দক্ষিণবঙ্গ

বাঁকুড়া শহরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া শহরে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাঙা এলাকায় আটজন আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বলে পুরকর্তৃপক্ষ জানিয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল টিমের সদস্যরা আক্রান্ত বাসিন্দাদের রক্তের নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন। অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপর জোর দেওয়া হয়েছে। পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার বলেন, গত জুন মাস থেকে শহরজুড়ে ডেঙ্গু নিয়ে সমীক্ষা শুরু হয়েছে। এখনও পর্যন্ত শহরজুড়ে মোট ১৯জন ডেঙ্গু আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে অবশ্য অনেকেই সুস্থ হয়েছেন। তবে গত কয়েকদিনের মধ্যে ১৯ নম্বর ওয়ার্ডে আটজনের আক্রান্ত হওয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। শহরের অন্যান্য ওয়ার্ডে দু-একজন করে আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় পুরসভার স্বাস্থ্য বিভাগ দিনরাত কাজ করছে। প্রয়োজনে জেলা স্বাস্থ্য দপ্তরের সাহায্য নেওয়া হবে। বিষয়টি প্রশাসনকেও জানানো হচ্ছে। এদিন আমি উপদ্রুত এলাকায় গিয়েছিলাম। রক্তের নমুনা সংগ্রহ, এলাকা পরিষ্কার সহ ডেঙ্গু মোকাবিলায় নেওয়া যাবতীয় কাজ আমি সরজমিনে খতিয়ে দেখেছি।
12d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা