দক্ষিণবঙ্গ

১০৬ বছর বয়সে প্রয়াত পুরুলিয়ার স্বাধীনতা সংগ্রামী ভবানী মাহাত

সংবাদদাতা, মানবাজার: দেশের স্বাধীনতা চেয়ে কারাবাস করেছিলেন তাঁর স্বামী। চাক্ষুষ করেছিলেন দেশের স্বাধীনতা। স্বামী ও তাঁর সঙ্গী বিপ্লবীদের খাবার জোগানোর দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। সেই অসম সাহসী মহিলাকে হারিয়ে শোকস্তব্ধ মানবাজার তথা গোটা পুরুলিয়া জেলা। বৃহস্পতিবার রাতে প্রয়াত হন পুরুলিয়ার মানবাজার থানার চেপুয়া গ্রামের স্বাধীনতার সেনানী ভবানী মাহাত। মৃত্যুকালে ভবানীদেবীর বয়স হয়েছিল ১০৬ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ জেলাবাসী।
১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের রেশ এসে পৌঁছেছিল তৎকালীন মানভূমে। মহাত্মা গান্ধীর ডাকে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন ভবানীদেবীর স্বামী প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বৈদ্যনাথ মাহাত। ব্রিটিশ পুলিস বৈদ্যনাথবাবুকে জেলে ভরে দেয়। ১৩ মাস বিহারের ভাগলপুর জেলে বন্দি ছিলেন তিনি। স্বামীর জেল হলেও ভেঙে পড়েননি স্ত্রী ভবানী মাহাত। জেলার ইতিহাসবিদদের কাছে জানা গিয়েছে, ভবানীদেবী গৃহস্থালীর কাজের পাশাপাশি চাষবাসের কাজ সামলেও স্বাধীনতা সংগ্রামীদের জন্য খাবার রান্না করতেন। স্বামী বৈদ্যনাথ মাহাতর সঙ্গে যোগ ছিল অন্যান্য বিপ্লবীদের। সেই সূত্রেই বিপ্লবীরা আসতেন ভবানীদেবীর বাড়িতে। তাঁদের রান্না করে খাওয়াতেন ভবানীদেবী। তাঁর বাড়িতে বসেই বিপ্লবীরা তৈরি করতেন বিভিন্ন ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপরেখা। 
১৯৪২ সালে ৩০ সেপ্টেম্বর মানবাজার থানা অভিযান করেছিলেন বিপ্লবীরা। আন্দোলনে ছিলেন বৈদ্যনাথবাবুও। তার আগে ২৯ সেপ্টেম্বর মানবাজারের চেপুয়া গ্রামের আমবাগানে গোপন সভা বসেছিল বিপ্লবীদের। সে সময়ে মাত্র ২৪ বছর বয়স ভবানীদেবীর। তিনিই সেই গোপন ডেরায় বিপ্লবীদের খাবার পৌঁছে দিয়েছিলেন। অভাবের সংসারে বাড়ির কাজ, চাষের কাজ সামলেও নিজের হাতে বিপ্লবীদের খাবার তৈরি করে দিতেন ভবানীদেবী। তার ৫ বছর বাদেই এসেছিল স্বাধীনতা। স্বাধীনতার স্বাদ উপলব্ধি করেছিলেন ভবানী মাহাত। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। শতায়ু হয়েও চশমা ছাড়াই চোখে পরিষ্কার দেখতেন ভবানীদেবী, কানেও শুনতেন পরিষ্কার। অনেকেই বিভিন্ন সময়ে শতায়ু ভবানীদেবীর বাড়িতে গিয়ে তাঁকে সম্মান জানিয়ে আসতেন। বাড়িতে কেউ এলে ভবানীদেবী শোনাতেন দেশাত্মবোধক গান। অবশেষে বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভবানীদেবীর বয়স হয়েছিল ১০৬ বছর। যদিও আধার কার্ড অনুযায়ী তাঁর বয়স ১০৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
21d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা