দক্ষিণবঙ্গ

শালতোড়ায় ডিটোনেটর জাতীয় বিস্ফোরক বহনেই দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শালতোড়ায় ডিটোনেটর জাতীয় বিস্ফোরক বহনের জেরে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিস মনে করছে। বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় বিস্ফোরণের ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে শালতোড়া থানা। পুলিসের তরফে ঘটনার ফরেন্সিক তদন্ত করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ, রবিবার কলকাতা থেকে ফরেন্সিক টিমের সদস্যরা জেলায় আসতে পারেন বলে জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে।
বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, বিস্ফোরক ফেটে ওই বাইক আরোহীর মৃত্যু হয়। বাইকে কী ধরনের বিস্ফোরক ছিল, তা জানতে ফরেন্সিক দলকে জেলায় আনা হচ্ছে। আমরা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছি।
উল্লেখ্য, শুক্রবার রাতে শালতোড়া থানার লাপাহাড়ী গ্রামে বিস্ফোরণে এক বাইক আরোহীর মৃত্যু হয়। বছর পঞ্চাশের মৃত বাইক চালক জয়দেব মণ্ডল ওরফে বাবলুর বাড়ি ওই থানার ঝনকা গ্রামে। বাবলু বাইকে ডিটোনেটর জাতীয় কিছু বহন করছিল। তা বাইকের সাইলেন্সার পাইপের সংস্পর্শে চলে আসায় ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে, আশেপাশের চার-পাঁচটি গ্রাম থেকে তার শব্দ শোনা যায়। বিস্ফোরণে তার গোটা শরীর ঝলসে যায়। একটি পা হাঁটু থেকে উড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর ওই ব্যক্তির মৃত্যু হয়।   
ওই বিস্ফোরণের ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি-র নেতানেত্রীরা এলাকার বেআইনি পাথর খাদান নিয়ে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের কর্মীরা। তাঁরা এলাকায় মিছিলও করেন। বিধায়ক বলেন, তৃণমূলের মদতে এলাকায় বেআইনি পাথর খাদান চলছে। এর আগেও শালতোড়ায় বিস্ফোরণে মৃত্যুর মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। খাদানে পাথরের চাঁই ভাঙার জন্য ডিটোনেটর, জিলেটিন স্টিকের মতো বিস্ফোরক ব্যবহৃত হয়। বিস্ফোরণে মৃত ব্যক্তিও ওই ধরনের বিস্ফোরক বহন করছিল। সেইসময় ঘটনাটি ঘটে। ঘটনার যথাযথ তদন্তের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। 
তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, প্রশাসনের নির্দেশে বাঁকুড়ার পাথর খাদান বন্ধ রয়েছে। শুক্রবার ওই ব্যক্তি কীভাবে মারা গিয়েছে, তা তদন্তসাপেক্ষ। বিজেপি কীভাবে তদন্তের আগে ডিটোনেটরে মৃত্যুর তত্ত্ব খাড়া করছে? বজ্রাঘাতেও তো ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। আসলে বিজেপির নেতা-নেত্রীরা ঘোলাজলে মাছ ধরতে নেমেছেন। মৃত্যু নিয়ে রাজনীতি করতে ওঁরা সিদ্ধহস্ত।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালতোড়া ও ছাতনা থানা এলাকায় প্রচুর পাথর খাদান রয়েছে। আগে খাদান থেকে পাথর তোলার পর ক্র্যাশারে তা ভাঙা হতো। পরে প্রশাসনের নির্দেশে খাদান বন্ধ হয়ে যায়। কেউ কেউ অবশ্য সাময়িকভাবে প্রশাসনের কাছে অনুমতি নিয়ে মজুত পাথর বিক্রির ব্যবস্থা করেছে। তবে বেশিরভাগ খাদান থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। বিরোধীদের অভিযোগ, সম্প্রতি ওইসব খাদান ফের বেআইনিভাবে চালুর চেষ্টা চলছে। তারজন্যই ডিটোনেটর, ডিনামাইট, জিলেটিন স্টিক জাতীয় বিস্ফোরক আমদানি করা হচ্ছে।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা