দক্ষিণবঙ্গ

হলদিয়ায় হাইজ্যাক হওয়া ট্রাক থেকে উদ্ধার হল ২৪ লক্ষের ভোজ্য তেল

সংবাদদাতা, হলদিয়া: হাইজ্যাক হওয়া ট্রাক থেকে চুরি যাওয়া ২৪ লক্ষ টাকার ভোজ্য তেল উদ্ধার করল হলদিয়ার ভবানীপুর থানার পুলিস। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর ২৪ পরগণার নৈহাটি থানার সঙ্গে ভবানীপুর থানা যৌথ অভিযান চালিয়ে প্রথমে গাড়ি চালক শেখ রেজাবুলকে গ্রেপ্তার করে। পরে অবৈধভাবে ভোজ্য তেল কেনার অভিযোগে নৈহাটির বাসিন্দা সত্যজিৎ রায় সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, তমলুকের নিমতৌড়ির উত্তর নারকেলদার ভৌমিক রোড লাইনস নামে একটি ট্রান্সপোর্ট এজেন্সির দায়িত্ব ছিল, ওই ভোজ্য তেল শিলিগুড়ি পৌঁছে দেওয়া। ১ আগস্ট ট্রাকটি হলদিয়ার কারখানা থেকে ভোজ্য তেল নিয়ে রওনা দেয়। কিন্তু চারদিন পরও শিলিগুড়ি পৌঁছয়নি। ড্রাইভার, হেল্পার ও ব্রোকার-সবারই ফোন সুইচড অফ ছিল। ৫ আগস্ট ট্রান্সপোর্ট এজেন্সি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে। ওই ট্রাকে দু’টি আলাদা ব্র্যান্ডের ২৪ টন সোয়া রিফাইন তেল ছিল। যার বাজারমূল্য ২৪ লক্ষ ৬৪ হাজার টাকা।
অভিযোগ পেয়ে পুলিস তদন্তে নামে। গোপন সূত্রে তারা জানতে পারে, ট্রাকটি উত্তর ২৪ পরগণার নৈহাটিতে রয়েছে। ভবানীপুর থানার সাব-ইন্সপেক্টর দিলীপ গুপ্তর নেতৃত্বে নৈহাটিতে অভিযান হয়। সেসময় গাড়ির চালককে গ্রেপ্তার করতেই চোরাই তেল কারা কিনেছিল-তা পুলিস জানতে পারে। তবে গাড়ির মালিক এখনও অধরা। তাকে ধরতে বিভিন্ন জায়গায় পুলিস তল্লাশি চালাচ্ছে। হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী বলেন, ভবানীপুর থানা তদন্ত চালিয়ে গাড়ি হাইজ্যাকিং চক্রের খোঁজ পেয়েছে। ২৪ লক্ষ টাকার ভোজ্য তেলের পুরোটাই উদ্ধার হয়েছে।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা