দক্ষিণবঙ্গ

ঝাড়গ্ৰামে হাতির হানা, ক্ষতিপূরণের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰামে হাতির হানায় ঘর ভাঙছে, ফসল নষ্ট হচ্ছে। জঙ্গল লাগোয়া গ্ৰামের বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তার জেরে বুধবার ঝাড়গ্ৰাম ব্লকের কলাবনী গ্ৰামের বাসিন্দারা বিডিও অফিসের সামনে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দিলেন।
জঙ্গল লাগোয়া গ্ৰাম কলাবনী। জঙ্গল থেকে হাতির পাল এসে মাঝেমধ্যেই গ্ৰামে হানা দিচ্ছে। হাতির তাণ্ডবে ঘর ভাঙছে। জমির ফসল খেয়ে নিয়ে চলে যাচ্ছে। গ্ৰামের আইসিডিএস কেন্দ্রের একাংশ হাতি ভেঙে দিয়েছে। এখনও পর্যন্ত সেটি সারানো হয়নি। গ্ৰামবাসীদের অভিযোগ, বনদপ্তরের অধিকারিকরা গ্ৰামে এসে পরিস্থিতিও দেখে যাননি। ক্ষতিপূরণ মিলছে না। বাধ্য হয়েই এদিন তাঁরা বিক্ষোভ দেখান। গ্ৰামের বাসিন্দা শ্রীমন্ত সরেন বলেন, জঙ্গল লাগোয়া আমাদের গ্ৰাম। হাতির পাল গ্ৰাম ঢুকে দিনের পর দিন তাণ্ডব চালাচ্ছে। বাড়িঘর ভাঙচুর করছে। জমির ফসল খেয়ে যাচ্ছে। সন্ধ্যার পর আমরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছি। স্থানীয় প্রশাসন বা বনদপ্তরের কোনও আধিকারিক গ্ৰামের পরিস্থিতি কেমন এসে দেখে যায়নি। বিডিও অফিসের সামনে ক্ষতিপূরণের দাবিতে গ্ৰামবাসীদের তরফে এদিন বিক্ষোভ দেখানো হয়। আমাদের দাবি নিয়ে ব্লকের আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দিয়েছি। বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের তরফে জানানো হয়, গ্ৰামবাসীদের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।-নিজস্ব চিত্র
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা