দক্ষিণবঙ্গ

পুজো পর্ব শেষ হতেই রাস্তা সম্প্রসারণের জন্য মাপজোকের কাজ শেষ পূর্তদপ্তরের

সংবাদদাতা বেলদা: পুজো মিটতেই বেলদায় সেন্ট্রাল বাসস্ট্যান্ডের জন্য প্রয়োজনীয় রাস্তা সম্প্রসারণ করতে মাপজোক সম্পূর্ণ করল পূর্তদপ্তর। পাশাপাশি ঠাকুরচক ও খাকুড়দাতে বাস-বে নির্মাণের জন্যও হল মাপজোক। দপ্তর জানায়, নভেম্বরের শেষের দিকে শুরু হবে সম্প্রসারণের কাজ। সেই মোতাবেক ওই সরকারি জায়গার ওপরে থাকা ব্যবসায়ীদের আগামী দু’সপ্তাহের মধ্যে সরে যাওয়ার জন্য আবেদন জানাল পূর্তদপ্তর। 
সম্প্রতি উদ্বোধন হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস টার্মিনাস। আর বেলদা স্টেশন চত্বরে সেই সংলগ্ন এলাকাতে তৈরি হবে সেন্ট্রাল বাসস্ট্যান্ড। সেই সেন্ট্রাল বাসস্ট্যান্ডে যাতে সহজে বাস চলাচল করতে পারে, সেই কারণে রাস্তার দু’দিক সম্প্রসারণ করছে রাজ্য পূর্তদপ্তর। কয়েক মাস আগে বেলদা বাসস্ট্যান্ড এলাকাতে গান্ধীমূর্তির পাদদেশে থাকা জায়গা ভেঙে দিয়েছিল দপ্তর। পুজোর সময় সেই কাজ সাময়িকভাবে স্থগিত থাকলেও পুজো মিটতেই আবার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার পূর্তদপ্তরের আধিকারিকরা বেলদায় সেই মাপজোকের কাজ শুরু করেন। 
বিধায়ক কার্যালয় থেকে শুরু করে গান্ধীমূর্তি পেরিয়ে বটতলা পর্যন্ত এলাকা সম্প্রসারণ করা হবে। যার মধ্যে বাস ঢোকা ও বেরনোর দু’টি আলাদা লেন থাকবে। একই সঙ্গে মাঝে গান্ধীমূর্তির পাদদেশে একটি পার্ক‌ও তৈরি করা হবে। রাস্তার দু’দিকে ফুটপাত ও ড্রেন থাকবে। সেই মোতাবেক এদিন মাপজোক করে দাগ দিয়ে জায়গাগুলি মার্কিং করে দেন দপ্তরের আধিকারিকেরা। পূর্তদপ্তরের আধিকারিক শিবু বিশ্বাস বলেন, পুজোর জন্য আমাদের এই সম্প্রসারণের কাজ স্থগিত ছিল। এখন তার মাপজোক শেষ হল। 
দু’সপ্তাহ পরে কাজ শুরু হবে। এই সরকারি জায়গার মধ্যে থাকা ব্যবসায়ীদের দু’সপ্তাহের মধ্যে দ্রুত সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে ঠাকুরচক ও খাকুড়দা দু’টি জায়গায় বাস-বের নির্মাণ কাজও শুরু হচ্ছে। 
পূর্তদপ্তরের এই তৎপরতায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই জায়গায় ব্যবসা করে আসছি। রাস্তা সম্প্রসারণের জন্য জায়গার প্রয়োজন, কিন্তু আমাদের ব্যবসা করার জন্য পুনর্বাসনের একটা ব্যবস্থা করলে ভালো হতো। আগামী দিনে আমরা কী করব তা নিয়ে আতঙ্কে রয়েছি। নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেন, যেভাবে যানবাহন মানুষজন বাড়ছে। নিত্যদিন যানজটের কবলে পড়ছে বেলদা। তাই সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও তার জন্য প্রয়োজনীয় রাস্তা সম্প্রসারণের প্রয়োজন। দ্রুত সেই কাজ সম্পূর্ণ করা হবে। তবে ওই এলাকার ব্যবসায়ীদের পুনর্বাসনের কথা ভাবনাচিন্তার মধ্যে রয়েছে।-নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা