দক্ষিণবঙ্গ

পারিশ্রমিক মেটায়নি, উল্টে অনিয়মের অভিযোগ তুলে টাকা ফেরত চাইল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রায় দু’বছর ধরে ১০০ দিনের প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে। টাকা দেওয়ার ইঙ্গিত নেই। উল্টে ২০১৮-’১৯ আর্থিকবর্ষের কাজের খুঁত ধরে বর্তমানে টাকা ফেরত চাইছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন জেলায় টাকা চেয়ে চিঠি গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই সময় কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে ১০০দিনের কাজ পরিদর্শন করতে এসেছিল। সেই সময় তারা কাজের ত্রুটি ধরে। ঠিকমতো কাজ হয়নি বলে অভিযোগ করে টাকা ফেরত চায়। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছেও প্রায় ৫৪ লক্ষ টাকা চাওয়া হয়েছে। এক আধিকারিক বলেন, ২০১৮-’১৯অর্থ বর্ষের পর অনেকগুলি আর্থিকবর্ষ কেটে গিয়েছে। সেই সময় তারা কোনও ব্যবস্থা নেয়নি। আচমকা দু’বছর আগে অনিয়মের অভিযোগ তুলে টাকা পাঠানো বন্ধ করে দেয়। বেশ কয়েকটি এলাকায় কাজ না করে টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ হয়। সেই সব পঞ্চায়েত এলাকাগুলি থেকে টাকা ফেরত চেয়ে পাঠায়। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আবাস যোজনা প্রকল্পে অনেকে টাকা নিয়ে বাড়ি করেনি। পূর্ব বর্ধমানে এরকম প্রায় দু’হাজার পরিবার টাকা নেওয়ার পরও বাড়ি তৈরি করেনি। ওই পরিবারগুলিকে টাকা ফেরত পাঠানোর জন্য বলা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) শুভলক্ষ্মী বসু বলেন, টাকা ফেরত না পাওয়া পেলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে। তারা ১০০ দিনের কাজ, আবাস যোজনা, প্রধামন্ত্রী সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পের কাজ খতিয়ে দেখবে। কিন্তু, ওই প্রকল্পগুলির টাকা দু’বছর ধরে বন্ধ থাকায় উপভোক্তারা ক্ষোভে ফুঁসছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, কেন্দ্রীয় সরকার যেকোনও উপায়ে টাকা আটকে রাখতে চাইছে। তাদের উদ্দেশ্যই হল গরিব মানুষদের বঞ্চিত করা। ১০০ দিনের কাজে টাকা এভাবে আটকে রাখা যায় না। কাজ করার পর পাওনা পাওয়া শ্রমিকদের অধিকার। 
জেলা প্রশাসনের আর এক আধিকারিক বলেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্যই ১০০ দিনের প্রকল্প চালু হয়েছিল। সেই উদ্দেশ্য মোদি সরকারের আমলে ব্যর্থ হয়েছে। তারা শুধু বাংলার ক্ষেত্রেই বিভিন্ন নিয়ম চালু করছে। অন্যান্য রাজ্যে অনিয়ম হলেও তারা পদক্ষেপ নেয় না। ১০০ দিনের প্রাপ্য টাকা মেটানোর জন্য দিল্লির কেন্দ্রীয় সরকারের কাছে একাধিকবার দরবার করেছেন মুখ্যমন্ত্রী। তারপরও তারা টাকা পাঠায়নি। উল্টে তারা টাকা ফেরত চাইছে। জেলা প্রশাসন টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কাজের মান নিয়ে অভিযোগ থাকা পঞ্চায়েতগুলিকে চিঠি পাঠানো হচ্ছে। তাদের দ্রুত টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু, অধিকাংশ পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, তারা শ্রমিকদের টাকা দিয়েছে। সেই টাকা কীভাবে ফেরত দেওয়া যাবে?
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা