দক্ষিণবঙ্গ

কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের জন্য তিনদিন হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেন

সংবাদদাতা, রামপুরহাট: কাল, সোমবার তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক, ভক্ত, সাধক মিলিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটতে চলেছে এই তিথিতে। কয়েক বছর ধরে এই তিথিতে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালায় পূর্ব রেল। এবারও চলবে। পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন সোম, মঙ্গল ও বুধবার এই  তিনদিন হাওড়া থেকে রামপুরহাট আপ ও ডাউন বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। যদিও মন্দির কমিটির পক্ষ থেকে শুধু হাওড়া থেকে নয়, শিয়ালদহ, দেওঘর ও উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে রামপুরহাট পর্যন্ত চারটি স্পেশাল ট্রেন চালানোর জন্য রেলমন্ত্রী সহ কর্তাদের ই-মেলে আবেদন জানানো হয়েছিল। রেল একটিমাত্র ট্রেন চালানোয় কিছুটা হলেও হতাশ তাঁরা।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকদের সুবিধার জন্যই আবেদন জানানো হয়েছিল। অন্যান্য জায়গার উৎসবের ক্ষেত্রে রেল একাধিক ট্রেন চালায়। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষ লক্ষ ভক্ত আসেন, অথচ সেটা মানা হল না। কৌশিকী অমাবস্যার  অধিকাংশ পুণ্যার্থী আসেন রেলপথে। বিগত দু’বছরের তথ্য অনুযায়ী সাড়ে তিন থেকে চার লক্ষ পুণ্যার্থী এসেছেন রেলপথে। সেক্ষেত্রে রেলের মোটা অঙ্কের আয় হয়েছিল। যাত্রীদের সুবিধার্থে সাত বছর ধরে এই তিথিতে একটি স্পেশাল ট্রেনও চালিয়ে আসছে রেল। যদিও সেই ট্রেনটি হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত চালাচল করে। যা পর্যাপ্ত নয়। মন্দির কমিটির মতে, কৌশিকী অমাবস্যা তিথিতে বহু পুণ্যার্থী আসেন। অনেকে এই তিথিতে আসার জন্য অগ্রিম টিকিট বুক করে রাখেন। ফলে যাঁরা পরে বুক করতে যান তাঁরা সমস্যায় পড়েন। তারাপীঠে আসার ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয় বহু পর্যটককে। গত ৭আগস্ট মন্দির কমিটির পক্ষ থেকে রেলকে চিঠি দিয়ে জানানো হয়, কৌশিকী অমাবস্যায় সাত থেকে আট লক্ষ পর্যটক আসেন। যাঁদের অধিকাংশই ট্রেনে আসেন। সেখানে হাওড়া থেকে একটিমাত্র স্পেশাল ট্রেন যথেষ্ট নয়। বহু পর্যটক আসেন ঝাড়খণ্ড ও বিহার থেকে। আবার অসম, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ২০শতাংশ পর্যটক এই তিথিতে আসেন। এত দূরপথ হওয়ায় রেল ছাড়া উপায় নেই। অন্যদিকে, কলকাতা সহ বেশ কয়েকটি জেলার মানুষ আসেন যাঁদের শিয়ালদহ থেকে যাতায়াতে সুবিধা হয়। তাই শিলিগুড়ি, ঝাড়খণ্ডের দেওঘর ও শিয়ালদহ থেকে একটি করে স্পেশাল ট্রেনের দাবি জানানো হয়।  যদিও পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার থেকে তিনদিনের জন্য হাওড়া থেকে রামপুরহাট এবং রামপুরহাট থেকে হাওড়ার জন্য বিশেষ ট্রেন চলাচল করবে। সকাল ৫টা ৪৫মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ৯টা ৫০মিনিটে রামপুরহাট পৌঁছবে। রামপুরহাট থেকে বেলা ১১টা ৩২মিনিটে ছেড়ে বিকেল ৩টে ৫৫মিনিটে হাওড়া পৌঁছবে। এই বিশেষ ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর শান্তিনিকেতন এবং সাঁইথিয়া স্টেশনে দাঁড়াবে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচের ব্যবস্থা থাকবে। রেল দাবি না মেনে শুধুমাত্র একটি ট্রেন ঘোষণা করায় হতাশ মন্দির কমিটি। তারাময়বাবু বলেন, উত্তরবঙ্গ, শিলিগুড়ি ও শিয়ালদহ থেকে বড় অংশের ভক্ত আসেন। যাঁরা অনেকেই ট্রেনের রিজার্ভেশন টিকিট পাচ্ছেন না। স্পেশাল ট্রেন দিলে ভক্ত সমাগম আরও বাড়ত। বন্দে ভারত ও শতাব্দী এক্সপ্রেসের রামপুরহাটে স্টপেজ না থাকায় বহু পর্যটক তারাপীঠে আসার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা