দক্ষিণবঙ্গ

বৃষ্টি কমতেই খনি অঞ্চলে একাধিক জায়গায় ধস 

নিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, দুর্গাপুর: বৃষ্টি কমতেই শিল্পাঞ্চলজুড়ে একের পর এক জায়গায় ধস নামছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন জামুড়িয়া, অণ্ডাল, পাণ্ডবেশ্বর খনি অঞ্চলের বাসিন্দারা। শুক্রবারও ধসের দু’টি ঘটনা সামনে এসেছে। যা নিয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
অণ্ডাল থানার জামবাদ এলাকায় বড় এলাকাজুড়ে মাটিতে ফাটল দেখা যায়। এই বিশাল ফাটলের ৫০ মিটারের মধ্যেই রয়েছে সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই জামবাদে‌ই তিন বছর আগে বিশাল ধস হয়। ধসে বহু বাড়ি ধসে গিয়েছিল। সেই আতঙ্কই গ্রাস করে মানুষের মধ্যে। ইসিএলের কর্মীরা ধস ভরাট করতে এলে স্থানীয় বাসিন্দারা তুমুল বিক্ষোভ দেখান। তাঁরা পুনর্বাসনের দাবিতে সোচ্চার হন। তাঁদের অভিযোগ, পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ইসিএল তা দেয় না। পরে ইসিএলের উচ্চ পদস্থ আধিকারিকরা পাঁচ গাড়ি সিআইএসএফের ঘেরাটোপে এলাকায় এলে মানুষের ক্ষোভ আরও বাড়ে।
স্থানয়ে উপপ্রধান বীরবাহাদুর সিং বলেন, পুনর্বাসন না দেওয়ার জন্যই মানুষের ক্ষোভ বেড়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক ইসিএলে আধিকারিক বলেন, শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হবে।
এদিকে কেন্দা, ডোবরানার পর এবার জামুড়িয়ায় পড়াশিয়া পঞ্চায়েতের কাছে বড় ধস দেখা যায়। পড়াশিয়া পঞ্চায়েতের কুলডাঙা এলাকায় পঞ্চায়েত অফিসের অদূরে এই ধস হয়। সেখানে ২০ বর্গফুট এলাকা মাটির গভীরে চলে যায়। বসতি এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। পড়াশিয়ার পঞ্চায়েত প্রধান অনিতা ঘোষ বলেন, উচ্চপদস্থ আধিকারিকদের পুরো বিষয়টি জানানো হয়েছে। -নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা