দক্ষিণবঙ্গ

দুর্গাপুজোর আগেই কালনা রাজবাড়ি চত্বরে আলো ও সিসি ক্যামেরার দাবি

সংবাদদাতা, কালনা: সারা বছর কালনার রাজবাড়ি চত্বরে প্রাচীন স্থাপত্য ও মন্দির দেখতে পর্যটকদের ভিড় লেগে থাকে। পুজোর মরশুমে সেই ভিড় অনেকটাই বাড়ে। এবারও পুজোতে রাজবাড়ি চত্বরে পর্যটকদের সমাগম হবে। রাত ৭টা-৮টা পর্যন্ত পর্যটকদের জন্য রাজবাড়ি খোলা থাকবে। অথচ পর্যাপ্ত আলোর অভাবে সন্ধ্যা নামলেই ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (এএসআই) অধীনে থাকা একাধিক স্থাপত্য অন্ধকারে ঢাকা পড়ে। সেইসঙ্গে সিসি ক্যামেরার নজরদারি নেই। টাকা খরচ করে মন্দির দেখতে এসে অন্ধকারে নিরাপত্তার অভাবে পর্যটকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অবিলম্বে রাজবাড়ি চত্বরে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা বসানোর দাবি উঠেছে। দায়িত্বে থাকা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের আধিকারিক এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। কালনা শহরের মাঝে রাজবাড়ি চত্বরে রয়েছে বর্ধমান রাজাদের তৈরি দুই-আড়াইশো বছরের প্রাচীন নানা মন্দির। ২৫ চূড়া লালজী মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির, প্রতাপেশ্বর মন্দির, ১০৮ শিবমন্দির, রূপেশ্বর মন্দির, রাসমঞ্চ প্রভৃতি। প্রত্যেক মন্দিরে নানা দেবতার অধিষ্ঠান। একই চত্বরে থাকা এই সমস্ত মন্দির ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের অধীন। কয়েকবছর আগে এসমস্ত মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল। এখন বহু আলো নষ্ট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, মন্দির চত্বরের বিভিন্ন বাগান আগাছা, জঙ্গলে ভরে গিয়েছে। সন্ধ্যার পর লালজী ও কৃষ্ণচন্দ্র মন্দিরে যেতে পর্যটকরা ভয় পাচ্ছেন। মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কয়েকজন নিরাপত্তারক্ষী থাকলেও তাঁরা গেট সামলাতে ব্যস্ত থাকেন। সিসি ক্যামেরার নজরদারিও নেই। কালনা মহকুমার ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের সহ-সম্পাদক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, নিরাপত্তা ও সৌন্দর্যায়নের ব্যবস্থা করে পর্যটকদের কাছে রাজবাড়ি চত্বর আকর্ষণীয় করে তোলা হোক। বর্ধমান রাজপরিবারের মহতাব ট্রাস্টি বোর্ডের ম্যানেজার জয়চাঁদ চট্টোপাধ্যায় বলেন, বর্ধমান রাজপরিবারের তৈরি এসব প্রাচীন স্থাপত্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ অধিগ্রহণ করেছে।  
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা