দক্ষিণবঙ্গ

কর্মীদের চাঙ্গা করতে মাঠে স্বয়ং সুব্রত বক্সি

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আর কয়েকদিন পরেই উপ নির্বাচন। কর্মীদের চাঙ্গা করতে ভোটের ময়দানে নামলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এদিন দুপুরে মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচনের রণকৌশল নিয়ে দফায় দফায় বৈঠকও করলেন তিনি। বৈঠকে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ জেলার প্রথম সারির নেতৃত্ব। বৈঠকে উপস্থিত তৃণমূল নেতৃত্বের কথায়, কর্মীদের মনোবল বাড়াতেই এসেছিলেন রাজ্য সভাপতি। তিনি প্রার্থী সহ উপ নির্বাচনের অবজারভারদের বিভিন্ন উপদেশ দিয়েছেন। 
অপরদিকে, শেষলগ্নে প্রচারে চমক দিতে গ্রামীণ এলাকায় রাজ্য বিজেপির সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়কে ভোটের ময়দানে নামালেন জেলা নেতৃত্ব। এদিন শালবনী ব্লকের সাওড়া থেকে ছোট কলসি ভাঙা এলাকা পর্যন্ত রোড শো করেন লকেট। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। এদিন রোড শোতে প্রায় একশো বাইক অংশ নেয়। 
এদিন জেলা কার্যালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, নির্বাচনের প্রক্রিয়া খতিয়ে দেখলাম। প্রার্থী সুজয় হাজরাকেও উপদেশ দিলাম। লকেট বলেন, আর জি কর বিশাল বড় প্রভাব ফেলেছে। রাস্তায় নেমেছে মানুষ। এছাড়া তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সিন্ডিকেট রাজের প্রভাব ভোটে পড়বে। 
প্রসঙ্গত, ১৩ নভেম্বর উপ নির্বাচন। তবে মাস খানেক আগে থেকেই তৃণমূলের অন্দরে উপ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই উপ নির্বাচনে প্রতিটি পঞ্চায়েত ও পুরসভা এলাকায় তৃণমূলের তরফে বিশেষ অবজারভার নিয়োগ করা হয়েছে। এছাড়াও প্রতিটি পঞ্চায়েত এলাকায় নির্বাচনী কমিটি ঢেলে সাজিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। এছাড়াও প্রতিটি বুথ এলাকা থেকে নির্বাচনে লিডের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। রাজ্য সভাপতি ময়দানে নামায় খুশি জেলা নেতৃত্ব। এক প্রথম সারির তৃণমূল নেতা বলেন, সুব্রত বক্সি ভালো সংগঠক। তাঁর নির্দেশেই নির্বাচনের রণকৌশল তৈরি হচ্ছে। কর্মীদের মনোবল বাড়াতে নানা উপদেশ দিলেন রাজ্য সভাপতি। বুথস্তরে সংগঠন আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। দলের অন্দরে গোষ্ঠী কোন্দল রয়েছে। তবে তাঁর নির্দেশের পর বরফ অনেকটাই গলবে বলে মনে করছি। এতে দলের লিডের পরিমাণও বাড়বে। তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বলেন, ভোটে আমাদের জয় নিশ্চিত। কর্মী সমর্থকদের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, প্রতিবছর নির্বাচনের সময় সুব্রত বক্সি আসেন। তাঁর অন্যতম কারণ গোষ্ঠী কোন্দল মেটানো। এবার প্রার্থীর প্রচারে থাকছেন না সাংসদ জুন মালিয়া। এই উপ নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা