নার্স সহ বিশেষজ্ঞদের অমরনাথ যাত্রায় স্বাস্থ্য পরিষেবার কাজে লাগানো হয়েছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাইবোনের মধ্যে সম্পত্তিগত অশান্তিতে চিত্তচাঞ্চল্য। কাজকর্মে অগ্রগতি। দাম্পত্যে সুসম্পর্ক থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১১ টাকা৮৪.৮৫ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১১.৮২ টাকা
ইউরো৯১.৮৪ টাকা৯৫.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
24th     August,   2024
দিন পঞ্জিকা