দক্ষিণবঙ্গ

কংসাবতীর উপর বাঁশের সেতু ভাঙায় ঝাড়গ্রাম-মেদিনীপুর যোগাযোগ ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰামে সাতপাটি এলাকায় বৈদাঘাটে কংসাবতী নদীর উপর বাঁশের সেতু ভেসে গিয়েছে। ঝাড়গ্ৰাম ও মেদিনীপুরের মধ্যে সহজেই যাওয়া আসা করা যেত এই সেতু দিয়ে। এই পথ গত কুড়ি দিন ধরে বিচ্ছিন্ন। বাঁধগড়া গ্ৰাম পঞ্চায়েত সাতপাটি এলাকায় একটি নৌকা দিয়ে যাত্রী পারাপার চলছে। ঝাড়গ্ৰামের বাঁধগড়া ও মেদিনীপুরের চাঁন্দড়া এলাকার বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন।
কংসাবতী বা কাঁসাই নদী বাঁকুড়া হয়ে বিনপুর ব্লক দিয়ে ঝাড়গ্ৰাম জেলায় প্রবেশ করেছে। জেলার লালগড়, বাঁধগড়া হয়ে নদীটি পশ্চিম মেদিনীপুরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝাড়গ্ৰামের বাঁধগড়া গ্ৰাম পঞ্চায়েতের সাতপাটি ও মেদিনীপুরে চাঁন্দড়া এলাকার সংযোগকারী এই একমাত্র বাঁশের সেতুটি জলের স্রোতে ভেঙে গিয়েছে। দুই জেলার যোগাযোগের সহজ পথ বন্ধ হয়ে যাওয়ায় বাসিন্দারা সমস্যার মধ্যে পড়েছেন। মেদিনীপুরের কৃষক ও সব্জি বিক্রেতারা ঝাড়গ্ৰামে বাজারে এই পথ দিয়ে সব্জি বিক্রি করতে আসেন। বাঁধগড়া এলাকার বাসিন্দারাও বিভিন্ন কাজে মেদিনীপুর সদর শহরে যাতায়াত করেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় কুড়িদিন ধরে একটিমাত্র নৌকা দিয়ে কোনওরকমে পারাপার চলছে। সবসময় সেই নৌকা পাওয়া যাচ্ছে না। দীর্ঘ পথ ঘুরে দুই জেলার বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছছ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন বিষয়টি নিয়ে উদাসীন। বাড়তি একটা নৌকার ব্যবস্থা পর্যন্ত করা হয়নি। মেদিনীপুর চাঁন্দড়া এলাকার বাসিন্দা সুনীল মুর্মু বলেন, সকালে দুধ বিক্রি করতে এসেছিলাম। দুপুর থেকে প্রবল বৃষ্টিতে নৌকা চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আটকে পড়েছি। বাঁধাগড়া গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান কমল দলুই বলেন, কংসাবতী নদীতে জল বাড়ায় কুড়িদিন আগে সাতপাটি এলাকার বাঁশের সাঁকোটি ভেঙে ভেসে গিয়েছে। এই পথ দিয়ে সহজে মেদিনীপুরে যাওয়া যায়। এখন সাত কিমি দূরের  ব্রিজ পেরিয়ে এই এলাকার বাসিন্দাদের যাতায়াত করছেন। মেদিনীপুরের সব্জি বিক্রেতারা এই পথ দিয়ে ঝাড়গ্ৰামে আসেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। একটিমাত্র নৌকা দিয়ে এখন পারাপার চলছে। ব্লক প্রশাসনকে আরও নৌকার দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। সামানের কার্তিক মাস না আসা পর্যন্ত বাঁশের সাঁকো নতুন করে তৈরি করা যাবে না। জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, খেয়াঘাটে বাঁশের সেতুটি ভেঙে যাওয়া বিষয়ে আমরা অবগত আছি। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে।  নৌকায় করে পারাপার চলছে। -নিজস্ব চিত্র
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা