দক্ষিণবঙ্গ

দুর্গাপুজোয় আলোকমালায় সাজবে খড়্গপুর

সংবাদদাতা, মেদিনীপুর: দুর্গাপুজোর সময় শহরকে লাইট দিয়ে সাজানোর উদ্যোগ নিল খড়্গপুর পুরসভা। ঠিক হয়েছে শহরের প্রধান প্রধান এলাকাগুলির সৌন্দর্যায়ন করা হবে। এর জন্য একটা রূপরেখা তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই আলো লাগানোর জন্য বরাত দিয়ে দেওয়া হয়েছে। পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, পুজোর চারদিন শহরের বাসিন্দারা উৎসবে মাতবেন। বাইরে থেকেও বহু মানুষ এই শহরে ঠাকুর দেখতে আসে। তাই শহরকে আলোকিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এলইডি লাইট দিয়ে শহরের প্রধান প্রধান এলাকাগুলি সাজাতে বলা হয়েছে। 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, আইআইটি ব্রিজ, তালবাগিচা রোড, মহকুমা হাসপাতাল থেকে বারবেটিয়া মোড়, কৌশল্যা বিবেকানন্দ পার্ক, সেখান থেকে পুরসভা মোড়, কৌশল্যা থেকে পুরাতনবাজার রোড, আইআইটি সেকেন্ড গেট থেকে বনদপ্তর, শহরে প্রবেশপথ চৌরঙ্গি মোড়, আইল্যান্ড আলোকমালায় সাজবে। এছাড়া ইন্দা, বরবাতি কালিমন্দির থেকে মালঞ্চ মেনরোড, সেনচক মোড়, মন্দিরতলা ঘাট, বিসর্জন ঘাটকে আলো দিয়ে সাজানো হবে। চেয়ারপার্সন বলেন, মূলত এই সব রাস্তাতেই ঠাকুর দেখতে মানুষের ঢল নামে। এছাড়াও পুজোর ক’টা দিন পানীয় জল সরবরাহের সময় বাড়ানোর কথাও ভাবা হয়েছে। প্রয়োজনে ট্যাপকলে তিনবার পানীয় জল সরবরাহ করা হবে। তাতে যেমন বাসিন্দারা উপকৃত হবেন, তেমনই বাইরে থেকে যাঁরা ঠাকুর দেখতে শহরে আসবেন, তাঁরাও পানীয় জল ব্যবহার করতে পারবেন। 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা