দক্ষিণবঙ্গ

পূর্ব বর্ধমান জেলার নানা এলাকায় পৃথক ঘটনায় ৭জনের অস্বাভাবিক মৃত্যু

সংবাদদাতা, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলকোট থানার ইছাবটক গ্রামে কীটনাশক খেয়ে এক স্কুলছাত্র আত্মঘাতী হয়েছে। মৃত মঙ্গল দাস(১৩) পালিসগ্রাম হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। বুধবার সকালে বাড়িতে সে কীটনাশক খায়। তাকে প্রথমে নতুনহাট স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরে সেখানে তার মৃত্যু হয়।
মৃতের পরিবার জানিয়েছে, বুধবার ওই ছাত্র বাবার কাছে মোবাইল চায়। তার বাবা মোবাইলে কথা বলছিলেন। তাই মোবাইল দিতে চাননি। এতে অভিমানে সে কীটনাশক খায়। বর্ধমান থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।
আউশগ্রাম থানার রাঙাগোলা গ্রামে এক প্রৌঢ়া আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম দীপালি মণ্ডল(৫০)। কয়েকদিন আগে বাড়িতেই তিনি মাত্রাতিরিক্ত ওষুধ সেবন করেন। তাঁকে বর্ধমান মেডিক্যালে নিয়ে গেলে শুক্রবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তিনি মানসিক রোগী ছিলেন। চিকিৎসাও চলছিল।
মেমারি থানার রসুলপুরের বৈদ্যডাঙায় শ্বশুরবাড়িতে এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম তনুশ্রী ঘড়ুই(২১)। বাপের বাড়ি পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার বিকেলে ঘরে তালের কাঁড়ি থেকে গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন শ্বশুরবাড়ির লোকজন। পুলিস দেহ ময়নাতদন্তে পাঠায়। সংসারে অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিসের প্রাথমিক অনুমান।
মেমারি থানার গের্গশ্বর এলাকায় ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বিমল মুর্মু(২০)। শুক্রবার ভোরে তিনি ছাদ থেকে পড়ে গেলে পরিবারের লোকজন বর্ধমান মেডিক্যালে নিয়ে আসেন। সেখানে ঘণ্টাখানেক পর তিনি মারা যান।
গলসি বড়মুড়িয়া গ্রামে সেচখালে পড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম অশোক ক্ষেত্রপাল(৫২)। বুধবার সকালে তিনি সেচখালের ধারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন। তারপর থেকে তাঁর হদিশ মিলছিল না। বৃহস্পতিবার বিকেল সেচখালের জলে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিস দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা