দক্ষিণবঙ্গ

ইউসুফের হাত ধরে জেলার আরও উন্নয়ন হবে: অপূর্ব

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ইউসুফ পাঠান এমন একজন ব্যক্তিত্ব, যিনি খুব সহজেই অনেক কঠিন কাজ করে দিতে পারেন। আমাদের লক্ষ্য তাঁর ধরে জেলার উন্নয়ন। এমনটাই দাবি করলেন বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার। শনিবার বহরমপুরের গ্র্যান্ট হলে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। তাঁকে পাশে বসিয়ে এমনই দাবি করেন অপূর্ববাবু। 
জেলা তৃণমূলের সভাপতি বলেন, কোথাও কোনও অসুবিধার সম্মুখীন হলে আমাদের বলবেন। আমরা সঙ্গে থেকে কাজ এগিয়ে নিয়ে যাব। মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগী হয়েছেন, সেভাবে আপনারা এগিয়ে চলুন। ট্রান্সফার বাদ দিয়ে কোনও কিছু দরকার হলে আমাকে বলবেন। বিগত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু, এমন অনেক কাজ রয়েছে যা আমরা করতে পারিনি। নিশ্চিতভাবে এবার সেগুলি হবে। এই জেলার আরও উন্নয়ন হবে। কারণ আমরা এমন একজন সাংসদ পেয়েছি, তাঁর যা প্রোফাইল আমাদের কাজ করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হচ্ছে। প্রশাসনিক জটিলতার কারণে অনেক স্কিম আটকে যায়। তবে এমন একজন সাংসদকে আমরা পেয়েছি খুব সহজেই কঠিন সমস্যার সমাধান হচ্ছে।
অপূর্ববাবু যখন এই কথাগুলি বলছিলেন পাশে বসে ইউসুফ পাঠান ক্রমাগত মাথা নেড়ে সমর্থন জানাচ্ছিলেন। পরে বক্তব্য রাখতে উঠে ইউসুফ বলেন, আপনারা সবাই ইঞ্জিনিয়ার। সমাজের উন্নয়নে কাজ করছেন। বহরমপুর তথা গোটা জেলাকে আরও এগিয়ে নিয়ে চলেছেন। আমরা এমন কিছু কাজ করব যাতে গোটা রাজ্যে আমাদের সুনাম হয়। যে কাজগুলি এতদিন হয়নি, সেই অসম্পূর্ণ কাজ আগে শেষ করব।
অ্যাসোসিয়েশনের রাজ্যের অর্গানাইজেশন সেক্রেটারি মিন্টু মিঙা বলেন, নতুন সাংসদ যেভাবে এগিয়ে আসছেন, তাতে আমরা এই জেলার আরও পরিকাঠামোগত উন্নয়ন করতে পারব বলে আশা করছি। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রক্তের ঘাটতি মেটাতে রাজ্যজুড়ে রক্তদান কর্মসূচি করেছি। এদিন জেলায় কর্মসূচি হল।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা