দক্ষিণবঙ্গ

ঝাড়গ্ৰামে সব্জি ও মাছের বাজারে দাম নিয়ন্ত্রণে অভিযান

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰাম জেলা প্রশাসন সব্জি ও মাছের বাজারে দাম নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে। শুক্রবার শহরের জুবিলি মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। মহকুমা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও কৃষি বিপণন দপ্তরের অফিসাররা অভিযানে উপস্থিত ছিলেন। জেলার অন্যান্য ব্লকের সব্জি বাজারগুলিতেও অভিযান চালানো শুরু হয়েছে। আলু, পেঁয়াজ সহ কাঁচা সব্জি বেশি দামে বিক্রি হচ্ছে কি না, খতিয়ে দেখা হয়। বিক্রেতাদের সঙ্গেও আধিকারিকরা এদিন কথা বলেন।
মহকুমা শাসক শুভ্রজিৎ দাশগুপ্ত বলেন, প্রশাসনের তরফে সব্জি ও মাছের বাজারগুলিতে অভিযান শুরু হয়েছে। এদিন শহরের জুবিলি মার্কেটে অভিযান চালানো হয়। ডেপুটি ম্যাজিস্ট্রেট পদের আধিকারিক ছাড়াও কৃষিদপ্তরের অফিসাররা ছিলেন। বাজারে বেশি দাম নেওয়া হচ্ছে কি না, সেটাই মূলত খতিয়ে দেখা হয়। ঝাড়গ্ৰামের বিডিও জয় আহমদ বলেন, অভিযানে আমাদের দপ্তরের আধিকারিকরা ছিলেন। সামনের দিনেও এই ধরনের অভিযানে ব্লক প্রশাসনের আধিকারিকরা শামিল হবেন। বিনপুর-১ ব্লকের এক অফিসার বলেন, আগামী সোমবার থেকে এই এলাকার বাজারগুলোতে পরিদর্শন চালানো হবে। ঝাড়গ্ৰাম শহরের জামদা বাসিন্দা স্বপন দেবনাথ বলেন, আলু, পেঁয়াজ, আদার দাম কমার লক্ষণ দেখছি না। কাঁচা সব্জির দামও ওঠানামা করছে। প্রশাসন যে বিষয়টি নিয়ে ভাবছে, সেটা দেখে আশ্বস্ত লাগছে।
5d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা