দক্ষিণবঙ্গ

শীর্ষে জেলা, ডেঙ্গু আক্রান্ত সাড়ে চার হাজার ছাড়িয়েছে, রাশ টানতে না পেরে শীতের অপেক্ষা স্বাস্থ্যকর্তাদের

 নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জেলায় ডেঙ্গুর চোখরাঙানি অব্যাহত। আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে অনেক আগেই শীর্ষস্থান দখল করেছে মুর্শিদাবাদ। তার উপর আক্রান্তের সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে, তাতে উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তরের কর্তারা। ইসলামপুরে ডেঙ্গুর ভয়ে ঘরবাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিচ্ছেন মানুষজন।  তথ্য বলছে, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সাড়ে চার হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। শনিবারই নতুন করে এই জেলায় ৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। স্বভাবতই ডেঙ্গু প্রতিরোধে জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা। 
তবে ডেঙ্গুর এই বেয়াড়াপনার মধ্যে আশার কথা যেটা তা হল, চলতি বছর পরিস্থিতি কিছুটা হলেও ভালো। এমনটাই দাবি স্বাস্থ্যকর্তাদের। গতবছর নভেম্বর মাসের শুরুর দিকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছিল। এবার সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৮৩ জন। সবচেয়ে খারাপ অবস্থা ইসলামপুরের। সেখানে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে দেখে ভীত-সন্ত্রস্ত লোকজন। জানা গিয়েছে, তাঁরা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠছেন। ডেঙ্গু মোকাবিলায় ব্লক প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ।
এবছর দুর্গাপুজোর সময় ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছিল। সে সময় প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ৫৬৩। বর্তমানে প্রতি সপ্তাহে ২৫০ থেকে ৩০০ জন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। রানিনগর ১ ও ২, লালগোলা এবং সূতি-২ ব্লকে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। মশাবাহিত রোগ নিয়ে উদ্বেগে রয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের পাশাপাশি, মহাকুমা ও ব্লক হাসপাতালে বহু মানুষ জ্বরে আক্রান্ত। তাঁদের চিকিৎসা চলছে। লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল, সূতির মাহেশাইল গ্রামীণ হাসপাতাল এবং রানিনগরের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে প্রতিদিনই বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত  হয়ে ভর্তি হচ্ছেন। 
জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা বলেন, শনিবার পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৮৩। আগামী এক সপ্তাহের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি। কারণ, শীত পড়ে গেলেই ডেঙ্গু আর বাড়বে না। তবে পুজোর সময় আক্রান্তের সংখ্যা শিখরে পৌঁছে গিয়েছিল। সেটা এখন খানিক নিয়ন্ত্রণে। এখন প্রতি সপ্তাহে ২৫০ জনের কাছাকাছি আক্রান্তের হদিশ মিলছে। 
জেলার প্রতিটি ব্লক হাসপাতালের পাশাপাশি মহাকুমা হাসপাতালেও বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত  হয়ে ভর্তি রয়েছেন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও কয়েক শো মানুষ জ্বর নিয়ে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ডেঙ্গু  ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা সর্বাধিক। 
ডেঙ্গু নিয়ন্ত্রণে₹মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি সচেতনতার উপর বিশেষ জোর দিতে হবে বলে স্বাস্থ্যকর্তাদের মত। বাড়ির সামনে বা আশেপাশে যেন ময়লা কিংবা জল না জমে, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। কোনও পাত্রে জল থাকলেও বিপদের আশঙ্কা বাড়ে। পঞ্চায়েত ও পুরসভার তরফে পৃথক ব্যবস্থা নিয়ে সর্বত্র মশা নিধনের কাজ চলছে। সেই কাজকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে বলে মনে করছে চিকিৎসক মহল। 
চিকিৎসকরা বলছেন, জ্বর কয়েকদিন স্থায়ী হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে রক্ত পরীক্ষা করে নিতে হবে। তা না হলে ডেঙ্গুর চিকিৎসা বেশি দেরিতে শুরু করলেই বিপদ বাড়বে। এই সময় মশারি টাঙিয়ে শোয়া বাধ্যতামূলক। ভালো শীত না পড়লে ডেঙ্গুর মশা কমবে বলে মনে হয় না। সুতরাং, আরও সপ্তাহখানেক খুব সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে। তবে অযথা আতঙ্কিত না হয়ে সচেতন হন। 
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা