দক্ষিণবঙ্গ

চুলের ফ্যাশনে দাবার বোর্ড, স্ট্রবেরি

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: এতদিন বিভিন্ন প্রতিবাদের ছবি, সমাজসচেতন বার্তা টি-শার্টে কিংবা জামাতে ধরা দিত। এবার টি-শার্টের গণ্ডি পেরিয়ে তা ধরা দিল চুলের ছাঁটে। স্ট্রবেরি, মাকড়সা, হোয়াটসঅ্যাপ লোগো, কী নেই চুলের বিভিন্ন ছাঁটে! সৌজন্যে সিউড়ির বামদেব কালীপ্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা। আনকোরা গ্রাম্য ফ্যাশনের কমবয়সি ছেলেরা নিজেদের মতো করে চুলে বিভিন্ন ছাঁট দিয়ে শোভাযাত্রাতে অংশগ্রহণ করল। সেই সব দৃশ্য রাস্তার দু’ধারে দাঁড়িয়ে তারিয়ে তারিয়ে উপভোগ করলেন সিউড়িবাসী।
রবিবার দুপুরে সিউড়িতে বামদেব ক্লাবের কালীপ্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা হয়। বিগত বেশ কয়েকবছর ধরে এই শোভাযাত্রাতে রকমারি পোশাক ও চুলের ছাঁট দেওয়া কমবয়সি যুবকদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। তাই শহর ও আশপাশের মানুষজন এদিনটার জন্য মুখিয়ে থাকেন। সেই কারণে সমস্ত কালীপ্রতিমার নিরঞ্জন হয়ে গেলেও ছুটির দিন রবিবার এই বামদেব কালীর নিরঞ্জন হয়। এদিনও শহরের এসপি মোড় থেকে মসজিদ মোড় হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিলেন। তাঁরা বাহারি পোশাক ও নানা ধরনের ছাঁটের ছবিও মোবাইলে তোলেন।  দেখা যায়, কেউ জামার পোশাক ও চুলে রং করিয়েছেন দাবার বোর্ডের মতো। কেউ চুলের ছাঁটের মধ্যে ফুটিয়ে তুলেছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপের লোগো। আবার কেউ কেউ স্ট্রবেরি ফলের মতো চুল রং করিয়েছেন। উল্লেখযোগ্যভাবে এক কিশোর চুলের মধ্যে সাদা ও কালো রং করে লিখেছে ‘উই ওয়ান্ট জাস্টিস’। এই সুযোগে তাদের সঙ্গে সেলফি তোলার আব্দার তো থাকছেই। শোভাযাত্রায় অংশগ্রহণকারী শুভ কাহার বলেন, আমি চুলে ১২টি রং ব্যবহার করেছি। মাথার মাঝ বরাবর লম্বা করে চুলগুলো তোলা হয়েছে। চোখে বিশেষ রঙের ম্যাচিং করে লেন্স পরেছি। মানুষকে আনন্দ দেওয়াই একমাত্র লক্ষ্য। মানুষজন আমাকে দেখে ছবি তুলছেন, কথা বলছেন এটাই ভালো লাগছে। বন্ধুরা নিজেরাই একে অপরের চুলের রং করেছি। সর্বমোট ২ হাজার টাকার মতো খরচ হয়েছে। আরেক অংশগ্রহণকারী রাজু মণ্ডল বলেন, আগের দিন সারারাত জেগে চুলে এরকম রং করেছিলাম। বছরে একটি দিনই এমন করি। মানুষকে আনন্দ দিতে রাস্তায় নামি। বামদেব কালীর ভক্ত আমরা সবাই। আগামী বছরও আবার নতুন কিছু নিয়ে আসব। 
ক্লাব কর্মকর্তাদের দাবি, প্রশাসন যে রুট ধরে শোভাযাত্রা নিয়ে যেতে বলেছিল সেভাবেই গিয়েছে। ডিজে একেবারেই বন্ধ ছিল। সিউড়ি শহরবাসীর মন এবারও জয় করে নিয়েছে কমবয়সিরা।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা